কলকাতা, 27 এপ্রিল : রাজ্যে আজ শেষ হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা । উচ্চমাধ্যমিকের ইতিহাসে এই প্রথমবার করোনার জেরে হোম সেন্টারে পরীক্ষা দিল ছাত্র-ছাত্রীরা (Higher Secondary exam over in Bengal and results to be out by June) । অর্থাৎ পড়ুয়ারা নিজ নিজ স্কুলে বসেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে ।
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, জুন মাসেই প্রকাশ করা হবে পরীক্ষার ফলাফল । যেহেতু পরীক্ষা হয়েছে হোম সেন্টারে তাই যাতে কোনওরকম অনৈতিক ঘটনা না ঘটে তাই বিশেষ তৎপর ছিল সংসদ । নেওয়া হয়েছিল একাধিক সতর্কতামূলক পদক্ষেপও । তিনি বলেন, "হোম সেন্টারে এবারই প্রথম পরীক্ষা । আমাদের কাছে নতুন অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জ । পরীক্ষার সেন্টার সংখ্যা বেড়েছে বলে আমাদের লজিস্টিক ব্যয় বেড়েছে । পড়ুয়াদের দীর্ঘদিন ক্লাস না করে একটা ফোবিয়া ছিল । ওদের সুবিধা করে দেওয়া হয়েছে । প্রচুর এমন কেন্দ্র ছিল, যেখানে এর আগে কোনওদিন উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি । আমরা সাফল্যের সঙ্গে করেছি পরীক্ষার আয়েজন । পরেরবার হোম সেন্টারে পরীক্ষা হবে কি না সেটা আলোচনা সাপেক্ষে ।"
সংসদের সভাপতি আরও বলেন, "এবছরের পরীক্ষা হয়েছে শান্তিপূর্ণভাবেই । কোনও অঞ্চল থেকে কোনও অভিযোগ জমা পড়েনি দফতরে । নিয়ম অনুসারে পরীক্ষা শেষ হবার 50 থেকে 60 দিনের মধ্যে রেজাল্ট বের করতে হয় ৷ তাই সেই সময়সীমাকে মাথায় রেখেই জুন মাসেই রেজাল্ট প্রকাশ করা হবে ৷ তবে চূড়ান্ত তারিখ এখনও ঠিক করা হয়নি । মূল্যায়ন নিয়েও এবার বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে । সব পরীক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে গত দু’বছরের বিষয়কে মাথায় রেখে খাতা মূল্যায়ন করতে । পরীক্ষার মধ্যে 16 জন পরীক্ষার্থী অসুস্থ ও দুর্ঘটনাগ্রস্ত তবুও তাঁরা পরীক্ষা দিয়েছে । সবাই পরীক্ষা দিয়েছে ।"
এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 2 এপ্রিল থেকে । তবে মাধ্যমিক পরীক্ষার সময় যে জেলাগুলি স্পর্শকাতর ছিল সেই জেলাগুলিতে পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল ৷ সেই নিয়ে বেশ কয়েকটি সমস্যা ও বিতর্কের ঝড় ওঠে ৷ তবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কোনও অঞ্চলে বন্ধ করা হয়নি ইন্টারনেট পরিষেবা । আগে যত সংখক পরীক্ষাকেন্দ্র হত তাঁর চেয়ে এবার তিনগুণ বেশি পরীক্ষা কেন্দ্র হয়েছিল বলে জানা গিয়েছে । উচ্চমাধ্যমিক পরীক্ষায় এবার মোট এক্সামিনেশন সেন্টারের সংখ্যা ছিল 998টি এবং মোট ভেনুর সংখ্যা ছিল 6727টি । পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া ডাটা অনুসারে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 7.45 লক্ষ । পরীক্ষা শুরু হয় সকাল 10 টা থেকে চলে বেলা 1:15 পর্যন্ত । এবছর করা হয় বিশেষ সিটিং অ্যারেঞ্জমেন্টও ।
আরও পড়ুন : Summer Vacation : এগিয়ে এল গ্রীষ্মাবকাশ, সোমবার থেকে স্কুলগুলিতে ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর