ETV Bharat / city

HS 2023 Routine: কবে শুরু সামনের বছরের উচ্চমাধ্যমিক ? জানুন পরীক্ষাসূচি - West Bengal HS Result 2022

সামনের বছরের উচ্চমাধ্যমিকের পরীক্ষা সূচি ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (HS 2023 Routine)৷ 14 মার্চ থেকে শুরু হবে পরীক্ষা ৷ চলবে 27 পর্যন্ত (HS exam 2023 Routine)৷

HS 2023 Routine: Exam to start on 14th March
কবে শুরু সামনের বছরের উচ্চমাধ্যমিক ? জানুন পরীক্ষাসূচি
author img

By

Published : Jun 10, 2022, 2:29 PM IST

কলকাতা, 10 জুন: সামনের বছর 14 মার্চ থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS 2023 Routine)৷ চলবে 27 মার্চ পর্যন্ত ৷ সামনের বছর হোম সেন্টারে পরীক্ষা হবে না বলে জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (HS exam 2023 Routine)৷

একনজরে দেখে নেব সামনের বছরের পরীক্ষার সূচি...

14-3-2023মঙ্গলবারবাংলা (এ), ইংরাজি (এ), হিন্দি (এ), নেপালি (এ), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাতি, পঞ্জাবি
16-3-2023বৃহস্পতিবারইংরাজি (বি), বাংলা (বি), হিন্দি (বি), নেপালি (বি), অল্টারনেটিভ ইংলিশ
17-3-2023শুক্রবার

হেল্থ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেইলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, ইলেকট্রনিকস,

টুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার,

পাওয়ার- ভোকেশনাল বিষয়

18-3-2023শনিবারবায়োলজিক্যাল সায়ান্স, বিজনেস স্টাডিস, পলিটিকাল সায়ান্স
20-3-2023সোমবারঅংক, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস
21-3-2023মঙ্গলবার

কম্পিউটার সায়ান্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিস, হেল্থ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন,

মিউজিক, ভিস্যুয়াল আর্টস

22-3-2023বুধবার কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি, সোশিয়োলজি
23-3-2023বৃহস্পতিবারফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি
24-3-2023শুক্রবারইকোনমিকস
25-3-2023শনিবারকেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সি, আরবী, ফ্রেঞ্চ

আরও পড়ুন: West Bengal HS Result 2022: উচ্চমাধ্যমিকে পাশের হার 88.44%, শীর্ষে পূর্ব মেদিনীপুর

পরীক্ষা শেষ হচ্ছে 27 মার্চ, সোমবার ৷ সে দিন রয়েছে স্ট্যাটিস্টিকস, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের পরীক্ষা ৷ সকাল 10টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বেলা সওয়া একটা পর্যন্ত ৷ আর যাবতীয় প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে চলতি বছরের 5 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বরের মধ্যে (West Bengal HS Result 2022)৷

কলকাতা, 10 জুন: সামনের বছর 14 মার্চ থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS 2023 Routine)৷ চলবে 27 মার্চ পর্যন্ত ৷ সামনের বছর হোম সেন্টারে পরীক্ষা হবে না বলে জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (HS exam 2023 Routine)৷

একনজরে দেখে নেব সামনের বছরের পরীক্ষার সূচি...

14-3-2023মঙ্গলবারবাংলা (এ), ইংরাজি (এ), হিন্দি (এ), নেপালি (এ), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাতি, পঞ্জাবি
16-3-2023বৃহস্পতিবারইংরাজি (বি), বাংলা (বি), হিন্দি (বি), নেপালি (বি), অল্টারনেটিভ ইংলিশ
17-3-2023শুক্রবার

হেল্থ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেইলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, ইলেকট্রনিকস,

টুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার,

পাওয়ার- ভোকেশনাল বিষয়

18-3-2023শনিবারবায়োলজিক্যাল সায়ান্স, বিজনেস স্টাডিস, পলিটিকাল সায়ান্স
20-3-2023সোমবারঅংক, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস
21-3-2023মঙ্গলবার

কম্পিউটার সায়ান্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিস, হেল্থ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন,

মিউজিক, ভিস্যুয়াল আর্টস

22-3-2023বুধবার কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি, সোশিয়োলজি
23-3-2023বৃহস্পতিবারফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি
24-3-2023শুক্রবারইকোনমিকস
25-3-2023শনিবারকেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সি, আরবী, ফ্রেঞ্চ

আরও পড়ুন: West Bengal HS Result 2022: উচ্চমাধ্যমিকে পাশের হার 88.44%, শীর্ষে পূর্ব মেদিনীপুর

পরীক্ষা শেষ হচ্ছে 27 মার্চ, সোমবার ৷ সে দিন রয়েছে স্ট্যাটিস্টিকস, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের পরীক্ষা ৷ সকাল 10টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বেলা সওয়া একটা পর্যন্ত ৷ আর যাবতীয় প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে চলতি বছরের 5 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বরের মধ্যে (West Bengal HS Result 2022)৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.