কলকাতা, 13 জুন: কলকাতা পুলিশ সাম্প্রতিক অশান্তি নিয়ে সতর্কতামূলক পোস্ট করতেই শুরু হয় অশ্রাব্য ভাষায় গালি ও অশ্লীল কমেন্টস । বাধ্য হয়ে কমেন্ট অপশন বন্ধ করল লালবাজার (KP blocks FB comment box)। পুলিশ সূত্রে খবর, কমেন্ট অপশনে যাঁরা আপত্তিকর ভাষায় লিখেছেন তাঁদের অ্যাকাউন্ট চিহ্নিত করা হচ্ছে ৷ প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে (Howrah Unrest)।
নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পর রাজ্যের একাধিক জায়গা বিশেষ করে হাওড়া ও মুর্শিদাবাদ তপ্ত হয়ে ওঠে । হাওড়ার সলপ, ডোমজুড়, কোনা এক্সপ্রেসওয়ে দফায় দফায় অবরুদ্ধ হয় । সড়কপথের পাশাপাশি অবরোধ হয় রেলপথেও ৷ হাওড়া টু দক্ষিণ শাখার একটি লাইনে টায়ার এবং কলাপাতা ফেলে অবরোধ করা হয় । এর ফলে ভোগান্তিতে পড়তে হয় অফিস ফেরত যাত্রী ও অন্যান্য নিত্যযাত্রীদের ৷
গত পরশু পাঁচলা, সলপ-সহ একাধিক এলাকায় উত্তেজনা ছড়ায় । এরপর তড়িঘড়ি সরিয়ে দেওয়া হয় হাওড়া গ্রামীণ পুলিশ সুপার শ্যামল রায় এবং হাওড়ার তৎকালীন পুলিশ কমিশনার সি সুধাকরকে । কলকাতা পুলিশের অফিশিয়াল ফেসবুক পেইজে লালবাজারের তরফে করা হয় একটি সতর্কতামূলক পোস্ট । সেই পোস্টে লালবাজারের তরফে আবেদন করা হয়, যাতে কোনও রকমের উস্কানিমূলক মন্তব্যে কেউ পা না দেয় ।
আরও পড়ুন: Prophet Remarks Row : বেথুয়াডহরী স্টেশনে ট্রেনে ভাঙচুর, চার ঘণ্টা পরেও আতঙ্কে যাত্রীরা
অভিযোগ, এরপর সেই পোস্টের কমেন্ট অপশনে শুরু হয়ে যায় অশ্লীল মন্তব্য । গোটা ঘটনার জন্য পুলিশ প্রশাসনকে দায়ী করে অশ্রাব্য ভাষায় গালি দিতে থাকেন নেট নাগরিকদের একাংশ ৷ বিষয়টি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে এটা অনুভব করেই নিজেদের ফেসবুক পেজের কমেন্ট করার অপশন আপাতত বন্ধ করেছে লালবাজার । যদিও এই বিষয় নিয়ে কলকাতা পুলিশের কেউ কোনও মন্তব্য করতে চাননি ।