কলকাতা, 7 অক্টোবর: বাটি ভর্তি পায়েস নেই । নেই কোনও লোভনীয় কেক । ফুল থেকে শুরু করে রঙিন পাঞ্জাবি- কোনওকিছুই নেই জেলের কুঠুরিতে । নেই মায়ের ছবি বা অগ্রজের আশীর্বাদও । কাছের মানুষদের শুভেচ্ছায় ভেসে যাওয়া বা মন ভালো করা উপহার পাওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই । আছে শুধু একাকীত্ব (Partha Chatterjee was arrested in recruitment scam )।
পার্থ ছিল চট্টোপাধ্যায়ের জন্মদিন ছিল শুক্রবার । 71 বছরে পা দিলেন প্রাক্তন মন্ত্রী । অথচ এবারের জন্মদিনটা একদম আলাদা, অন্যরকম । দিনটি বিশেষ হলেও জেলে আর পাঁচটা দিনের মতোই কাটল পার্থর। মা শিবাণী চট্টোপাধ্যায় ও স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের তৈরি পায়েস দিয়ে নাকতলার বাড়িতে জন্মদিন পালন করতেন পার্থ চট্টোপাধ্যায়। মায়ের আশীর্বাদ নিতেন পার্থ । 2017 সালে স্ত্রী এব 2021 সালে মা চলে যাওয়ার পর জন্মদিনের আয়োজনে কিছুটা বদল আসে । গত দু'বছর জন্মদিনে বেহালার দলীয় অফিসে কর্মী-সমর্থক থেকে শুরু করে অনুগামীদের ভিড় ছিল চোখে পড়ার মতো । গত ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর সব বদলে গিয়েছে একলহমায় ।
আরও পড়ুন: লক্ষ্মীর আরাধনাতেও সঙ্গী হবে বৃষ্টি
বাস্তব বুঝতে পেরেই বৃহস্পতিবার সারাদিন সেলেই কাটালেন পার্থ। প্রেসিডেন্সি জেল সূত্রে জানা গিয়েছে, শেষবার অষ্টমীতে সেলের বাইরে এসেছিলেন। তারপর থেকে আর বাইরেই বের হননি। ফলে এবারের জন্মদিন গড়াদের চার দেওয়ালেই কাটাতে হল তাঁকে। জেল কর্তৃপক্ষের সূত্রে জানা গিয়েছে, এমনিতে পার্থ চট্টোপাধ্যায়ের শরীরটাও খুব একটা ভালো নেই। পা খানিকটা ফুলে গিয়েছে। চিকিৎসকদের দাবি, সেলেই এখন বেশিরভাগ সময় কাটাচ্ছেন পার্থ। হাঁটাচলা অনেকটাই কমে গিয়েছে। আর তাই পা ফুলছে ।