ETV Bharat / city

অমিত শাহর সফরে চাই নিশ্ছিদ্র নিরাপত্তা, রাজ্যকে বলল স্বরাষ্ট্র মন্ত্রক

author img

By

Published : Dec 17, 2020, 10:04 PM IST

নাড্ডার কনভয়ে হামলার মতো ঘটনা যাতে আর না ঘটে, অমিত শাহর সফরের আগে তা নিশ্চিত করতে চাইছে সিআরপিএফ । পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ সরকারকে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রকও ।পদ

অমিত শাহ
অমিত শাহ

কলকাতা, 17 ডিসেম্বর : কয়েকদিন আগেই রাজ্য সফরে এসে হামলার মুখে পড়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । ডায়মন্ড হারবার যাওয়ার পথে তাঁর কনভয়ে হামলা চালানো হয়েছিল । তাই অমিত শাহর রাজ্য সফরের আগে আর কোনও ঝুঁকি নিতে চাইছে না সিআরপিএফ । নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজ্য পুলিশের ডিজিকে চিঠিও পাঠিয়েছে তারা ।

অমিত শাহ যেখানে যেখানে যাবেন বা যে এলাকা দিয়ে যাবেন, সেখানে নিরাপত্তার জন্য কী কী ব্যবস্থা করা হয়েছে, সেই সব জানতে চাওয়া হয়েছে চিঠিতে । কয়েকদিন আগে জে পি নাড্ডার সফরে যে হামলার ঘটনা ঘটেছে তার যাতে আর কোনও পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করতে চাইছে সিআরপিএফ । অমিত শাহর সফরের সময় রাজ্য পুলিশের থেকে যাতে সবরকম সহযোগিতা পাওয়া যায়, সেই কথাও চিঠিতে লিখেছে তারা ।

সূত্রের খবর, চিঠিতে সিআরপিএফ লিখেছে, "নাড্ডার উপর হামলার ঘটনা যে সময়ে ঘটেছে তখন পর্যাপ্ত পুলিশ মোতায়েনের ব্যবস্থা ছিল না।" সিআরপিএফ 9 এবং 10 ডিসেম্বরের ঘটনাগুলি সম্পর্কেও বিশদে চিঠিতে জানিয়েছে । এদিকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রক ।

আরও পড়ুন : শিরাকলে নাড্ডার কনভয়ে হামলা, কৈলাস বিজয়বর্গীয়-র গাড়ি ভাঙচুর

10 ডিসেম্বর ডায়মন্ডহারবারে যাওয়ার পথে নাড্ডার কনভয়ে হামলা হয়েছিল । শিরাকলে তাঁর কনভয়ে হামলা চালিয়েছিল কয়েকজন দুষ্কৃতী । অভিযোগ,দুষ্কৃতীরা প্রত্যেকেই তৃণমূল আশ্রিত । ভাঙচুর করা হয়েছিল কৈলাস বিজয়বর্গীয়র গাড়ি । তাই এবার আর কোনও ঝুঁকি নিতে চাইছে না সিআরপিএফ ।

কলকাতা, 17 ডিসেম্বর : কয়েকদিন আগেই রাজ্য সফরে এসে হামলার মুখে পড়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । ডায়মন্ড হারবার যাওয়ার পথে তাঁর কনভয়ে হামলা চালানো হয়েছিল । তাই অমিত শাহর রাজ্য সফরের আগে আর কোনও ঝুঁকি নিতে চাইছে না সিআরপিএফ । নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজ্য পুলিশের ডিজিকে চিঠিও পাঠিয়েছে তারা ।

অমিত শাহ যেখানে যেখানে যাবেন বা যে এলাকা দিয়ে যাবেন, সেখানে নিরাপত্তার জন্য কী কী ব্যবস্থা করা হয়েছে, সেই সব জানতে চাওয়া হয়েছে চিঠিতে । কয়েকদিন আগে জে পি নাড্ডার সফরে যে হামলার ঘটনা ঘটেছে তার যাতে আর কোনও পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করতে চাইছে সিআরপিএফ । অমিত শাহর সফরের সময় রাজ্য পুলিশের থেকে যাতে সবরকম সহযোগিতা পাওয়া যায়, সেই কথাও চিঠিতে লিখেছে তারা ।

সূত্রের খবর, চিঠিতে সিআরপিএফ লিখেছে, "নাড্ডার উপর হামলার ঘটনা যে সময়ে ঘটেছে তখন পর্যাপ্ত পুলিশ মোতায়েনের ব্যবস্থা ছিল না।" সিআরপিএফ 9 এবং 10 ডিসেম্বরের ঘটনাগুলি সম্পর্কেও বিশদে চিঠিতে জানিয়েছে । এদিকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রক ।

আরও পড়ুন : শিরাকলে নাড্ডার কনভয়ে হামলা, কৈলাস বিজয়বর্গীয়-র গাড়ি ভাঙচুর

10 ডিসেম্বর ডায়মন্ডহারবারে যাওয়ার পথে নাড্ডার কনভয়ে হামলা হয়েছিল । শিরাকলে তাঁর কনভয়ে হামলা চালিয়েছিল কয়েকজন দুষ্কৃতী । অভিযোগ,দুষ্কৃতীরা প্রত্যেকেই তৃণমূল আশ্রিত । ভাঙচুর করা হয়েছিল কৈলাস বিজয়বর্গীয়র গাড়ি । তাই এবার আর কোনও ঝুঁকি নিতে চাইছে না সিআরপিএফ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.