ETV Bharat / city

হাইকোর্টে আজ নারদ-কাণ্ডের শুনানি হচ্ছে না

author img

By

Published : May 20, 2021, 12:16 PM IST

Updated : May 20, 2021, 12:34 PM IST

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিসন বেঞ্চে নারদ মামলার শুনানি চলছে ৷ গতকাল, বুধবার এই মামলার শুনানি হয়েছে ৷ তার পর আজ আবার শুনানি হওয়ার কথা ছিল ৷ সেই শুনানি হচ্ছে না ৷

হাইকোর্টে আজ নারদ-কাণ্ডের শুনানি হচ্ছে না
হাইকোর্টে আজ নারদ-কাণ্ডের শুনানি হচ্ছে না

কলকাতা, 20 মে : নারদ-কাণ্ডে গ্রেফতার হওয়া তৃণমূল কংগ্রেসের চার হেভিওয়েট নেতা এবং শোভন চট্টোপাধ্যায়ের ভবিষ্যৎ কী হবে ? তার উত্তর আজই মিলতে পারে বলে অনেকে মনে করেছিলেন ৷ কিন্তু সেই সম্ভাবনা আজকের মতো খারিজ হয়ে গেল ৷ কারণ, আজ আর হাইকোর্টে নারদ মামলার শুনানি হচ্ছে না ৷

কিন্তু কেন এই মামলার শুনানি হচ্ছে না ৷ তা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি ৷ আদালত সূত্রে এখনও পর্যন্ত এই বিষয়ে যা জানিয়েছে, তা হল অনিবার্য কারণবশত নারদ মামলার শুনানি আজ করা হচ্ছে না ৷ এর পর কবে শুনানি হবে, তা অবশ্য এখনও জানা যায়নি ৷

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিসন বেঞ্চে নারদ মামলার শুনানি চলছে ৷ গতকাল, বুধবার এই মামলার শুনানি হয়েছে ৷ তার পর আজ আবার শুনানি হওয়ার কথা ছিল ৷ সেই শুনানি হচ্ছে না ৷

এই পরিস্থিতিতে অন্য কোনও বেঞ্চে অভিযুক্তরা এই মামলার শুনানির জন্য আবেদন করবেন কি না, তা এখনও স্পষ্ট হয়নি ৷

গত সোমবার নারদ মামলায় তৃণমূল কংগ্রেসের তিন হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় ও মদন মিত্র এবং প্রাক্তন তৃণমূলী শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই ৷ ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ সিবিআই আদালত ওইদিনই চার অভিযুক্তকে জামিন দেয় ৷

আরও পড়ুন : শোভনের শারীরিক অবস্থা ভাল নয়, জানালেন বৈশাখী

পরে কলকাতা হাইকোর্ট ওই রায়ে স্থগিতাদেশ দিয়ে ধৃতদের বুধবার পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠায় ৷ বুধবার মামলার শুনানি হয় ৷ তবে অভিযুক্তরা জামিন পাননি ৷ আদালত সূত্রে খবর, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ওই চারজনকে বিচারবিভাগীয় হেফাজতেই থাকতে হবে ৷

কলকাতা, 20 মে : নারদ-কাণ্ডে গ্রেফতার হওয়া তৃণমূল কংগ্রেসের চার হেভিওয়েট নেতা এবং শোভন চট্টোপাধ্যায়ের ভবিষ্যৎ কী হবে ? তার উত্তর আজই মিলতে পারে বলে অনেকে মনে করেছিলেন ৷ কিন্তু সেই সম্ভাবনা আজকের মতো খারিজ হয়ে গেল ৷ কারণ, আজ আর হাইকোর্টে নারদ মামলার শুনানি হচ্ছে না ৷

কিন্তু কেন এই মামলার শুনানি হচ্ছে না ৷ তা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি ৷ আদালত সূত্রে এখনও পর্যন্ত এই বিষয়ে যা জানিয়েছে, তা হল অনিবার্য কারণবশত নারদ মামলার শুনানি আজ করা হচ্ছে না ৷ এর পর কবে শুনানি হবে, তা অবশ্য এখনও জানা যায়নি ৷

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিসন বেঞ্চে নারদ মামলার শুনানি চলছে ৷ গতকাল, বুধবার এই মামলার শুনানি হয়েছে ৷ তার পর আজ আবার শুনানি হওয়ার কথা ছিল ৷ সেই শুনানি হচ্ছে না ৷

এই পরিস্থিতিতে অন্য কোনও বেঞ্চে অভিযুক্তরা এই মামলার শুনানির জন্য আবেদন করবেন কি না, তা এখনও স্পষ্ট হয়নি ৷

গত সোমবার নারদ মামলায় তৃণমূল কংগ্রেসের তিন হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় ও মদন মিত্র এবং প্রাক্তন তৃণমূলী শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই ৷ ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ সিবিআই আদালত ওইদিনই চার অভিযুক্তকে জামিন দেয় ৷

আরও পড়ুন : শোভনের শারীরিক অবস্থা ভাল নয়, জানালেন বৈশাখী

পরে কলকাতা হাইকোর্ট ওই রায়ে স্থগিতাদেশ দিয়ে ধৃতদের বুধবার পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠায় ৷ বুধবার মামলার শুনানি হয় ৷ তবে অভিযুক্তরা জামিন পাননি ৷ আদালত সূত্রে খবর, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ওই চারজনকে বিচারবিভাগীয় হেফাজতেই থাকতে হবে ৷

Last Updated : May 20, 2021, 12:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.