ETV Bharat / city

Covid Third Wave : একান্ত প্রয়োজন না হলে কলকাতায় রেফার নয়, জেলাগুলিকে নির্দেশ স্বাস্থ্য দফতরের - স্বাস্থ্য দফতর

করোনা আবহে জেলা থেকে কলকাতার হাসপাতালগুলিতে রোগীরদের রেফার করার প্রবণতা কমাতে চাইছে স্বাস্থ্য দফতর ৷ মঙ্গলবার তাদের তরফে জেলার হাসপাতালগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, একান্ত প্রয়োজন না হলে কোনও রোগীকে কলকাতায় রেফার করা যাবে না ৷ এই বিষয়ে কঠোর না হলে করোনার তৃতীয় ঢেউয়ের রোগীর চাপ সামলানো কার্যত অসম্ভব হয়ে পড়বে বলেই আশঙ্কা ওয়াকিবহাল মহলের ৷

health department holding strong stand to stop refer practice from district hospital to kolkata
Covid Third Wave : একান্ত প্রয়োজন না হলে কলকাতায় রেফার নয়, জেলাগুলিকে নির্দেশ স্বাস্থ্য দফতরের
author img

By

Published : Aug 24, 2021, 6:09 PM IST

কলকাতা, 24 অগস্ট : একান্ত প্রয়োজন না হলে কোনও রোগীকে যেন জেলার সরকারি হাসপাতাল থেকে কলকাতার হাসপাতালগুলিতে রেফার না করা হয় ৷ মঙ্গলবার রাজ্যের সবকটি মেডিক্যাল কলেজ ও জেলা হাসপাতালকে এমনই নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর ৷ করোনার তৃতীয় ঢেউ মোকাবিলার জন্য হাসপাতালগুলিকে যতটা বেশি সম্ভব প্রস্তুত রাখতেই এই পদক্ষেপ বলে দাবি সূত্রের ৷

আরও পড়ুন : Covid Third Wave : তৃতীয় ঢেউ মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের ভার্চুয়াল প্রশিক্ষণ পৌরনিগমের

বিশেষজ্ঞদের আশঙ্কা, করোনার তৃতীয় ঢেউয়ে সবথেকে বেশি আক্রান্ত হবে শিশুরা ৷ অথচ ছোটদের করোনার চিকিৎসা করার মতো পরিকাঠামো সেভাবে মজুত নেই ৷ এই খামতি দূর করতেই তৎপর হয়েছে রাজ্য প্রশাসন ৷ শিশু বিশেষজ্ঞদের নিয়ে বিশেষ দল গঠন করা হয়েছে ৷ শিশুদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে বিশেষ ব্যবস্থাও তৈরি রাখা হচ্ছে ৷

কিন্তু অভাব যে শুধুমাত্র পরিকাঠামোর, তা নয় ৷ অভাব রয়েছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদেরও ৷ এই অবস্থায় হাসপাতালগুলিতে অবাঞ্ছিত ভিড় চাইছে না কর্তৃপক্ষ ৷ সম্প্রতি বিভিন্ন জেলার মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের নিয়ে একটি বৈঠক করেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম ৷ সেই বৈঠকে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় সকলকে প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি ৷

আরও পড়ুন : Covid Third Wave: অক্টোবরেই ভয়ংকর হবে তৃতীয় ঢেউ, স্কুল খুললে ঝুঁকির মুখে পড়বে শিশুরা

এই বৈঠক এবং বিশেষজ্ঞদের পরামর্শের প্রেক্ষিতেই জেলার হাসপাতালগুলিকে ‘রেফার রোগ’ থেকে বেরিয়ে আসার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর ৷ সাফ জানিয়ে দেওয়া হয়েছে, জেলার সংশ্লিষ্ট সরকারি হাসপাতালে রোগীর চিকিৎসা সম্ভব হলে তাঁকে কিছুতেই রেফার করা যাবে না ৷ একমাত্র যে রোগীর চিকিৎসা কলকাতা ছাড়া হওয়া সম্ভব নয়, তাঁকে কলকাতায় রেফার করা যাবে ৷ সূত্রের খবর, রেফার নিয়ে কঠোর অবস্থান না নিলে করোনা আবহে কলকাতার হাসপাতালগুলির পক্ষে রোগীর চাপ সামলানো কার্যত অসম্ভব হয়ে পড়বে ৷

কলকাতা, 24 অগস্ট : একান্ত প্রয়োজন না হলে কোনও রোগীকে যেন জেলার সরকারি হাসপাতাল থেকে কলকাতার হাসপাতালগুলিতে রেফার না করা হয় ৷ মঙ্গলবার রাজ্যের সবকটি মেডিক্যাল কলেজ ও জেলা হাসপাতালকে এমনই নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর ৷ করোনার তৃতীয় ঢেউ মোকাবিলার জন্য হাসপাতালগুলিকে যতটা বেশি সম্ভব প্রস্তুত রাখতেই এই পদক্ষেপ বলে দাবি সূত্রের ৷

আরও পড়ুন : Covid Third Wave : তৃতীয় ঢেউ মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের ভার্চুয়াল প্রশিক্ষণ পৌরনিগমের

বিশেষজ্ঞদের আশঙ্কা, করোনার তৃতীয় ঢেউয়ে সবথেকে বেশি আক্রান্ত হবে শিশুরা ৷ অথচ ছোটদের করোনার চিকিৎসা করার মতো পরিকাঠামো সেভাবে মজুত নেই ৷ এই খামতি দূর করতেই তৎপর হয়েছে রাজ্য প্রশাসন ৷ শিশু বিশেষজ্ঞদের নিয়ে বিশেষ দল গঠন করা হয়েছে ৷ শিশুদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে বিশেষ ব্যবস্থাও তৈরি রাখা হচ্ছে ৷

কিন্তু অভাব যে শুধুমাত্র পরিকাঠামোর, তা নয় ৷ অভাব রয়েছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদেরও ৷ এই অবস্থায় হাসপাতালগুলিতে অবাঞ্ছিত ভিড় চাইছে না কর্তৃপক্ষ ৷ সম্প্রতি বিভিন্ন জেলার মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের নিয়ে একটি বৈঠক করেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম ৷ সেই বৈঠকে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় সকলকে প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি ৷

আরও পড়ুন : Covid Third Wave: অক্টোবরেই ভয়ংকর হবে তৃতীয় ঢেউ, স্কুল খুললে ঝুঁকির মুখে পড়বে শিশুরা

এই বৈঠক এবং বিশেষজ্ঞদের পরামর্শের প্রেক্ষিতেই জেলার হাসপাতালগুলিকে ‘রেফার রোগ’ থেকে বেরিয়ে আসার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর ৷ সাফ জানিয়ে দেওয়া হয়েছে, জেলার সংশ্লিষ্ট সরকারি হাসপাতালে রোগীর চিকিৎসা সম্ভব হলে তাঁকে কিছুতেই রেফার করা যাবে না ৷ একমাত্র যে রোগীর চিকিৎসা কলকাতা ছাড়া হওয়া সম্ভব নয়, তাঁকে কলকাতায় রেফার করা যাবে ৷ সূত্রের খবর, রেফার নিয়ে কঠোর অবস্থান না নিলে করোনা আবহে কলকাতার হাসপাতালগুলির পক্ষে রোগীর চাপ সামলানো কার্যত অসম্ভব হয়ে পড়বে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.