ETV Bharat / city

কোরোনা রোগীদের চিকিৎসায় ত্রুটি, COVID হাসপাতালগুলিকে নির্দেশিকা স্বাস্থ্য দপ্তরের - স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা কোভিড হাসপাতালগুলিতে

একাধিক কোরোনা হাসপাতালে রোগীদের চিকিৎসায় ত্রুটি ধরা পড়েছে বিশেষজ্ঞদের টিমের । স্বাস্থ্য দপ্তরের তরফে কোরোনার যথোপযুক্ত চিকিৎসার জন্য সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে নির্দেশিকা জারি ।

mistreatment of corona patients
কোরোনা রোগীদের ত্রুটি
author img

By

Published : Jun 30, 2020, 4:36 PM IST

কলকাতা, 30 জুন : রাজ‍্যের COVID হাসপাতালগুলিতে কোরোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে কিছুত্রুটি থেকে যাচ্ছে । বিভিন্ন COVID হাসপাতালে পরিদর্শনের সময়বিশেষজ্ঞদের নিয়ে গঠিত টিমের কাছে এই সব ত্রুটি ধরা পড়েছে । যার জেরে, সরকারি হোক অথবা বেসরকারি, রাজ‍্যের প্রতিটি COVID হাসপাতালে যাতে COVID -19 রোগীদের জন্য আরও ভালো চিকিৎসাপরিষেবা দেওয়া যায়, তার জন্যবেশ কিছু ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিল স্বাস্থ্য দপ্তর । রাজ‍্যেরসরকারি এবং বেসরকারি প্রতিটি হাসপাতাল কর্তৃপক্ষকে এই ব্যবস্থা নিশ্চিত করারনির্দেশ দিয়েছে ।

রোগীদেরচিকিৎসার ক্ষেত্রে কোন COVID হাসপাতালে কোন ধরনের ব্যবস্থা নেওয়াহচ্ছে, তার উপরনজরদারি চালানোর জন্য বিশেষজ্ঞদের নিয়ে গঠিত টিম সম্প্রতি সরকারি এবং বেসরকারিবিভিন্ন হাসপাতালে পরিদর্শনে গিয়েছিল । ওই সব হাসপাতালে কোরোনা আক্রান্তদেরচিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন ত্রুটি থেকে যাচ্ছে বলে এই টিমের নজরে আসে । ত্রুটি দূরকরে চিকিৎসার ক্ষেত্রে যাতে কোনও সমস্যা দেখা না দেয় তারজন্য ব্যবস্থা নেওয়া হতেপারে বলে জানিয়েছে বিশেষজ্ঞদের টিম । এই টিমের সুপারিশের উপর ভিত্তি করে কোরোনারোগীদের জন্য যাতে আরও ভালো চিকিৎসা পরিষেবা দেওয়া যায়, তার জন্য রাজ্যের সরকারি এবং বেসরকারিপ্রতিটি COVID হাসপাতালকে বেশ কিছু ব্যবস্থাগ্রহণের জন্য নির্দেশ দিল স্বাস্থ্য দপ্তর । সরকারি এবং বেসরকারি প্রতিটি COVID হাসপাতাল কর্তৃপক্ষকে এই ব্যবস্থা নিশ্চিত করতে হবে ।

পজ়িটিভরোগীদের জন্য আরও ভালো চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে সব ধরনের ব্যবস্থাগ্রহণের কথা বলেছে স্বাস্থ্য দপ্তর । সে সবের মধ‍্যে রয়েছে, কোন COVID -19 রোগীর শারীরিক অবস্থা কী রকম রয়েছে, তা নির্ধারণের জন্য নজর দিতে হবে ।কোনও COVID-19 রোগীর ক্ষেত্রে অক্সিজেনের প্রয়োজন দেখাদিলে অক্সিজেন যাতে যথাযথ ভাবে দেওয়া হয়, তা ভালোভাবে নজরে রাখতে হবে । কোনকোরোনায় আক্রান্ত রোগীর ক্ষেত্রে কোন অবস্থায় স্টেরয়েডের ব্যবহার করা যাবে, অ্যান্টিবায়োটিকের ব্যবহার কীভাবেকরতে হবে, কো-মরবিডিটিরয়েছে এমন রোগীদের ক্ষেত্রে কী করণীয়, এই সব বিষয় নিয়েও বলা হয়েছে এইনির্দেশে । যাতে প্রয়োজনীয় সঠিক চিকিৎসা দেওয়া, রোগীকে প্রয়োজনে অন্য হাসপাতালেস্থানান্তর করা এবং তার জন্য নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে রোগীদের শারীরিকঅবস্থার বিষয়ে সতর্ক থাকার কথা নির্দেশ দেওয়া হয়েছে ।

কোরোনা রোগীদের চিকিৎসায় ত্রুটি, COVID হাসপাতালগুলিকেনির্দেশিকা স্বাস্থ্য দপ্তরের

কলকাতা, 30 জুন : রাজ‍্যের COVID হাসপাতালগুলিতে কোরোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে কিছুত্রুটি থেকে যাচ্ছে । বিভিন্ন COVID হাসপাতালে পরিদর্শনের সময়বিশেষজ্ঞদের নিয়ে গঠিত টিমের কাছে এই সব ত্রুটি ধরা পড়েছে । যার জেরে, সরকারি হোক অথবা বেসরকারি, রাজ‍্যের প্রতিটি COVID হাসপাতালে যাতে COVID -19 রোগীদের জন্য আরও ভালো চিকিৎসাপরিষেবা দেওয়া যায়, তার জন্যবেশ কিছু ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিল স্বাস্থ্য দপ্তর । রাজ‍্যেরসরকারি এবং বেসরকারি প্রতিটি হাসপাতাল কর্তৃপক্ষকে এই ব্যবস্থা নিশ্চিত করারনির্দেশ দিয়েছে ।

রোগীদেরচিকিৎসার ক্ষেত্রে কোন COVID হাসপাতালে কোন ধরনের ব্যবস্থা নেওয়াহচ্ছে, তার উপরনজরদারি চালানোর জন্য বিশেষজ্ঞদের নিয়ে গঠিত টিম সম্প্রতি সরকারি এবং বেসরকারিবিভিন্ন হাসপাতালে পরিদর্শনে গিয়েছিল । ওই সব হাসপাতালে কোরোনা আক্রান্তদেরচিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন ত্রুটি থেকে যাচ্ছে বলে এই টিমের নজরে আসে । ত্রুটি দূরকরে চিকিৎসার ক্ষেত্রে যাতে কোনও সমস্যা দেখা না দেয় তারজন্য ব্যবস্থা নেওয়া হতেপারে বলে জানিয়েছে বিশেষজ্ঞদের টিম । এই টিমের সুপারিশের উপর ভিত্তি করে কোরোনারোগীদের জন্য যাতে আরও ভালো চিকিৎসা পরিষেবা দেওয়া যায়, তার জন্য রাজ্যের সরকারি এবং বেসরকারিপ্রতিটি COVID হাসপাতালকে বেশ কিছু ব্যবস্থাগ্রহণের জন্য নির্দেশ দিল স্বাস্থ্য দপ্তর । সরকারি এবং বেসরকারি প্রতিটি COVID হাসপাতাল কর্তৃপক্ষকে এই ব্যবস্থা নিশ্চিত করতে হবে ।

পজ়িটিভরোগীদের জন্য আরও ভালো চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে সব ধরনের ব্যবস্থাগ্রহণের কথা বলেছে স্বাস্থ্য দপ্তর । সে সবের মধ‍্যে রয়েছে, কোন COVID -19 রোগীর শারীরিক অবস্থা কী রকম রয়েছে, তা নির্ধারণের জন্য নজর দিতে হবে ।কোনও COVID-19 রোগীর ক্ষেত্রে অক্সিজেনের প্রয়োজন দেখাদিলে অক্সিজেন যাতে যথাযথ ভাবে দেওয়া হয়, তা ভালোভাবে নজরে রাখতে হবে । কোনকোরোনায় আক্রান্ত রোগীর ক্ষেত্রে কোন অবস্থায় স্টেরয়েডের ব্যবহার করা যাবে, অ্যান্টিবায়োটিকের ব্যবহার কীভাবেকরতে হবে, কো-মরবিডিটিরয়েছে এমন রোগীদের ক্ষেত্রে কী করণীয়, এই সব বিষয় নিয়েও বলা হয়েছে এইনির্দেশে । যাতে প্রয়োজনীয় সঠিক চিকিৎসা দেওয়া, রোগীকে প্রয়োজনে অন্য হাসপাতালেস্থানান্তর করা এবং তার জন্য নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে রোগীদের শারীরিকঅবস্থার বিষয়ে সতর্ক থাকার কথা নির্দেশ দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.