ETV Bharat / city

Purulia Needle Murder Case ফাঁসির সাজা রদ, যাবজ্জীবন পুরুলিয়ার সূচ কাণ্ডে দোষী মা ও তার প্রেমিকের

পুরুলিয়ার শিশুর শরীরে একাধিক সূচ ফুটিয়ে মারার মামলায় (Purulia Needle Murder Case) অভিযুক্তদের বিরুদ্ধে ফাঁসির সাজা রদ করল কলকাতা হাইকোর্ট ৷ যাবজ্জীবন সাজার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ।

Purulia Child Murder Case
Purulia Child Murder Case
author img

By

Published : Aug 25, 2022, 9:38 PM IST

Updated : Aug 25, 2022, 10:42 PM IST

কলকাতা, 25 অগস্ট: পুরুলিয়ার শিশুর শরীরে একাধিক সূচ ফোটানো মামলায় (Purulia Needle Murder Case) অভিযুক্তদের বিরুদ্ধে ফাঁসির সাজা রদ করে যাবজ্জীবনের নির্দেশ দিল হাইকোর্ট (Calcutta High Court) । বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি বিভাসরঞ্জন দে'র ডিভিশন বেঞ্চ অভিযুক্ত মা এবং তার প্রেমিক তান্ত্রিকের মৃত্যুদণ্ড রদের নির্দেশ দিল বৃহস্পতিবার । একই সঙ্গে উচ্চ আদালত জানায়, আগামী 30 বছর পর্যন্ত মুক্তির জন্য আবেদন করতে পারবে না সনাতন ঠাকুর । দু'জনকেই যাবজ্জীবন সাজা দিল আদালত ।

যাবজ্জীবন সাজার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

আরও পড়ুন : পুরুলিয়ার সূচ দিয়ে শিশুকন্যা খুনের মামলায় রায়দান স্থগিত, আগামিকাল সাজা ঘোষণা

2017 সালে 11 জুলাই পুরুলিয়ায় 3 বছরের শিশুকে সূচ ফোটানোর অভিযোগ ওঠে মা ও তার প্রেমিকের বিরুদ্ধে । 21 জুলাই এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় শিশুটির । ঘটনার প্রায় সাড়ে 4 বছর পর, শিশুটির মা মঙ্গলা গোস্বামী ও তার প্রেমিক সনাতন ঠাকুরের ফাঁসির সাজা ঘোষণা করে ফাস্টট্র‍্যাক আদালত । সেটাকেই চ্যালেঞ্জ করে মামলা হয় কলকাতা হাইকোর্টে । সেই মামলাতে ফাঁসির সাজা রদ করে যাবজ্জীবনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Purulia Child Murder Case) ।

কলকাতা, 25 অগস্ট: পুরুলিয়ার শিশুর শরীরে একাধিক সূচ ফোটানো মামলায় (Purulia Needle Murder Case) অভিযুক্তদের বিরুদ্ধে ফাঁসির সাজা রদ করে যাবজ্জীবনের নির্দেশ দিল হাইকোর্ট (Calcutta High Court) । বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি বিভাসরঞ্জন দে'র ডিভিশন বেঞ্চ অভিযুক্ত মা এবং তার প্রেমিক তান্ত্রিকের মৃত্যুদণ্ড রদের নির্দেশ দিল বৃহস্পতিবার । একই সঙ্গে উচ্চ আদালত জানায়, আগামী 30 বছর পর্যন্ত মুক্তির জন্য আবেদন করতে পারবে না সনাতন ঠাকুর । দু'জনকেই যাবজ্জীবন সাজা দিল আদালত ।

যাবজ্জীবন সাজার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

আরও পড়ুন : পুরুলিয়ার সূচ দিয়ে শিশুকন্যা খুনের মামলায় রায়দান স্থগিত, আগামিকাল সাজা ঘোষণা

2017 সালে 11 জুলাই পুরুলিয়ায় 3 বছরের শিশুকে সূচ ফোটানোর অভিযোগ ওঠে মা ও তার প্রেমিকের বিরুদ্ধে । 21 জুলাই এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় শিশুটির । ঘটনার প্রায় সাড়ে 4 বছর পর, শিশুটির মা মঙ্গলা গোস্বামী ও তার প্রেমিক সনাতন ঠাকুরের ফাঁসির সাজা ঘোষণা করে ফাস্টট্র‍্যাক আদালত । সেটাকেই চ্যালেঞ্জ করে মামলা হয় কলকাতা হাইকোর্টে । সেই মামলাতে ফাঁসির সাজা রদ করে যাবজ্জীবনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Purulia Child Murder Case) ।

Last Updated : Aug 25, 2022, 10:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.