ETV Bharat / city

Hanging Body Recover: ট্রামকর্মীদের আবাসন থেকে উদ্ধার ঝুলন্ত দেহ - রাজাবাজার ট্রাম কোয়াটারে ঝুলন্ত দেহ

ট্রামকর্মীদের আবাসন থেকে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ৷ মৃতের শারীরে আঘাতের চিহ্ন না-মিললেও গলায় কালসিটের দাগ আছে (Hanging Body Recover) ৷

Hanging Body Recover
ট্রাম কোয়াটার থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
author img

By

Published : Jul 2, 2022, 9:55 PM IST

কলকাতা, 2 জুলাই: রাজাবাজার ট্রামকর্মীদের আবাসন থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ (Hanging Body Recover)। মৃতের নাম সমীর আলী খান(24)। দেহে আঘাতের কোনও চিহ্ন মেলেনি । গলায় কালশিটে দাগ আছে ।

শনিবার ঘটনাটি ঘটেছে নারকেলডাঙ্গা থানা এলাকার রাজাবাজার ট্রামকর্মীদের আবাসনে। আবাসনের বাসিন্দারা ঝুলন্ত অবস্থায় দেহটি দেখতে পান ৷ তাঁরাই খবর দেন পুলিশে ৷ পুলিশ এসে দেহটি উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । মৃতের দেহে আঘাতের চিহ্ন না-মিললেও গলায় কালসিটে দাগ দেখতে পাওয়া গিয়েছে ৷

ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। জানা গিয়েছে, মৃত যুবক ক্যালকাটা ট্রাম কর্পোরেশনে চাকরি করত। আত্মহত্য়ার কারণ জানতে মৃতের আত্মীয়ের সঙ্গে কথা বলছেন পুলিশ আধিকারিকরা । পাশাপাশি মৃত যুবকের সহকর্মীদের সঙ্গেও কথা বলছে পুলিশ । দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরে মৃত্যুর কারণ জানা যাবে ৷

আরও পড়ুন: বিয়ে হয়েছে সবে দু'মাস, ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবতীর

কলকাতা, 2 জুলাই: রাজাবাজার ট্রামকর্মীদের আবাসন থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ (Hanging Body Recover)। মৃতের নাম সমীর আলী খান(24)। দেহে আঘাতের কোনও চিহ্ন মেলেনি । গলায় কালশিটে দাগ আছে ।

শনিবার ঘটনাটি ঘটেছে নারকেলডাঙ্গা থানা এলাকার রাজাবাজার ট্রামকর্মীদের আবাসনে। আবাসনের বাসিন্দারা ঝুলন্ত অবস্থায় দেহটি দেখতে পান ৷ তাঁরাই খবর দেন পুলিশে ৷ পুলিশ এসে দেহটি উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । মৃতের দেহে আঘাতের চিহ্ন না-মিললেও গলায় কালসিটে দাগ দেখতে পাওয়া গিয়েছে ৷

ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। জানা গিয়েছে, মৃত যুবক ক্যালকাটা ট্রাম কর্পোরেশনে চাকরি করত। আত্মহত্য়ার কারণ জানতে মৃতের আত্মীয়ের সঙ্গে কথা বলছেন পুলিশ আধিকারিকরা । পাশাপাশি মৃত যুবকের সহকর্মীদের সঙ্গেও কথা বলছে পুলিশ । দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরে মৃত্যুর কারণ জানা যাবে ৷

আরও পড়ুন: বিয়ে হয়েছে সবে দু'মাস, ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবতীর

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.