ETV Bharat / city

Ladakh Army Vehicle Accident : কলকাতা বিমানবন্দরে গান স্যালুট লাদাখে পথ দুর্ঘটনায় মৃত ল্যান্স নায়েক বাপ্পাদিত্য খুটিয়াকে - গান স্যালুট

লাদাখে শিয়ক নদীতে সেনার বাস দুর্ঘটনায় মৃত সেনা জওয়ান ল্যান্স নায়েক বাপ্পাদিত্য খুটিয়ার দেহ ৷ আজ কলকাতা বিমানবন্দরে তাঁকে গান স্যালুটের মাধ্যমে সম্মান জানায় সেনা (Gun Salute to Late Lance Naik Bappaditya Khutiya in Kolkata Airport) ৷ মৃত সেনা জওয়ান বাপ্পাদিত্য খুটিয়ার বাড়ির খড়গপুরে ৷

Gun Salute to Late Lance Naik Bappaditya Khutiya in Kolkata Airport
Gun Salute to Late Lance Naik Bappaditya Khutiya in Kolkata Airport
author img

By

Published : May 29, 2022, 12:44 PM IST

কলকাতা, 29 মে : কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছল লাদাখে বাস দুর্ঘটনায় মৃত সেনা জওয়ান বাপ্পাদিত্য খুটিয়ার দেহ ৷ ল্যান্স নায়েক বাপ্পাদিত্য খুটিয়া খড়গপুরের চাঁচল বারোভেটিয়ার বাসিন্দা ৷ আজ বিমানবন্দরে সেনাবাহিনীর তরফে তাঁকে গান স্যালুট (Gun Salute to Late Lance Naik Bappaditya Khutiya) দেওয়া হয় ৷ 27 মে লাদাখে সেনার বাস দুর্ঘটনায় মৃত 9 জওয়ানের মধ্যে একজন ছিলেন বাপ্পাদিত্য খুটিয়া ৷

লাদাখের পর্তাপুর ক্যাম্প থেকে 26 জন জওয়ানকে নিয়ে লেহর তুরটুক ফরওয়ার্ড ক্যাম্পে যাচ্ছিল সেনার বাস ৷ পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি শিয়ক নদীর খাদে পড়ে যায় ৷ ঘটনায় পর্তাপুর হাসপাতালে 7 জওয়ানের মৃত্যু হয় ৷ হরিয়ানার হাসপাতালে আরও দুই জওয়ান মারা যান ৷ পর্তাপুর হাসপাতালে মৃত জওয়ানদের মধ্যেই ছিলেন ল্যান্স নায়েক বাপ্পাদিত্য খুটিয়া ৷ এদিন কলকাতা বিমানবন্দরে তাঁর দেহ এসে পৌঁছয় ৷ সেখানে সেনার তরফে তাঁকে গান স্যালুট জানানো হয় (Gun Salute to Late Lance Naik Bappaditya Khutiya at Kolkata Airport) ৷

আরও পড়ুন : Ladakh Army Vehicle Accident : নদীতে পড়ল সেনার গাড়ি, লাদাখে মৃত 9 জওয়ান

গত 27 এপ্রিল ছুটি কাটিয়ে লাদাখে ইউনিটে যোগ দেন বাপ্পাদিত্য ৷ 2009 সালে সেনাবাহিনীতে যোগ দেন তিনি ৷ তাঁর বাড়িতে মা, বাবা, স্ত্রী এবং 11 মাসের কন্যাসন্তান রয়েছে ৷

কলকাতা, 29 মে : কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছল লাদাখে বাস দুর্ঘটনায় মৃত সেনা জওয়ান বাপ্পাদিত্য খুটিয়ার দেহ ৷ ল্যান্স নায়েক বাপ্পাদিত্য খুটিয়া খড়গপুরের চাঁচল বারোভেটিয়ার বাসিন্দা ৷ আজ বিমানবন্দরে সেনাবাহিনীর তরফে তাঁকে গান স্যালুট (Gun Salute to Late Lance Naik Bappaditya Khutiya) দেওয়া হয় ৷ 27 মে লাদাখে সেনার বাস দুর্ঘটনায় মৃত 9 জওয়ানের মধ্যে একজন ছিলেন বাপ্পাদিত্য খুটিয়া ৷

লাদাখের পর্তাপুর ক্যাম্প থেকে 26 জন জওয়ানকে নিয়ে লেহর তুরটুক ফরওয়ার্ড ক্যাম্পে যাচ্ছিল সেনার বাস ৷ পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি শিয়ক নদীর খাদে পড়ে যায় ৷ ঘটনায় পর্তাপুর হাসপাতালে 7 জওয়ানের মৃত্যু হয় ৷ হরিয়ানার হাসপাতালে আরও দুই জওয়ান মারা যান ৷ পর্তাপুর হাসপাতালে মৃত জওয়ানদের মধ্যেই ছিলেন ল্যান্স নায়েক বাপ্পাদিত্য খুটিয়া ৷ এদিন কলকাতা বিমানবন্দরে তাঁর দেহ এসে পৌঁছয় ৷ সেখানে সেনার তরফে তাঁকে গান স্যালুট জানানো হয় (Gun Salute to Late Lance Naik Bappaditya Khutiya at Kolkata Airport) ৷

আরও পড়ুন : Ladakh Army Vehicle Accident : নদীতে পড়ল সেনার গাড়ি, লাদাখে মৃত 9 জওয়ান

গত 27 এপ্রিল ছুটি কাটিয়ে লাদাখে ইউনিটে যোগ দেন বাপ্পাদিত্য ৷ 2009 সালে সেনাবাহিনীতে যোগ দেন তিনি ৷ তাঁর বাড়িতে মা, বাবা, স্ত্রী এবং 11 মাসের কন্যাসন্তান রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.