ETV Bharat / city

Red Road Carnival: মাল নদীতে দুর্ঘটনার পর সতর্ক নবান্ন, কার্নিভাল নিয়ে প্রকাশিত হল নির্দেশিকা

বিজয়া দশমীতে জলপাইগুড়ির মাল নদীতে হড়পা বানে মত্যু হয়েছে 8 হয়েছে (Red Road Carnival) ৷ জলের তোড়ে ভেসে গিয়ে আহত হয়েছেন আরও অনেকে ৷ তারপরেই নবান্ন সূত্রে জারি হয়েছে সতর্কতা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 7, 2022, 8:57 AM IST

কলকাতা, 7 অক্টোবর: মাল নদীতে ভয়াবহ দুর্ঘটনায় উদ্বিগ্ন নবান্ন (Guide line for red rods puja Carnival)। এই নিয়ে জেলা প্রশাসনের রিপোর্ট তলব করল রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন। স্থানীয় প্রশাসনের কাছে জানতে চাওয়া হয়েছে, দুর্ঘটনার সময় ঘটনাস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ছিল কি না বা সরকারি ব্যবস্থাপনায় কোনও গাফিলতি ছিল কি না। 48 ঘণ্টার মধ্যে ঘটনার সম্পূর্ণ রিপোর্ট দিতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। এই দুর্ঘটনার পরেই রাজ্য জুড়ে বিসর্জন নিয়ে নয়া নির্দেশিকাও জারি করা হয়েছে নবান্নের পক্ষ থেকে ৷
এদিকে করোনা অবোহে বিগত দু'বছর কার্নিভাল বন্ধ থাকার পর এই বছর আবার এই কার্নিভাল হতে চলেছে রেড রোডে। শুক্রবার জেলায় জেলায় কার্নিভাল অনুষ্ঠিত হবে। শনিবার হবে কলকাতায় কর্নিভাল । শহর কলকাতার 100টি পুজো কমিটি এই কার্নিভালে অংশ নেবে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ শহরের বিশিষ্ট ব্যক্তিরা। এবার ইউনেসকোর হেরিটেজ স্বীকৃতি পেয়েছে দুর্গাপুজো। তাই পুজোয় উপস্থিত থাকবেন ইউনেসকোর প্রতিনিধিরাও।

কর্নিভাল নিয়ে নতুন নির্দেশিকা দিল নবান্ন ৷ বৃহস্পতিবার এনিয়ে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়, কার্নিভালে অংশ নেওয়া প্রতিটি পুজো কমিটি সর্বাধিক তিনটি গাড়ি আনতে পারবে। প্রতিমা-সহ প্রতিটি গাড়ির উচ্চতা থাকবে 16 ফুটের মধ্যে। তবে প্রতিমার উচ্চতা বেশি হলে, নিচু গাড়ির ব্যবহার করতে হবে। কার্নিভালে অংশ নেওয়া গাড়ির নাম-সহ চালকের যাবতীয় তথ্য স্থানীয় থানায় জমা রাখতে হবে।

আরও পড়ুন: লক্ষ্মীর আরাধনাতেও সঙ্গী হবে বৃষ্টি

জানা গিয়েছে, শনিবার বিকেল সাড়ে 4টা থেকে শুরু হবে রেড রোডে কার্নিভাল। এই কার্নিভাল চলবে প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে। অংশ নেওয়া প্রতিটি পুজো কমিটিই বিশ্ববাংলার কোনও না কোনও শারদ সম্মান জিতেছে । কার্নিভালের শোভাযাত্রায় থাকবে বিশেষ ট্যাবলো। ধুনুচি নাচ থেকে শুরু করে ছৌ নাচ হবে এদিন । শোভাযাত্রায় যেমন পুজো কমিটিগুলির পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তেমনই রাজ্যের পক্ষ থেকেও আয়োজিত হবে বিশেষ অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে প্রত্যেকটি পুজো কমিটিকে 2 থেকে 3 মিনিটের মধ্যেই মূল মঞ্চের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করতে হবে। পাশাপাশি সর্বোচ্চ 50 জন সদস্য আসতে পারবেন । নির্দেশিকায় বলা হয়েছে, রেড রোডের কার্নিভালে অংশগ্রহণকারী পুজো কমিটিগুলিকে সংশ্লিষ্টদিনে সকাল 11টার মধ্যেই রিপোর্টিং করতে হবে রেড রোডের নির্দিষ্ট জায়গায়। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দিয়ে এসে শোভাযাত্রা দাঁড়াবে মূল মঞ্চের সামনে। তারপর অল ইন্ডিয়া রেডিওর পাশ দিয়ে এগিয়ে যাবে বিসর্জনের জন্য।

আরও পড়ুন: প্রাণের তোয়াক্কা না করে জলে ঝাঁপ, 10টি জীবন বাঁচান মানিক
নবান্ন সূত্রে খবর, কলকাতা পুলিসের 'ডেয়ার ডেভিল' বাহিনীর স্টান্ট দিয়ে শুরু হবে অনুষ্ঠান। এরপর থাকছে ডোনা গঙ্গোপাধ্যায় নাচের অনুষ্ঠান। তিনি অবশ্য চিকুনগুনিয়ায় আক্রান্ত। ফলে ওই অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এবছর কার্নিভালে সবকটি দূতাবাসের আধিকারিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। বাদ যাননি শহরের বিশিষ্ট শিল্পপতি ও বণিকসভার সদস্যরাও। কার্নিভাল উপলক্ষে এলাকার নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করা হয়েছে। রেড রোডে মোতায়েন থাকবেন 2500 পুলিশ কর্মী, 1200 পৌরকর্মী।

কলকাতা, 7 অক্টোবর: মাল নদীতে ভয়াবহ দুর্ঘটনায় উদ্বিগ্ন নবান্ন (Guide line for red rods puja Carnival)। এই নিয়ে জেলা প্রশাসনের রিপোর্ট তলব করল রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন। স্থানীয় প্রশাসনের কাছে জানতে চাওয়া হয়েছে, দুর্ঘটনার সময় ঘটনাস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ছিল কি না বা সরকারি ব্যবস্থাপনায় কোনও গাফিলতি ছিল কি না। 48 ঘণ্টার মধ্যে ঘটনার সম্পূর্ণ রিপোর্ট দিতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। এই দুর্ঘটনার পরেই রাজ্য জুড়ে বিসর্জন নিয়ে নয়া নির্দেশিকাও জারি করা হয়েছে নবান্নের পক্ষ থেকে ৷
এদিকে করোনা অবোহে বিগত দু'বছর কার্নিভাল বন্ধ থাকার পর এই বছর আবার এই কার্নিভাল হতে চলেছে রেড রোডে। শুক্রবার জেলায় জেলায় কার্নিভাল অনুষ্ঠিত হবে। শনিবার হবে কলকাতায় কর্নিভাল । শহর কলকাতার 100টি পুজো কমিটি এই কার্নিভালে অংশ নেবে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ শহরের বিশিষ্ট ব্যক্তিরা। এবার ইউনেসকোর হেরিটেজ স্বীকৃতি পেয়েছে দুর্গাপুজো। তাই পুজোয় উপস্থিত থাকবেন ইউনেসকোর প্রতিনিধিরাও।

কর্নিভাল নিয়ে নতুন নির্দেশিকা দিল নবান্ন ৷ বৃহস্পতিবার এনিয়ে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়, কার্নিভালে অংশ নেওয়া প্রতিটি পুজো কমিটি সর্বাধিক তিনটি গাড়ি আনতে পারবে। প্রতিমা-সহ প্রতিটি গাড়ির উচ্চতা থাকবে 16 ফুটের মধ্যে। তবে প্রতিমার উচ্চতা বেশি হলে, নিচু গাড়ির ব্যবহার করতে হবে। কার্নিভালে অংশ নেওয়া গাড়ির নাম-সহ চালকের যাবতীয় তথ্য স্থানীয় থানায় জমা রাখতে হবে।

আরও পড়ুন: লক্ষ্মীর আরাধনাতেও সঙ্গী হবে বৃষ্টি

জানা গিয়েছে, শনিবার বিকেল সাড়ে 4টা থেকে শুরু হবে রেড রোডে কার্নিভাল। এই কার্নিভাল চলবে প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে। অংশ নেওয়া প্রতিটি পুজো কমিটিই বিশ্ববাংলার কোনও না কোনও শারদ সম্মান জিতেছে । কার্নিভালের শোভাযাত্রায় থাকবে বিশেষ ট্যাবলো। ধুনুচি নাচ থেকে শুরু করে ছৌ নাচ হবে এদিন । শোভাযাত্রায় যেমন পুজো কমিটিগুলির পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তেমনই রাজ্যের পক্ষ থেকেও আয়োজিত হবে বিশেষ অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে প্রত্যেকটি পুজো কমিটিকে 2 থেকে 3 মিনিটের মধ্যেই মূল মঞ্চের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করতে হবে। পাশাপাশি সর্বোচ্চ 50 জন সদস্য আসতে পারবেন । নির্দেশিকায় বলা হয়েছে, রেড রোডের কার্নিভালে অংশগ্রহণকারী পুজো কমিটিগুলিকে সংশ্লিষ্টদিনে সকাল 11টার মধ্যেই রিপোর্টিং করতে হবে রেড রোডের নির্দিষ্ট জায়গায়। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দিয়ে এসে শোভাযাত্রা দাঁড়াবে মূল মঞ্চের সামনে। তারপর অল ইন্ডিয়া রেডিওর পাশ দিয়ে এগিয়ে যাবে বিসর্জনের জন্য।

আরও পড়ুন: প্রাণের তোয়াক্কা না করে জলে ঝাঁপ, 10টি জীবন বাঁচান মানিক
নবান্ন সূত্রে খবর, কলকাতা পুলিসের 'ডেয়ার ডেভিল' বাহিনীর স্টান্ট দিয়ে শুরু হবে অনুষ্ঠান। এরপর থাকছে ডোনা গঙ্গোপাধ্যায় নাচের অনুষ্ঠান। তিনি অবশ্য চিকুনগুনিয়ায় আক্রান্ত। ফলে ওই অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এবছর কার্নিভালে সবকটি দূতাবাসের আধিকারিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। বাদ যাননি শহরের বিশিষ্ট শিল্পপতি ও বণিকসভার সদস্যরাও। কার্নিভাল উপলক্ষে এলাকার নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করা হয়েছে। রেড রোডে মোতায়েন থাকবেন 2500 পুলিশ কর্মী, 1200 পৌরকর্মী।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.