কলকাতা, 18 জুন : জিটিএ ও শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন হবে রাজ্য পুলিশ দিয়েই (GTA and Siliguri Mahakuma Parishad Election to be Organised with State Police) ৷ আজ এমনটাই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ৷
জানানো হয়েছে, আগামী গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ও শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকবে রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী ৷ আর আসন্ন নির্বাচনকে সবদিক থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পরিচালনা করতে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দফায় দফায় পুলিশ ও প্রশাসন বৈঠক করছে বলে জানানো হয়েছে ৷
এ দিন কমিশনের তরফে পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকে নিরাপত্তা সম্পর্কিত প্রস্তুতি সেরে নেওয়া হয় ৷ সেই মতো কীভাবে রাজ্য পুলিশ ও তার বাহিনীর বিন্যাস করা হবে সেই নিয়েও আলোচনা হয় ৷ জিটিএ ও শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের আগে নিরাপত্তা ক্ষেত্রে কোনওরকম খামতি রাখত চায় না নির্বাচন কমিশন ৷ সেইজন্য এ বার নাকা চেকিং ও এরিয়া ডমিনেশনের উপরে আরও বেশি জোর দেওয়া হচ্ছে ৷
জিটিএ ও শিলিগুড়ি মহকুমা নির্বাচনে রাজ্য পুলিশ, পিএফআর, কমান্ডো ও ব়্যাফ ব্যবহার করা হবে ৷ কমিশন সূত্রে খবর, ভোটের দিন যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করে দেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে সংবেদনশীল এলাকাগুলিতে নিয়মিত নজরদারি চলছে ৷ আগামী 26 জুন শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে 9টি মহকুমা পরিষদ আসনে ভোট হবে ৷ আর 23টি গ্রাম পঞ্চায়েতে 463টি আসন এবং 4টি পঞ্চায়েত সমিতিতে 66টি আসনে ভোট হবে ওই দিন ৷
চন্দননগর পৌরনিগমের 17 নম্বর ওয়ার্ড, দমদম পৌরসভার 4 নম্বর ওয়ার্ড, ভাটপাড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদম পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে ওই দিন উপনির্বাচন রয়েছে ৷ পুরুলিয়ার ঝালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু এবং পানিহাটি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন দত্তের মৃত্যুর কারণে এই ওয়ার্ডগুলিতেও উপনির্বাচন হবে ৷