ETV Bharat / city

নোবেলজয়ী প্রাক্তনীকে স্বাক্ষর সম্বলিত শুভেচ্ছাবার্তা পাঠাবে 12 হাজার পড়ুয়া - Nobel Winner in Economics Abhijit Vinayak Banerjee

সাউথ পয়েন্টের প্রাক্তনী, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হবে শুভেচ্ছাবার্তা ৷ স্কুলের তরফে আজ থেকে শুরু হবে শুভেচ্ছাবার্তা স্বাক্ষর ক্যাম্পেইন ৷ আর তাতে সই করবেন স্কুলের 12 হাজারেরও বেশি পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা ৷

অভিজিৎ বিনায়ক ব্যানার্জি ফাইল ছবি
author img

By

Published : Oct 16, 2019, 8:56 AM IST

Updated : Oct 16, 2019, 2:01 PM IST

কলকাতা, 16 অক্টোবর : স্কুল জীবনটা তাঁর কেটেছে কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে । নোবেলজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা হতেই আনন্দে আপ্লুত স্কুল কর্তৃপক্ষ । আজ থেকে সাউথ পয়েন্ট স্কুল একটি শুভেচ্ছাবার্তা স্বাক্ষর ক্যাম্পেইন শুরু হতে চলেছে । এতে স্কুলের 12 হাজারেরও বেশি পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা ও অংশগ্রহণকারীরা স্বাক্ষর করবেন । তারপর সেই শুভেচ্ছাবার্তা পাঠানো হবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কাছে । গতকাল সাউথ পয়েন্ট স্কুল কর্তৃপক্ষের তরফে একথা জানানো হয়েছে ৷

আরও পড়ুন : এই পুরস্কার দারিদ্র্য দূরীকরণ আন্দোলনের : অভিজিৎ

অভিজিতের স্কুল ছিল সাউথ পয়েন্ট । 1978 সালে এখান থেকেই উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হন । তাঁর নোবেল পাওয়ার খবর পাওয়ার পর থেকেই উচ্ছ্বসিত স্কুল কর্তৃপক্ষ । গতকালই পুজোর ছুটির পর স্কুল খোলে । 14 তারিখ অধ্যক্ষা রূপা সান্যাল ভট্টাচার্য জানিয়েছিলেন, স্কুল খোলার পর স্কুলের প্রাক্তনীর নোবেল পাওয়াকে স্মরণ করতে অনুষ্ঠানের আয়োজন করা হবে । পাশাপাশি পড়ুয়াদের স্বাক্ষর করা অভিনন্দনপত্র পাঠানো হবে তাঁর কাছে ৷ সাউথ পয়েন্ট স্কুলের মুখপাত্র ও ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানি জানান, আজ থেকেই শুরু হবে এই স্বাক্ষর ক্যাম্পেইন ৷

আরও পড়ুন : প্রাক্তনীর কৃতিত্বে গর্বিত সাউথ পয়েন্ট-প্রেসিডেন্সি

গতকাল তিনি বলেন, "আমরা 12 হাজারেরও বেশি পড়ুয়া, আমাদের শিক্ষক-শিক্ষিকা সবাই মিলে একটা শুভেচ্ছাবার্তা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠাব । সেটাতে এই সকল মানুষ স্বাক্ষর করবেন । দ্বিতীয়ত, আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের তরফে অনলাইনে শুভেচ্ছাবার্তায় স্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে । সেটাও এসে গেলে ওই মেসেজগুলোও তাঁকে পাঠানো হবে । কাল থেকেই সাক্ষর সংগ্রহ করা হবে পড়ুয়াদের ।"

আরও পড়ুন : দেশের অনিয়ন্ত্রিত আর্থিক পরিস্থিতির কথা কেন্দ্রের জানা, মন্তব্য নোবেলজয়ী অভিজিতের

তবে, আজ থেকে ক্যাম্পেইন শুরু হলেও শুভেচ্ছাবার্তাটি কবে নোবেলজয়ী প্রাক্তনীর কাছে পাঠানো হবে তা এখনও স্থির করেনি স্কুল কর্তৃপক্ষ ।

কলকাতা, 16 অক্টোবর : স্কুল জীবনটা তাঁর কেটেছে কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে । নোবেলজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা হতেই আনন্দে আপ্লুত স্কুল কর্তৃপক্ষ । আজ থেকে সাউথ পয়েন্ট স্কুল একটি শুভেচ্ছাবার্তা স্বাক্ষর ক্যাম্পেইন শুরু হতে চলেছে । এতে স্কুলের 12 হাজারেরও বেশি পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা ও অংশগ্রহণকারীরা স্বাক্ষর করবেন । তারপর সেই শুভেচ্ছাবার্তা পাঠানো হবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কাছে । গতকাল সাউথ পয়েন্ট স্কুল কর্তৃপক্ষের তরফে একথা জানানো হয়েছে ৷

আরও পড়ুন : এই পুরস্কার দারিদ্র্য দূরীকরণ আন্দোলনের : অভিজিৎ

অভিজিতের স্কুল ছিল সাউথ পয়েন্ট । 1978 সালে এখান থেকেই উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হন । তাঁর নোবেল পাওয়ার খবর পাওয়ার পর থেকেই উচ্ছ্বসিত স্কুল কর্তৃপক্ষ । গতকালই পুজোর ছুটির পর স্কুল খোলে । 14 তারিখ অধ্যক্ষা রূপা সান্যাল ভট্টাচার্য জানিয়েছিলেন, স্কুল খোলার পর স্কুলের প্রাক্তনীর নোবেল পাওয়াকে স্মরণ করতে অনুষ্ঠানের আয়োজন করা হবে । পাশাপাশি পড়ুয়াদের স্বাক্ষর করা অভিনন্দনপত্র পাঠানো হবে তাঁর কাছে ৷ সাউথ পয়েন্ট স্কুলের মুখপাত্র ও ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানি জানান, আজ থেকেই শুরু হবে এই স্বাক্ষর ক্যাম্পেইন ৷

আরও পড়ুন : প্রাক্তনীর কৃতিত্বে গর্বিত সাউথ পয়েন্ট-প্রেসিডেন্সি

গতকাল তিনি বলেন, "আমরা 12 হাজারেরও বেশি পড়ুয়া, আমাদের শিক্ষক-শিক্ষিকা সবাই মিলে একটা শুভেচ্ছাবার্তা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠাব । সেটাতে এই সকল মানুষ স্বাক্ষর করবেন । দ্বিতীয়ত, আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের তরফে অনলাইনে শুভেচ্ছাবার্তায় স্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে । সেটাও এসে গেলে ওই মেসেজগুলোও তাঁকে পাঠানো হবে । কাল থেকেই সাক্ষর সংগ্রহ করা হবে পড়ুয়াদের ।"

আরও পড়ুন : দেশের অনিয়ন্ত্রিত আর্থিক পরিস্থিতির কথা কেন্দ্রের জানা, মন্তব্য নোবেলজয়ী অভিজিতের

তবে, আজ থেকে ক্যাম্পেইন শুরু হলেও শুভেচ্ছাবার্তাটি কবে নোবেলজয়ী প্রাক্তনীর কাছে পাঠানো হবে তা এখনও স্থির করেনি স্কুল কর্তৃপক্ষ ।

Intro:কলকাতা, ১৫ অক্টোবর: স্কুল জীবনটা তাঁর কেটেছে কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে। নোবেল বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা হতেই আনন্দে আপ্লুত হয় স্কুল কর্তৃপক্ষ। আগামীকাল থেকে সাউথ পয়েন্ট স্কুল একটি শুভেচ্ছা বার্তা সাক্ষর ক্যাম্পেইন শুরু করবে । যাতে স্কুলের ১২ হাজারের বেশি পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা ও অংশগ্রহণকারীরা সাক্ষর করবেন। তারপরে সেই শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দেওয়া হবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কাছে। আজ এমনই জানাল সাউথ পয়েন্ট স্কুল কর্তৃপক্ষ। Body:নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের স্কুল ছিল সাউথ পয়েন্ট। ১৯৭৮ সালে এই স্কুল থেকেই উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হন তিনি। তাঁর অর্থনীতিতে নোবেল পাওয়ার খবর পাওয়ার পর থেকেই উচ্ছসিত কলকাতার এই স্কুলটি। আজ মঙ্গলবার পুজোর ছুটির পর স্কুল খুলল। গতকালই প্রিন্সিপ্যাল রূপা সান্যাল ভট্টাচার্য জানিয়েছিলেন, স্কুল খোলার পর স্কুলের প্রাক্তনীর নোবেল পাওয়াকে স্মরণ করতে অনুষ্ঠান আয়োজন করা হবে। পাশাপাশি, প্রত্যেক পড়ুয়ার স্বাক্ষর করা অভিনন্দনপত্র পাঠানো হবে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কাছে। আগামীকাল থেকেই এই সাক্ষর ক্যাম্পেইন শুরু করে দেওয়া হবে বলে জানাচ্ছেন সাউথ পয়েন্ট স্কুলের মুখপাত্র ও ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানি।

কৃষ্ণ দামানি বলেন, "আমরা আমাদের বর্তমান পড়ুয়া যাঁরা আছেন, ১২ হাজারেরও বেশি, আমাদের শিক্ষক-শিক্ষিকা সবাই মিলে একটা শুভেচ্ছা বার্তা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠাব। সেটাতে এই সকল মানুষ সাক্ষর করবেন। দ্বিতীয়ত, আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের তরফ থেকে অনলাইনে শুভেচ্ছা বার্তায় সাক্ষর সংগ্রহ করা হচ্ছে। সেটাও এসে গেলে ওই মেসেজগুলোও ওনাকে পাঠানো হবে। আমরা কাল থেকেই সাক্ষর সংগ্রহ করা হবে বাচ্চাদের।" তবে, কাল থেকে ক্যাম্পেইন শুরু হলেও তা কবে নোবেলজয়ী প্রাক্তনীর কাছে পাঠানো হবে তা এখনও স্থির করেনি স্কুল কর্তৃপক্ষ।
Conclusion:
Last Updated : Oct 16, 2019, 2:01 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.