ETV Bharat / city

উপসর্গহীন ও মৃদু উপসর্গ যুক্তদের জন্য বিনামূল্যে সেফ হোমের ব্যবস্থা রাজ্যের

এক একটি সেফ হোম হল এক একটি আইসোলেশেন কেন্দ্র । থাকা খাওয়ার সুবন্দোবস্ত থাকছে এখানে । স্বাস্থ্য পরীক্ষাও হবে প্রতিদিন । বিনামূল্যে এই সেফ হোম পরিষেবা মিলবে ।

কোরোনা ভাইরাসের খবর
কোরোনা ভাইরাসের খবর
author img

By

Published : Jul 3, 2020, 3:31 AM IST

Updated : Jul 3, 2020, 5:06 AM IST

কলকাতা, 2 জুলাই : যেসব কোরোনা রোগীদের শরীরে কোনও উপসর্গ নেই বা মৃদু উপসর্গ রয়েছে তাঁদের জন্য এবার অভিনব সেফ হোমের ব্যবস্থা করল রাজ্য সরকার । ICMR-এর বিধি অনুযায়ী, এই ধরনের উপসর্গহীন বা মৃদু উপসর্গযুক্ত কোরোনা আক্রান্তরা হাসপাতালে না থেকে বাড়িতেই হোম কোয়ারানটিনে থাকতে পারেন । এই রোগীদের জন্যই এবার উদ্যোগী হল রাজ্য সরকার ।

যেসব উপসর্গহীন কোরোনা আক্রান্তদের বাড়িতে সেভাবে আইসোলেশনে থাকার সুবিধা নেই তাঁদের কথা মাথায় রেখেই এই সেফ হোমের ভাবনা রাজ্য সরকারের । এক একটি সেফ হোম হল এক একটি আইসোলেশন কেন্দ্র । থাকবে থাকা খাওয়ার বন্দোবস্তও । পুরোপুরি স্যানিটাইজ়ড । প্রতিদিন স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থাও থাকবে সেফ হোমগুলিতে ।

সেফ হোমগুলির সঙ্গে সরাসরি যোগাযোগ থাকবে কোরোনা হাসপাতালগুলির । এর ফলে কোনও জরুরিকালীন পরিস্থিতিতে রোগীকে সহজে সঙ্গে সঙ্গে হাসপাতালে স্থানান্তরিত করা যাবে ।

স্বরাষ্ট্র দপ্তরের তরফে করা এক টুইটে জানানো হয়েছে, রাজ্যে এই মুহূর্তে 106টি সেফ হোম রয়েছে । সেগুলিতে মোট বেড রয়েছে 6 হাজার 908টি । সবথেকে বড় বিষয় হল, এখানে থাকতে হলে কোনও টাকা দিতে হবে না রোগীকে । সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা দেবে রাজ্য সরকার ।

  • GOWB has introduced an innovative, pioneering and unique concept of Safe Homes (sometimes loosely described as Safe Houses) to cater to the needs of asymptomatic / mild symptomatic patients who are allowed as per ICMR guidelines to stay in home isolation...(1/3)

    — HOME DEPARTMENT - GOVT. OF WEST BENGAL (@HomeBengal) July 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্য সরকারের প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, কোরোনা আক্রান্ত হয়ে এপর্যন্ত 699 জনের মৃত্যু হয়েছে রাজ্যে । আজ 16 জনের মৃত্যু হয়েছে । দিন দিন বাড়ছে আক্রান্তর সংখ্যা । আজ রাজ্যে মোট 649 জনের শরীরে ভাইরাসের হদিস মিলেছে ।

  • ...where the patients may be shifted in emergency. State has created 106 Safe Homes with 6908 beds. The facilities are free of cost. This also helps in having more beds available in Covid hospitals to cater to the Covid patients with moderate and serious symptoms. (3/3)

    — HOME DEPARTMENT - GOVT. OF WEST BENGAL (@HomeBengal) July 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা, 2 জুলাই : যেসব কোরোনা রোগীদের শরীরে কোনও উপসর্গ নেই বা মৃদু উপসর্গ রয়েছে তাঁদের জন্য এবার অভিনব সেফ হোমের ব্যবস্থা করল রাজ্য সরকার । ICMR-এর বিধি অনুযায়ী, এই ধরনের উপসর্গহীন বা মৃদু উপসর্গযুক্ত কোরোনা আক্রান্তরা হাসপাতালে না থেকে বাড়িতেই হোম কোয়ারানটিনে থাকতে পারেন । এই রোগীদের জন্যই এবার উদ্যোগী হল রাজ্য সরকার ।

যেসব উপসর্গহীন কোরোনা আক্রান্তদের বাড়িতে সেভাবে আইসোলেশনে থাকার সুবিধা নেই তাঁদের কথা মাথায় রেখেই এই সেফ হোমের ভাবনা রাজ্য সরকারের । এক একটি সেফ হোম হল এক একটি আইসোলেশন কেন্দ্র । থাকবে থাকা খাওয়ার বন্দোবস্তও । পুরোপুরি স্যানিটাইজ়ড । প্রতিদিন স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থাও থাকবে সেফ হোমগুলিতে ।

সেফ হোমগুলির সঙ্গে সরাসরি যোগাযোগ থাকবে কোরোনা হাসপাতালগুলির । এর ফলে কোনও জরুরিকালীন পরিস্থিতিতে রোগীকে সহজে সঙ্গে সঙ্গে হাসপাতালে স্থানান্তরিত করা যাবে ।

স্বরাষ্ট্র দপ্তরের তরফে করা এক টুইটে জানানো হয়েছে, রাজ্যে এই মুহূর্তে 106টি সেফ হোম রয়েছে । সেগুলিতে মোট বেড রয়েছে 6 হাজার 908টি । সবথেকে বড় বিষয় হল, এখানে থাকতে হলে কোনও টাকা দিতে হবে না রোগীকে । সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা দেবে রাজ্য সরকার ।

  • GOWB has introduced an innovative, pioneering and unique concept of Safe Homes (sometimes loosely described as Safe Houses) to cater to the needs of asymptomatic / mild symptomatic patients who are allowed as per ICMR guidelines to stay in home isolation...(1/3)

    — HOME DEPARTMENT - GOVT. OF WEST BENGAL (@HomeBengal) July 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্য সরকারের প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, কোরোনা আক্রান্ত হয়ে এপর্যন্ত 699 জনের মৃত্যু হয়েছে রাজ্যে । আজ 16 জনের মৃত্যু হয়েছে । দিন দিন বাড়ছে আক্রান্তর সংখ্যা । আজ রাজ্যে মোট 649 জনের শরীরে ভাইরাসের হদিস মিলেছে ।

  • ...where the patients may be shifted in emergency. State has created 106 Safe Homes with 6908 beds. The facilities are free of cost. This also helps in having more beds available in Covid hospitals to cater to the Covid patients with moderate and serious symptoms. (3/3)

    — HOME DEPARTMENT - GOVT. OF WEST BENGAL (@HomeBengal) July 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Jul 3, 2020, 5:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.