ETV Bharat / city

Jagdeep Dhankhar on Mamata Banerjee : ‘পুলিশের মেরুদণ্ডে আঘাত’, ফের টুইট-বোমা ধনকড়ের - Jagdeep Dhankhar Shows Worried on CMs Remarks to East Medinipur Police Super

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে সংবাদ মাধ্যমের সামনে মুখ্যমন্ত্রীর তিরষ্কারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar Shows Worried on CMs Remarks to East Medinipur Police Super) ৷ টুইটারে সেই ভিডিয়ো পোস্ট করে তা আইএএস ও আইপিএস অ্যাসোসিয়েশনকে ট্যাগ করেছেন তিনি ৷ সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর আচরণকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন রাজ্যপাল ৷

Governor Shows Worried on Mamata Banerjees Remarks to East Medinipur Police Super
Governor Shows Worried on Mamata Banerjees Remarks to East Medinipur Police Super
author img

By

Published : Feb 4, 2022, 2:46 PM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী তাঁকে ব্লক করে দিয়েছেন আগেই ৷ তাই এবার আর রাজ্য সরকারের কোনও অ্যাকাউন্টে নয় ৷ নেতাজি ইন্ডোরে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে মুখ্যমন্ত্রীর ভর্ৎসনা এবং তাঁকে রাজ্যপাল ফোন করেন কি না, তা জানতে চাওয়া ৷ এই দুই ঘটনার ফুটেজ তুলে ধরে সরাসরি আইএএস ও আইপিএস অ্যাসোসিয়েশনকে ট্যাগ করেছেন রাজ্যপাল ৷ সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর এমন আচরণকে ‘উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছেন ধনকড় (Jagdeep Dhankhar Shows Worried on CMs Remarks to East Medinipur Police Super) ৷

সেই ঘটনার প্রেক্ষিতে এবার সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল ৷ অভিযোগ করলেন, রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের মেরুদণ্ডে আঘাত করছেন মুখ্যমন্ত্রী ৷ রাজ্যপাল তাঁর টুইটারে লিখেছেন, ‘‘কী উদ্বেগজনক পরিস্থিতি ! ভর্তি সংবাদ মাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে টেনে নামালেন ৷ এটা জিজ্ঞেস করে, রাজ্যপাল আপনাকে ফোন করেন কি ? এই গুরুতর বিষয়ে আইএএস এবং আইপিএস অ্যাসোসিয়েশনের দৃষ্টি আকর্ষণ করছি ৷ দুর্ভাগ্য মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের মেরুদণ্ডে আঘাত করছেন ৷’’

আরও পড়ুন : Mamata Banerjee : রাজ্যপাল ফোন করেন ? প্রশাসনিক বৈঠকে পুলিশ সুপারকে প্রশ্ন মমতার

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে-কে ভর্ৎসনা করেছিলেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে না রাখতে পারা নিয়ে ৷ এমনকি রাজ্যপাল তাঁকে ফোন করেন কি না, ফোন করে কোনও কাজ করতে নিষেধ করেন কি না, এইসব প্রশ্নের জবাব চান মুখ্যমন্ত্রী ৷ নির্দেশ দেন, রাজ্য সরকারের হয়ে যখন কাজ করছেন, তখন ফোনে অন্য কারও দেওয়া নির্দেশ যেন না শোনেন এসপি অমরনাথ কে ৷

কলকাতা, 4 ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী তাঁকে ব্লক করে দিয়েছেন আগেই ৷ তাই এবার আর রাজ্য সরকারের কোনও অ্যাকাউন্টে নয় ৷ নেতাজি ইন্ডোরে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে মুখ্যমন্ত্রীর ভর্ৎসনা এবং তাঁকে রাজ্যপাল ফোন করেন কি না, তা জানতে চাওয়া ৷ এই দুই ঘটনার ফুটেজ তুলে ধরে সরাসরি আইএএস ও আইপিএস অ্যাসোসিয়েশনকে ট্যাগ করেছেন রাজ্যপাল ৷ সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর এমন আচরণকে ‘উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছেন ধনকড় (Jagdeep Dhankhar Shows Worried on CMs Remarks to East Medinipur Police Super) ৷

সেই ঘটনার প্রেক্ষিতে এবার সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল ৷ অভিযোগ করলেন, রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের মেরুদণ্ডে আঘাত করছেন মুখ্যমন্ত্রী ৷ রাজ্যপাল তাঁর টুইটারে লিখেছেন, ‘‘কী উদ্বেগজনক পরিস্থিতি ! ভর্তি সংবাদ মাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে টেনে নামালেন ৷ এটা জিজ্ঞেস করে, রাজ্যপাল আপনাকে ফোন করেন কি ? এই গুরুতর বিষয়ে আইএএস এবং আইপিএস অ্যাসোসিয়েশনের দৃষ্টি আকর্ষণ করছি ৷ দুর্ভাগ্য মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের মেরুদণ্ডে আঘাত করছেন ৷’’

আরও পড়ুন : Mamata Banerjee : রাজ্যপাল ফোন করেন ? প্রশাসনিক বৈঠকে পুলিশ সুপারকে প্রশ্ন মমতার

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে-কে ভর্ৎসনা করেছিলেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে না রাখতে পারা নিয়ে ৷ এমনকি রাজ্যপাল তাঁকে ফোন করেন কি না, ফোন করে কোনও কাজ করতে নিষেধ করেন কি না, এইসব প্রশ্নের জবাব চান মুখ্যমন্ত্রী ৷ নির্দেশ দেন, রাজ্য সরকারের হয়ে যখন কাজ করছেন, তখন ফোনে অন্য কারও দেওয়া নির্দেশ যেন না শোনেন এসপি অমরনাথ কে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.