ETV Bharat / city

Governor Hospitalised: আচমকা অসুস্থ হয়ে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি রাজ্যপাল

author img

By

Published : Oct 2, 2022, 12:50 PM IST

Updated : Oct 2, 2022, 1:35 PM IST

আচমকা অসুস্থ হয়ে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি (Governor Hospitalised) রাজ্যের ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশন । জানা গিয়েছে, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল (La Ganesan hospitalised)৷

Governor of West Bengal La Ganesan hospitalised in Chennai
আচমকা অসুস্থ হয়ে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি রাজ্যপাল

কলকাতা, 2 অক্টোবর: আচমকা অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের ভারপ্রাপ্ত রাজ্যপাল (Governor Hospitalised) লা গণেশন । তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ সূত্রের খবর, তিনি চেন্নাই সফরে গিয়েছিলেন ৷ সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ শুক্রবার তাঁকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে । জানা গিয়েছে, আপাতত রাজ্যপালের শারীরিক অবস্থা স্থিতিশীল (La Ganesan hospitalised)৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন বিজেপি নেতৃত্ব ও অন্যান্যরা ।

জানা গিয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন রাজ্যপাল ৷ এক শীর্ষ বিজেপি নেতা জানিয়েছেন, "তিনি এখানে ব্যক্তিগত সফরে এসেছিলেন ৷ তাঁর হার্টে একটা ব্লকেজ পাওয়া গিয়েছে ৷" তবে রাজ্যপাল লা গণেশন এখন আগের থেকে ভালো আছেন বলে জানিয়েছেন ওই বিজেপি নেতা ৷

আরও পড়ুন: 'কানে শুনতে পাচ্ছি না' ! হাওড়া পৌরনিগম সংক্রান্ত প্রশ্নে মন্তব্য রাজ্যপালের

রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দিলে পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লা গণেশন । পাশাপাশি তিনি মণিপুরেরও রাজ্যপালের দায়িত্বে রয়েছেন ।

কলকাতা, 2 অক্টোবর: আচমকা অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের ভারপ্রাপ্ত রাজ্যপাল (Governor Hospitalised) লা গণেশন । তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ সূত্রের খবর, তিনি চেন্নাই সফরে গিয়েছিলেন ৷ সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ শুক্রবার তাঁকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে । জানা গিয়েছে, আপাতত রাজ্যপালের শারীরিক অবস্থা স্থিতিশীল (La Ganesan hospitalised)৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন বিজেপি নেতৃত্ব ও অন্যান্যরা ।

জানা গিয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন রাজ্যপাল ৷ এক শীর্ষ বিজেপি নেতা জানিয়েছেন, "তিনি এখানে ব্যক্তিগত সফরে এসেছিলেন ৷ তাঁর হার্টে একটা ব্লকেজ পাওয়া গিয়েছে ৷" তবে রাজ্যপাল লা গণেশন এখন আগের থেকে ভালো আছেন বলে জানিয়েছেন ওই বিজেপি নেতা ৷

আরও পড়ুন: 'কানে শুনতে পাচ্ছি না' ! হাওড়া পৌরনিগম সংক্রান্ত প্রশ্নে মন্তব্য রাজ্যপালের

রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দিলে পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লা গণেশন । পাশাপাশি তিনি মণিপুরেরও রাজ্যপালের দায়িত্বে রয়েছেন ।

Last Updated : Oct 2, 2022, 1:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.