কলকাতা, 18 মে : গত বছরের মতো এবারও জন্মদিন পালন করছেন না তিনি ৷ করোনা আবহ এবং রাজ্যে ভোট পরবর্তী হিংসার কথা ভেবেই এই সিদ্ধান্ত ৷ অন্তত তেমনই জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷
আজ তাঁর জন্মদিন ৷ তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ বয়স হল 70 বছর ৷ অন্য সময় হলে হয়তো এই দিনটাতেই উৎসবের আবহে মেতে উঠত রাজভবন ৷ কিন্তু এবার আর তেমন কোনও আয়োজন করা হয়নি ৷ টুইটে একথা জানিয়েছেন রাজ্যপাল নিজেই ৷
-
In view of COVID & POST POLL VIOLENCE @MamataOfficial like last year this year also will not celebrate birthday on May 18.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Always follow COVID PROTOCOL & LOCKDOWN NORMS. Police @KolkataPolice @WBPolice must not overlook violations.
Handhold the sufferers of POST POLL VIOLENCE.
">In view of COVID & POST POLL VIOLENCE @MamataOfficial like last year this year also will not celebrate birthday on May 18.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 17, 2021
Always follow COVID PROTOCOL & LOCKDOWN NORMS. Police @KolkataPolice @WBPolice must not overlook violations.
Handhold the sufferers of POST POLL VIOLENCE.In view of COVID & POST POLL VIOLENCE @MamataOfficial like last year this year also will not celebrate birthday on May 18.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 17, 2021
Always follow COVID PROTOCOL & LOCKDOWN NORMS. Police @KolkataPolice @WBPolice must not overlook violations.
Handhold the sufferers of POST POLL VIOLENCE.
সোমবার মধ্যরাতের পর একটি টুইট করেন জগদীপ ধনকড় ৷ তাতে তিনি জানান, করোনা আবহে জন্মদিন পালন করবেন না তিনি ৷ একই কারণে গত বছরও তাঁর জন্মদিনে কোনও অনুষ্ঠান করা হয়নি ৷ পাশাপাশি, এবছর বিধানসভা ভোটের পর থেকেই রাজ্য়জুড়ে হিংসার আবহ তৈরি হয়েছে বলে বারবার অভিযোগ করেছেন রাজ্যপাল ৷ এবার তাঁর জন্মদিন পালন না করার অন্যতম কারণ সেটিও বলে জানিয়েছেন ধনকড় ৷ এই একই টুইটে সকলকে কোভিড বিধি মেনে চলারও পরামর্শ দিয়েছেন তিনি ৷ ট্য়াগ করেছেন মুখ্যমন্ত্রী, কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশকেও ৷
আরও পড়ুন : তিন শীর্ষনেতার গ্রেফতারের প্রতিবাদে রাজভবনের সামনে বিক্ষোভ তৃণমূল কর্মীদের
তবে তিনি জন্মদিন পালন না করলেও ‘বার্থ ডে বয়’কে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে ভোলেননি অন্যরা ৷ ধনকড়কে জন্মদিনের শুভকামনা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়িও ৷ এদিন তাঁর সেই টুইট রিটুইট করেন রাজ্যপাল ৷ জানান, জন্মদিনের শুভেচ্ছাবার্তা ও আশীর্বাদে তিনি উচ্ছ্বসিত ৷ এবং তাঁর কাছে এইসব শুভেচ্ছাবার্তা অত্যন্ত মূল্যবান ৷