ETV Bharat / city

Dhankhar attacks Mamata : বাংলা গণতন্ত্রের গ্যাস চেম্বারে পরিণত হয়েছে, মমতাকে তোপ রাজ্যপালের - মমতাকে তোপ রাজ্যপালের

রাজ্যপাল জগদীপ ধনকড় ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন ৷ রাজ্যপালের অভিযোগ, পশ্চিমবঙ্গ গণতন্ত্রের জন্য ক্রমশ একটা গ্যাস চেম্বারে পরিণত হয়েছে (Governor Dhankhar alleges that Bengal has become a gas chamber for democracy) ৷

governor-dhankhar-alleges-that-bengal-has-become-a-gas-chamber-for-democracy
Dhankhar attacks Mamata : বাংলা গণতন্ত্রের জন্য গ্যাস চেম্বারে পরিণত হয়েছে, মমতাকে তোপ রাজ্যপালের
author img

By

Published : Dec 3, 2021, 9:03 PM IST

Updated : Dec 3, 2021, 10:27 PM IST

কলকাতা, 3 ডিসেম্বর : ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (wb governor attacks mamata banerjee government) ৷ তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গ গণতন্ত্রের এক গ্যাস চেম্বারে পরিণত হয়েছে (Governor Dhankhar alleges that Bengal has become a gas chamber for democracy) ৷ শুক্রবার অ্যাজেন্ডা আজতক শীর্ষক এক আলোচনা সভায় অংশগ্রহণ করে এই অভিযোগ করেন তিনি ৷

জগদীপ ধনকড় দু’বছরের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব সামলাচ্ছেন ৷ শুরু থেকেই নানা ইস্যুতে তাঁর সঙ্গে রাজ্য সরকারের সঙ্ঘাত লেগেছে ৷ বিভিন্ন সময় তিনি প্রকাশ্য়ে সরকারের সমালোচনা করেছেন ৷ তার পালটা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর মন্ত্রিসভা ও দলের একাধিক সদস্য ৷

তার পরও দু’পক্ষের মধ্য়ে অভিযোগ ‘গোলা-বর্ষণ’ যে থামার সম্ভাবনা নেই, তা ফের প্রকট হল শুক্রবার ৷ এদিন ওই আলোচনা সভায় অংশগ্রহণ করে রাজ্যপাল দাবি করেন, ‘‘বাংলা গণতন্ত্রের গ্যাস চেম্বার হয়ে উঠছে ৷ মানুষ একটাই ভীত যে তাঁরা ভয়ে কথা বলতে পারছেন না ৷

মে মাসে বিধানসভা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর বিজেপি রাজনৈতিক হিংসার অভিযোগে কাঠগড়ায় তুলেছিল শাসক দল তৃণমূল কংগ্রেসকে ৷ রাজ্যপালের সঙ্গেও দেখা করে বিজেপির তরফে এই নিয়ে অভিযোগ জানানো হয় ৷ তার পর রাজ্যপাল এই নিয়ে পদক্ষেপ করতে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ৷

এদিনের আলোচনা সভায় সেই ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গও তোলেন রাজ্যপাল (Governor Dhankhar refers Post Poll Violence Case in Bengal) ৷ বলেন, ‘‘কলকাতা হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, যিনি মানবাধিকার কমিশনের প্রধান, তিনি আমাকে বলেছেন, ‘আমার মানবাধিকার কমিশন আইসিইউতে রয়েছে ৷’ এটাই এখন রাজ্যের পরিস্থিতি ৷’’

আরও পড়ুন : Jagdeep Dhankhar-Amit Mitra : অমিতের কাছে বঙ্গে বিনিয়োগের হিসাব চাইলেন রাজ্যপাল

একই সঙ্গে তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে সংবিধান মানা হয় না ৷ বিধানসভায় তাঁর ভাষণ ব্ল্যাক-আউট করে দেওয়া হয় ৷ উপাচার্যদের নিয়োগের সময় তাঁর পরামর্শ মানা হয় না ৷ তাঁর আরও দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কোনও তথ্য চাওয়া হলে, তা দেওয়া হয় না ৷

কলকাতা, 3 ডিসেম্বর : ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (wb governor attacks mamata banerjee government) ৷ তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গ গণতন্ত্রের এক গ্যাস চেম্বারে পরিণত হয়েছে (Governor Dhankhar alleges that Bengal has become a gas chamber for democracy) ৷ শুক্রবার অ্যাজেন্ডা আজতক শীর্ষক এক আলোচনা সভায় অংশগ্রহণ করে এই অভিযোগ করেন তিনি ৷

জগদীপ ধনকড় দু’বছরের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব সামলাচ্ছেন ৷ শুরু থেকেই নানা ইস্যুতে তাঁর সঙ্গে রাজ্য সরকারের সঙ্ঘাত লেগেছে ৷ বিভিন্ন সময় তিনি প্রকাশ্য়ে সরকারের সমালোচনা করেছেন ৷ তার পালটা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর মন্ত্রিসভা ও দলের একাধিক সদস্য ৷

তার পরও দু’পক্ষের মধ্য়ে অভিযোগ ‘গোলা-বর্ষণ’ যে থামার সম্ভাবনা নেই, তা ফের প্রকট হল শুক্রবার ৷ এদিন ওই আলোচনা সভায় অংশগ্রহণ করে রাজ্যপাল দাবি করেন, ‘‘বাংলা গণতন্ত্রের গ্যাস চেম্বার হয়ে উঠছে ৷ মানুষ একটাই ভীত যে তাঁরা ভয়ে কথা বলতে পারছেন না ৷

মে মাসে বিধানসভা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর বিজেপি রাজনৈতিক হিংসার অভিযোগে কাঠগড়ায় তুলেছিল শাসক দল তৃণমূল কংগ্রেসকে ৷ রাজ্যপালের সঙ্গেও দেখা করে বিজেপির তরফে এই নিয়ে অভিযোগ জানানো হয় ৷ তার পর রাজ্যপাল এই নিয়ে পদক্ষেপ করতে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ৷

এদিনের আলোচনা সভায় সেই ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গও তোলেন রাজ্যপাল (Governor Dhankhar refers Post Poll Violence Case in Bengal) ৷ বলেন, ‘‘কলকাতা হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, যিনি মানবাধিকার কমিশনের প্রধান, তিনি আমাকে বলেছেন, ‘আমার মানবাধিকার কমিশন আইসিইউতে রয়েছে ৷’ এটাই এখন রাজ্যের পরিস্থিতি ৷’’

আরও পড়ুন : Jagdeep Dhankhar-Amit Mitra : অমিতের কাছে বঙ্গে বিনিয়োগের হিসাব চাইলেন রাজ্যপাল

একই সঙ্গে তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে সংবিধান মানা হয় না ৷ বিধানসভায় তাঁর ভাষণ ব্ল্যাক-আউট করে দেওয়া হয় ৷ উপাচার্যদের নিয়োগের সময় তাঁর পরামর্শ মানা হয় না ৷ তাঁর আরও দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কোনও তথ্য চাওয়া হলে, তা দেওয়া হয় না ৷

Last Updated : Dec 3, 2021, 10:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.