ETV Bharat / city

Long Distance Bus Service : দূরের বাসে বিনামূল্যে পানীয় জল, থাকছে ফুড কর্নার; নিউজ় পেপার রুম - ফুড কর্নার

পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের দূরপাল্লার বাস (এসি ভলভো) পরিষেবায় এবার থেকে বিনামূল্যে পানীয় জল পাবেন যাত্রীরা ৷ থাকবে ফুড কর্নার ও নিউজ পেপার রুম ৷ বৃহস্পতিবার থেকে মিলবে নয়া সুবিধা ৷

free drinking water for long distance bus service of WBTC
Free Drinking Water : দূরের বাসে বিনামূল্যে পানীয় জল, থাকছে ফুড কর্নার, নিউজ পেপার রুম
author img

By

Published : Aug 4, 2021, 10:12 PM IST

কলকাতা, 4 অগস্ট : দূরপাল্লার বাস যাত্রাকে আরও আরামদায়ক করতে উদ্যোগী পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (WBTC) ৷ এবার থেকে দূরপাল্লার ভলভো বাসে বিনামূল্যে মিলবে নির্দিষ্ট পরিমাণ পানীয় জল ৷ থাকবে শুকনো খাবার কেনার ব্যবস্থাও ৷ এমনকি কেউ চাইলে নির্দিষ্ট ঘরে গিয়ে খবরের কাগজটাও পড়ে আসতে পারবেন ৷ 5 অগস্ট, অর্থাৎ বৃহস্পতিবার থেকেই চালু হচ্ছে এই নয়া পরিষেবা ৷

আরও পড়ুন : যানজট এড়াতে শিলিগুড়িতে ঢুকবে না ভিনরাজ্যের বাস

নিগম সূত্রে খবর, আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু করা হচ্ছে ৷ প্রাথমিক স্তরে ধর্মতলা-বোলপুর-সিউড়ি রুটের এসি ভলভো বাসে এই নতুন ব্যবস্থা যাত্রীদের জন্য থাকছে ৷ নিগমের তরফে থেকে জানানো হয়েছে, বাসে উঠে প্রত্যেক যাত্রীই একটি করে পানীয় জলের বোতল পাবেন ৷ প্রত্যেকটি বোতল 500 মিলিলিটারের ৷ তবে যাত্রীর অতিরিক্ত পানীয় জলের বোতল প্রয়োজন হলে তা তাঁকে কিনে নিতে হবে ৷

আরও পড়ুন : বাস নয়, বাসা

তবে শুধু পানীয় জলই নয়, এই বাসে থাকছে ছোট্ট একটি ফুড কর্নারও ৷ সেখানে বিস্কুট-সহ বিভিন্ন ধরনের শুকনো খাবারের পসার সাজানো থাকবে ৷ যদিও তা বিনামূল্যে পাওয়া যাবে না ৷ টাকা দিয়ে কিনতে হবে যাত্রীদের ৷ এছাড়াও থাকছে একটি নিউজ পেপার রুম ৷ এই ঘরে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় বিভিন্ন খবরের কাগজ রাখা থাকবে ৷ যাত্রীরা নিউজ পেপার রুমে গিয়ে ইচ্ছা মতো খবরের কাগজ পড়তে পারবেন ৷

আরও পড়ুন : টায়ারের তৈরি থিম পার্ক, নজর কাড়ছে দুর্গাপুর বাস টার্মিনালে

নিগমের ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর এই প্রসঙ্গে বলেন, ‘‘যাত্রীদের আরাম ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা করা হয়েছে ৷ উদ্য়োগ সফল হলে অন্যান্য় দূরপাল্লার রুটেও পরিষেবা প্রদানের সঙ্গে এই সুবিধাগুলি যুক্ত করা হবে ৷ পাশাপাশি, দূরপাল্লার বাসে ওয়াই-ফাই পরিষেবা-সহ অন্যান্য সুযোগ, সুবিধাও যোগ করা যায় কি-না, তা নিয়ে ইতিমধ্যে ভাবনা-চিন্তা শুরু হয়েছে ৷’’

কলকাতা, 4 অগস্ট : দূরপাল্লার বাস যাত্রাকে আরও আরামদায়ক করতে উদ্যোগী পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (WBTC) ৷ এবার থেকে দূরপাল্লার ভলভো বাসে বিনামূল্যে মিলবে নির্দিষ্ট পরিমাণ পানীয় জল ৷ থাকবে শুকনো খাবার কেনার ব্যবস্থাও ৷ এমনকি কেউ চাইলে নির্দিষ্ট ঘরে গিয়ে খবরের কাগজটাও পড়ে আসতে পারবেন ৷ 5 অগস্ট, অর্থাৎ বৃহস্পতিবার থেকেই চালু হচ্ছে এই নয়া পরিষেবা ৷

আরও পড়ুন : যানজট এড়াতে শিলিগুড়িতে ঢুকবে না ভিনরাজ্যের বাস

নিগম সূত্রে খবর, আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু করা হচ্ছে ৷ প্রাথমিক স্তরে ধর্মতলা-বোলপুর-সিউড়ি রুটের এসি ভলভো বাসে এই নতুন ব্যবস্থা যাত্রীদের জন্য থাকছে ৷ নিগমের তরফে থেকে জানানো হয়েছে, বাসে উঠে প্রত্যেক যাত্রীই একটি করে পানীয় জলের বোতল পাবেন ৷ প্রত্যেকটি বোতল 500 মিলিলিটারের ৷ তবে যাত্রীর অতিরিক্ত পানীয় জলের বোতল প্রয়োজন হলে তা তাঁকে কিনে নিতে হবে ৷

আরও পড়ুন : বাস নয়, বাসা

তবে শুধু পানীয় জলই নয়, এই বাসে থাকছে ছোট্ট একটি ফুড কর্নারও ৷ সেখানে বিস্কুট-সহ বিভিন্ন ধরনের শুকনো খাবারের পসার সাজানো থাকবে ৷ যদিও তা বিনামূল্যে পাওয়া যাবে না ৷ টাকা দিয়ে কিনতে হবে যাত্রীদের ৷ এছাড়াও থাকছে একটি নিউজ পেপার রুম ৷ এই ঘরে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় বিভিন্ন খবরের কাগজ রাখা থাকবে ৷ যাত্রীরা নিউজ পেপার রুমে গিয়ে ইচ্ছা মতো খবরের কাগজ পড়তে পারবেন ৷

আরও পড়ুন : টায়ারের তৈরি থিম পার্ক, নজর কাড়ছে দুর্গাপুর বাস টার্মিনালে

নিগমের ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর এই প্রসঙ্গে বলেন, ‘‘যাত্রীদের আরাম ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা করা হয়েছে ৷ উদ্য়োগ সফল হলে অন্যান্য় দূরপাল্লার রুটেও পরিষেবা প্রদানের সঙ্গে এই সুবিধাগুলি যুক্ত করা হবে ৷ পাশাপাশি, দূরপাল্লার বাসে ওয়াই-ফাই পরিষেবা-সহ অন্যান্য সুযোগ, সুবিধাও যোগ করা যায় কি-না, তা নিয়ে ইতিমধ্যে ভাবনা-চিন্তা শুরু হয়েছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.