কলকাতা, 17 জুলাই : জয়েন্ট এন্ট্রান্সের (WBJEE) প্রবেশিকা পরীক্ষার্থীরা যাতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে সমস্যায় না পড়েন তার জন্যে বিনামূল্যে বাস পরিষেবার ব্যবস্থা হল ৷ জাতীয় বাংলা সম্মেলন ও কলকাতা বাস-ও-পিডিয়া (bus-o-pedia) এই উদ্যোগে নিল ৷
বাস-ও-পিডিয়ার সদস্য শৌর্য বসু বলেন, "বিধিনিষিধের জেরে ট্রেন, মেট্রো ও বাস বন্ধ থাকায় অফিস যাত্রীদের চূড়ান্ত সমস্যায় পড়তে হচ্ছিল । তাঁদের কথা ভেবে 1 জুলাই থেকে 'জয় বাংলা বাস পরিষেবা' শুরু হয় । এবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা চিন্তিত হয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন । তাঁদের কথা বিবেচনা করে পরীক্ষার্থীদের বিনামূল্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ।"
আজ আটটি রুটে জয়েন্ট এন্ট্রান্স স্পেশাল বাস চালবে । রুটিগুলি হল-
1) লেকটাউন থেকে টালিগঞ্জ
2) বারুইপুর থেকে গড়িয়া
3) ব্যারাকপুর থেকে বারাসত সিবিটি
4) চিড়িয়া মোড় থেকে জোকা ট্রাম ডিপো
5) চণ্ডীতলা থেকে হাওড়া ময়দান
6) চিড়িয়ামোড় থেকে নিউটাউন
7) কোন্নগর (বাটা) থেকে চিনসুরা