কলকাতা, 15 নভেম্বর : আসন্ন পৌরভোটে একলা চলোর পক্ষে জোরালো সওয়াল করল ফরওয়ার্ড ব্লক । বামফ্রন্টের বৈঠকে তাদের এই জোরালো সওয়াল অস্বস্তি বাড়াল আলিমুদ্দিনের কর্তাদের ।
কারণ, শরিক ফরোয়ার্ড ব্লকের এই দাবি নতুন নয় । বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই এই দাবি করে আসছে তারা । এমনকি তারা ফ্রন্টের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল । এবার পৌর নির্বাচনের আগে ফের নিজেদের অনঢ় অবস্থান স্পষ্ট করে আলিমুদ্দিনের অন্দরে জোট বিরোধী হাওয়াতে বাড়তি মাত্রা যোগ করল তারা ।
আরও পড়ুন : Kangana Ranaut : মোদি-মোহাচ্ছন্নতাই কি পদ্মশ্রী পাওয়ার মাপকাঠি, প্রশ্ন তুললেন সুজন
প্রসঙ্গত, কংগ্রেসের সঙ্গে জোটের বিরোধিতা নিয়ে রাজ্য কমিটিতে সিপিএম জেলা নেতৃত্ব সরব হয়েছেন । কলকাতা, বর্ধমান ছাড়িয়ে জোট ভাঙার এই দাবি অন্যান্য জেলার নেতৃত্বের মুখেও শোনা গিয়েছিল ।
তাদের দাবি জোরালো করেছে শান্তিপুরের উপনির্বাচনে সিপিএমের একলা চলোর সিদ্ধান্তে ভোট বৃদ্ধির পরিসংখ্যান । সেই সময় এই সিদ্ধান্তকে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র পার্টি লাইন বলে অবস্থা সামাল দিয়েছিলেন ।
আরও পড়ুন : BJP's Alleged Audio Leak: 1 লাখ ফেললে পৌরভোটে বিজেপির টিকিট ! ভাইরাল অডিয়ো ক্লিপিং নিয়ে ময়দানে তৃণমূল
সোমবার বামফ্রন্টের বৈঠকের শেষে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী জানিয়েছেন, পুরভোট এলাকা ভিত্তিক । সেখানে জোট নিয়ে অবস্থান স্থানীয় নেতাদের ওপর ছাড়া উচিত । পাশাপাশি এটাও ঠিক স্বাধীন কোনও দলের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে । তবে বামফ্রন্ট ঐক্যের ওপর নির্ভরশীল । সেকথাও ভুললে চলবে না ।
প্রসঙ্গত, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ইতিমধ্যে জানিয়েছেন, তাঁরা পৌর নির্বাচনে জোটের অঙ্কে স্থানীয় নেতৃত্বের ওপর ছাড়তে চান । তাই আভ্যন্তরীণ চাপ, শরিকি দাবি সামলে বাম-কংগ্রেস জোট পৌর নির্বাচনের প্রেক্ষাপটে কোনও পথে বাঁক নেয় সেটাই দেখার ।
আরও পড়ুন : Tathagata Roy: এ বার কাঠগড়ায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, আচমকাই দিলীপের সহমর্মী তথাগত