ETV Bharat / city

Ali Imran Ramz: খোঁজ নেয়নি বামফ্রন্ট, কংগ্রেসে যোগ ফরওয়ার্ড ব্লকের আলি ইমরান রামজের

ফরওয়ার্ড ব্লকের (Forward Block) প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ (Ali Imran Ramz) যোগদান করলেন কংগ্রেসে (Congress) ৷ সোমবার বিধানভবনে গিয়ে তিনি কংগ্রেসে যোগদান করেন ৷ তাঁর যোগদানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhry) ৷

former-forward-block-mla-ali-imran-ramz-joins-congress
Ali Imran Ramz: খোঁজ নেয়নি বামফ্রন্ট, কংগ্রেসে যোগ ফরওয়ার্ড ব্লকের আলি ইমরান রামজের
author img

By

Published : Oct 17, 2022, 5:32 PM IST

কলকাতা, 17 অক্টোবর : ফরওয়ার্ড ব্লক (Forward Block) থেকে পদত্যাগ করা পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সৈরানির ভাইপো প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ কংগ্রেসে (Congress) যোগ দিলেন । আজ সোমবার বেলা আড়াইটা নাগাদ প্রদেশ কংগ্রেস অফিসে অধীর চৌধুরীর সঙ্গে দেখা করেন তাঁরা ৷ তারপরই তাঁরা আলি ইমরান রামজ (Ali Imran Ramz) যোগ দেন কংগ্রেসে ৷ তবে হাফিজ আলম সৈরানি এখনও কংগ্রেসে যোগ দেননি ৷ কংগ্রেসের একটি অংশের দাবি, উত্তর দিনাজপুরের বিভিন্ন ব্লকে, বিশেষ গোয়ালপোখরে তাঁদের ভালো জনভিত্তি আছে । সেই কারণে আলি ইমরান রামজকে দলে নেওয়া হল ৷

এদিন কংগ্রেস অফিসে প্রবেশের মুখে আলি ইমরান রামজ বলেন, "আমরা বামফ্রন্টের একাধিক নেতার সঙ্গে কথা বলেছিলাম । তাঁদের মিটিং মিছিলেও অংশগ্রহণ করেছি । কিন্তু তারপরেও বামফ্রন্টের কোনও দলই আমাদের সঙ্গে যোগাযোগ করেনি ।’’ তিনি আরও বলেন, ‘‘তবে রাজ্যের শাসকদের তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল কংগ্রেস যোগাযোগ করেছিল । প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhry) সঙ্গে এর আগে আমাদের কথা হয়েছে ।’’

Former Forward Block MLA Ali Imran Ramz joins Congress
বিধানভবনে কংগ্রেসে যোগদানের আগে আলি ইমরান রামজ

ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে ক্ষোভ উগরে পদত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানি ৷ দলের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাসকে চার পাতার চিঠি দিয়েছেন হাফিজ আলম ৷ সেখানে নেতৃত্বের বিরুদ্ধে মোট 11টি অভিযোগ করেছেন তিনি ৷ তবে, জানিয়েছিলেন ফরওয়ার্ড ব্লক ছাড়লেও, বামপন্থা ছাড়ছেন না ৷ আজ প্রদেশ কংগ্রেসের রাজ্য অফিস বিধান ভবনে তিনি এলেন । তখনই তাঁর যোগদানের জল্পনা ছড়ায় ৷ কিন্তু শেষ পর্যন্ত তিনি যোগ দেননি ৷ পরে যোগ দেবেন কি না, জানা যায়নি ৷

ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধাচরণ-সহ একাধিক কারণে প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজকে বহিষ্কার করেছিল রাজ্য নেতৃত্ব ৷ একইভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো একাধিক নেতাকে বহিষ্কার করেছিল ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব ৷ পরে তাঁরা আজাদ হিন্দ মঞ্চ তৈরি করেন ৷ এদিকে পারিবারিক সূত্রে, আলি ইমরান রামজের কাকা হলেন হাফিজ আলম সাইরানি ৷ ফলে, ভাইপোর বহিষ্কারের পর কাকার পদত্যাগ রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করেন অন্যান্য বাম সংগঠনগুলি ৷

আরও পড়ুন : 11টি অভিযোগের প্রেক্ষিতে ফরওয়ার্ড ব্লক ছাড়লেন প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানি

কলকাতা, 17 অক্টোবর : ফরওয়ার্ড ব্লক (Forward Block) থেকে পদত্যাগ করা পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সৈরানির ভাইপো প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ কংগ্রেসে (Congress) যোগ দিলেন । আজ সোমবার বেলা আড়াইটা নাগাদ প্রদেশ কংগ্রেস অফিসে অধীর চৌধুরীর সঙ্গে দেখা করেন তাঁরা ৷ তারপরই তাঁরা আলি ইমরান রামজ (Ali Imran Ramz) যোগ দেন কংগ্রেসে ৷ তবে হাফিজ আলম সৈরানি এখনও কংগ্রেসে যোগ দেননি ৷ কংগ্রেসের একটি অংশের দাবি, উত্তর দিনাজপুরের বিভিন্ন ব্লকে, বিশেষ গোয়ালপোখরে তাঁদের ভালো জনভিত্তি আছে । সেই কারণে আলি ইমরান রামজকে দলে নেওয়া হল ৷

এদিন কংগ্রেস অফিসে প্রবেশের মুখে আলি ইমরান রামজ বলেন, "আমরা বামফ্রন্টের একাধিক নেতার সঙ্গে কথা বলেছিলাম । তাঁদের মিটিং মিছিলেও অংশগ্রহণ করেছি । কিন্তু তারপরেও বামফ্রন্টের কোনও দলই আমাদের সঙ্গে যোগাযোগ করেনি ।’’ তিনি আরও বলেন, ‘‘তবে রাজ্যের শাসকদের তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল কংগ্রেস যোগাযোগ করেছিল । প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhry) সঙ্গে এর আগে আমাদের কথা হয়েছে ।’’

Former Forward Block MLA Ali Imran Ramz joins Congress
বিধানভবনে কংগ্রেসে যোগদানের আগে আলি ইমরান রামজ

ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে ক্ষোভ উগরে পদত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানি ৷ দলের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাসকে চার পাতার চিঠি দিয়েছেন হাফিজ আলম ৷ সেখানে নেতৃত্বের বিরুদ্ধে মোট 11টি অভিযোগ করেছেন তিনি ৷ তবে, জানিয়েছিলেন ফরওয়ার্ড ব্লক ছাড়লেও, বামপন্থা ছাড়ছেন না ৷ আজ প্রদেশ কংগ্রেসের রাজ্য অফিস বিধান ভবনে তিনি এলেন । তখনই তাঁর যোগদানের জল্পনা ছড়ায় ৷ কিন্তু শেষ পর্যন্ত তিনি যোগ দেননি ৷ পরে যোগ দেবেন কি না, জানা যায়নি ৷

ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধাচরণ-সহ একাধিক কারণে প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজকে বহিষ্কার করেছিল রাজ্য নেতৃত্ব ৷ একইভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো একাধিক নেতাকে বহিষ্কার করেছিল ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব ৷ পরে তাঁরা আজাদ হিন্দ মঞ্চ তৈরি করেন ৷ এদিকে পারিবারিক সূত্রে, আলি ইমরান রামজের কাকা হলেন হাফিজ আলম সাইরানি ৷ ফলে, ভাইপোর বহিষ্কারের পর কাকার পদত্যাগ রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করেন অন্যান্য বাম সংগঠনগুলি ৷

আরও পড়ুন : 11টি অভিযোগের প্রেক্ষিতে ফরওয়ার্ড ব্লক ছাড়লেন প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.