কলকাতা, 17 অক্টোবর : ফরওয়ার্ড ব্লক (Forward Block) থেকে পদত্যাগ করা পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সৈরানির ভাইপো প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ কংগ্রেসে (Congress) যোগ দিলেন । আজ সোমবার বেলা আড়াইটা নাগাদ প্রদেশ কংগ্রেস অফিসে অধীর চৌধুরীর সঙ্গে দেখা করেন তাঁরা ৷ তারপরই তাঁরা আলি ইমরান রামজ (Ali Imran Ramz) যোগ দেন কংগ্রেসে ৷ তবে হাফিজ আলম সৈরানি এখনও কংগ্রেসে যোগ দেননি ৷ কংগ্রেসের একটি অংশের দাবি, উত্তর দিনাজপুরের বিভিন্ন ব্লকে, বিশেষ গোয়ালপোখরে তাঁদের ভালো জনভিত্তি আছে । সেই কারণে আলি ইমরান রামজকে দলে নেওয়া হল ৷
এদিন কংগ্রেস অফিসে প্রবেশের মুখে আলি ইমরান রামজ বলেন, "আমরা বামফ্রন্টের একাধিক নেতার সঙ্গে কথা বলেছিলাম । তাঁদের মিটিং মিছিলেও অংশগ্রহণ করেছি । কিন্তু তারপরেও বামফ্রন্টের কোনও দলই আমাদের সঙ্গে যোগাযোগ করেনি ।’’ তিনি আরও বলেন, ‘‘তবে রাজ্যের শাসকদের তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল কংগ্রেস যোগাযোগ করেছিল । প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhry) সঙ্গে এর আগে আমাদের কথা হয়েছে ।’’
ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে ক্ষোভ উগরে পদত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানি ৷ দলের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাসকে চার পাতার চিঠি দিয়েছেন হাফিজ আলম ৷ সেখানে নেতৃত্বের বিরুদ্ধে মোট 11টি অভিযোগ করেছেন তিনি ৷ তবে, জানিয়েছিলেন ফরওয়ার্ড ব্লক ছাড়লেও, বামপন্থা ছাড়ছেন না ৷ আজ প্রদেশ কংগ্রেসের রাজ্য অফিস বিধান ভবনে তিনি এলেন । তখনই তাঁর যোগদানের জল্পনা ছড়ায় ৷ কিন্তু শেষ পর্যন্ত তিনি যোগ দেননি ৷ পরে যোগ দেবেন কি না, জানা যায়নি ৷
ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধাচরণ-সহ একাধিক কারণে প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজকে বহিষ্কার করেছিল রাজ্য নেতৃত্ব ৷ একইভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো একাধিক নেতাকে বহিষ্কার করেছিল ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব ৷ পরে তাঁরা আজাদ হিন্দ মঞ্চ তৈরি করেন ৷ এদিকে পারিবারিক সূত্রে, আলি ইমরান রামজের কাকা হলেন হাফিজ আলম সাইরানি ৷ ফলে, ভাইপোর বহিষ্কারের পর কাকার পদত্যাগ রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করেন অন্যান্য বাম সংগঠনগুলি ৷
আরও পড়ুন : 11টি অভিযোগের প্রেক্ষিতে ফরওয়ার্ড ব্লক ছাড়লেন প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানি