কলকাতা, 27 অগাস্ট : কোরোনায় আক্রান্ত কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ ৷ উপসর্গ থাকায় গতকাল COVID-19 পরীক্ষা করান তিনি । রিপোর্ট পজ়িটিভ আসে ৷ নিজের বাসভবনে হোম কোয়ারানটিনে রয়েছেন তিনি ৷
এর আগে কলকাতা পৌরনিগমের একাধিক কর্মী কোরোনায় আক্রান্ত হন ৷ সেই জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করা হয় ৷ একাধিকবার স্যানিটাইজ় করা হয় পৌরনিগম ৷ সামনের সারিতে থেকে কোরোনার বিরুদ্ধে লড়াই করছিলেন অতীনবাবু । প্রতিদিন কলকাতায় বিভিন্ন এলাকায় গিয়ে পরিস্থিতি মোকাবিলার কাজে অংশগ্রহণ করেছিলেন। খোঁজখবর নিচ্ছিলেন আক্রান্তদের ৷ পৌরনিগমের সদর দপ্তরে বহু মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি ।
তবে রিপোর্ট পজ়িটিভ এলেও শারীরিকভাবে সুস্থই রয়েছেন অতীন ঘোষ । নিজের বাসভবনে সস্ত্রীক হোম কোয়ারানটিনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন । তিনি জানিয়েছেন, শরীর সুস্থ হয়ে যাওয়ার পর ও কোয়ারানটিনের সময়সীমা শেষ হলে তিনি ফের কাজে যোগ দেবেন ।