কলকাতা, 5 সেপ্টেম্বর : গাছ কাটা নিয়ে পরিবেশপ্রেমীদের বিরোধিতা দীর্ঘদিনের । এবার পরিণত গাছকে বাঁচাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে বন দফতর (Forest Department) । বন দফতরের উদ্যোগে পুরনো গাছকে না কেটে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) । আর তাই মূল-সহ পরিণত গাছ স্থানান্তরের জন্য আটটি যন্ত্র কিনছে তাঁর দফতর ।
মন্ত্রীর কথায়, "বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বাধা হয়ে দাঁড়ায় বেশ কিছু গাছ । প্রকল্প রূপায়ণ করতে গেলে কাটতে হয় ওই সমস্ত পরিণত গাছ । বহু ক্ষেত্রে এমনটাও হয়েছে স্থানীয় নাগরিকরা গাছ বাঁচাতে প্রকল্প রূপায়নের বিরোধিতা করেছেন । এই মুহূর্তে যশোর রোড সম্প্রসারণের প্রকল্পে (Road Extension Project) বাধা হয়ে রয়েছে এমনই অসংখ্য গাছ । এবার থেকে সেই সমস্ত গাছগুলিকে না কেটে আমরা অন্য জায়গায় স্থানান্তরিত করতে পারব । ফলে আগামী দিনে বহু প্রকল্প যেগুলো গাছের জন্য আটকে রয়েছে, সেগুলি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে গাছ অক্ষত রেখেই ।"
পাঁচ কোটি টাকা খরচ করে দফতরের তরফ থেকে আটটি এই ধরনের মেশিন কেনা হচ্ছে । অত্যাধুনিক সেই মেশিনের নাম 'মেকানাইজড প্ল্যান্টিং মেশিন'(Mechanised Planting Machine) । কীভাবে এই মেশিন কাজ করবে সে বিষয়ে বন দফতরের আধিকারিকরা জানান, আট বছর বয়স পর্যন্ত যে-কোনও গাছ ওই যন্ত্র দিয়ে তুলে অন্য জায়গায় নিয়ে গিয়ে বসানো সম্ভব । কম্পিউটার নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে যন্ত্রটি শিকড়-সহ গাছকে মাটি থেকে তুলে আনে । তারপর সেটিকে অন্য জায়গায় বসিয়ে দেওয়া হয় । অত্যাধুনিক যন্ত্রটি ব্যবহার করলে সুবিধা হবে বলে মনে করছেন তাঁরা ।
তবে এই যন্ত্র দিয়ে 100 বছর বা তার চেয়ে বেশি পুরনো গাছ স্থানান্তরিত করা সম্ভব নয় ৷ সেক্ষেত্রে কোনও নতুন প্রযুক্তি রয়েছে কিনা তার খোঁজ চালানো হচ্ছে । যদিও এই বিষয়ে আশাবাদী মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ আগামী দিনে এই ধরনের প্রযুক্তি তাঁরা নিয়ে আসতে পারবেন বলেই আশা করছেন তিনি । আর এটা সম্ভব হলে অন্তত গাছের কারণে বছরের পর বছর উন্নয়ন প্রকল্প থমকে থাকবে না আর । সে ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশপ্রেমীদেরও সাহায্য মিলবে ।
আরও পড়ুন : Mamata Puja Theme: মমতার 10 হাতে 10 প্রকল্প, নয়া চমক বাগুইআটির পুজোয়