কলকাতা, 20 সেপ্টেম্বর : রবিবার মধ্যেরাত থেকে শুরু হওয়া দুর্যোগ থেকে এখনই রেহাই মিলছে না বঙ্গবাসীর ৷ সোমবার এমনটাই জানানো হল আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে ৷ বরং আগামিকাল, মঙ্গলবারও রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷
আরও পড়ুন : Waterlogging in Kolkata : রাত থেকে চলছে ঝমঝমিয়ে বৃষ্টি, জলের তলায় মহানগরী, বিপর্যস্ত জনজীবন
রবিবার মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে এমনিতেই ভাসছে কলকাতা ৷ ভারী বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও জনজীবন বিপর্যস্ত ৷ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানালেন, একদিকে ঘূর্ণাবর্ত ও অন্যদিকে মৌসুমী অক্ষরেখার অবস্থান, এই জোড়া চাপেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে ৷ ঘূর্ণাবর্তটি স্থলভাগ থেকে উপরে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে । অন্যদিকে মৌসুমী অক্ষরেখা গয়া থেকে কলকাতার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে । তার জেরে ভারী বৃষ্টি হচ্ছে ৷
আরও পড়ুন : Chamoli Cloudburst : চামোলিতে ফের মেঘ ভাঙা বৃষ্টি, বিপর্যয়ের ছবি সর্বত্র
তবে কলকাতা ও পার্শ্ববর্তী জেলার কিছু অংশের জন্য আশার কথাও শুনিয়েছে হাওয়া অফিস ৷ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, ঘূর্ণাবর্তটি পশ্চিম দিকে সরছে ৷ যার ফলে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আগামিকাল বৃষ্টির পরিমাণ কমবে ৷ তবে দক্ষিণ 24 পরগনার কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে ৷ আর পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সেই তালিকায় রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, ও বাঁকুড়া ৷
সেই কারণে আবহওয়া দফতরের তরফে সাধারণ মানুষের জন্য সতর্কবার্তাও দেওয়া হয়েছে ৷ দফতরের অধিকর্তা জানিয়েছেন, মৎস্যজীবীদের আগামী 24 ঘণ্টায় মাছ ধরতে সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে । বৃষ্টির ফলে নদীতে জলস্তর বৃদ্ধি পাবে । বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অথবা পাকা বাড়ির নিচে থাকার আবেদন করা হয়েছে । আর কলকাতাবাসীর জন্য আবহওয়া দফতরের সতর্কবার্তা হল, ভারী বৃষ্টির জন্য বিপদজনক বাড়ি থেকে নিরাপদ স্থানে সরে যেতে হবে ৷
আরও পড়ুন : Weather Report : রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, বাড়বে বৃষ্টি