কলকাতা, ২০ নভেম্বর: প্রশান্ত কিশোর (Prashant Kishor) মডেলকে হাতিয়ার করে পুরভোটে প্রার্থীতালিকা চূড়ান্ত করতে চলেছে রাজ্য বিজেপি ৷ সেকারণে কলকাতার ১৪৪টি ওয়ার্ডেই সমীক্ষা শুরু করেছে তারা। দিল্লির একটি বেসরকারি সংস্থার উদ্য়োগে এই সমীক্ষা চালাবে রাজ্য বিজেপি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই গোটা কর্মকাণ্ড বলে বিজেপি সূত্রে খবর।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে সমন্বয় সাধন করে কাজ করার নির্দেশ দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর, এই সমীক্ষা টিম ২০ দিন ধরে কলকাতার ৫০টি ওয়ার্ড পরির্দশন করবে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ কলকাতার জেলা সভাপতি এবং জেলা কমিটির সঙ্গে এই টিম বৈঠক করবে বলে জানা গিয়েছে।
২০২১ বিধানসভা নির্বাচন থেকে শিক্ষা নিয়ে কোনও ওয়ার্ডেই তৃণমূল থেকে আসা ব্যক্তিদের টিকিট নয়। বরং আদি বিজেপি কর্মী বা আরএসএস (RSS) ঘনিষ্ঠদের এই টিকিট দেওয়া হবে। বিজেপি সূত্রে খবর, কলকাতা ও হাওড়া পুর নির্বাচনে ইতিমধ্যেই বিজেপি একটি নির্বাচন কমিটি তৈরি করেছে। সেই কমিটিই প্রার্থী তালিকা তৈরির জন্য বিজেপির রাজ্য কমিটিকে বেশ কিছু নাম সুপারিশ করেছে। কিন্ত এই নামগুলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দিল্লির এই সমীক্ষা টিম।
আরও পড়ুন : তথাগতর ‘আপাতত বিদায়’ টুইটে মন্তব্যে নারাজ সুকান্ত
বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, "দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব অনেক সময়ই সমীক্ষা করে। এবারও দিল্লি থেকে একটি কেন্দ্রীয় টিম এসেছে। তবে এটা রুটিন সমীক্ষা। লোকসভা, বিধানসভা নির্বাচনেও এই ধরনের সমীক্ষা হয়েছে। এবার পুর নির্বাচনে এই সমীক্ষা কাজে লাগানো হবে ৷"