ETV Bharat / city

প্রথমবার কলকাতায় সেঞ্চুরি পেট্রলের

প্রথমবার কলকাতায় 100 টাকার গণ্ডি পেরোলো পেট্রল ৷ আজ বাজার খুলতে কলকাতায় পেট্রলের দাম 39 পয়সা বেড়ে 100 টাকা 23 পয়সায় এসে দাঁড়ায় ৷ একই সঙ্গে দাম বেড়েছে ডিজেলের ৷ প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে হয়েছে 92.50 টাকা ৷

first-time-petrol-price-reach-to-100-rupees-mark-in-kolkata
প্রথমবার কলকাতায় পেট্রলের দামে ‘সেঞ্চুরি’
author img

By

Published : Jul 7, 2021, 10:06 AM IST

Updated : Jul 7, 2021, 10:59 AM IST

কলকাতা, 7 জুলাই : কবে হবে? কবে হবে? এমনই পরিবেশ তৈরি হয়েছিল ৷ সেই প্রতীক্ষার অবসান ! প্রথমবার কলকাতায় সেঞ্চুরির গণ্ডি পেরোলো পেট্রল ৷ মধ্যরাত থেকে কলকাতায় পেট্রলের দাম 39 পয়সা বেড়ে 100 টাকা 23 পয়সায় এসে দাঁড়িয়েছে ৷ একই সঙ্গে দাম বেড়েছে ডিজেলের ৷ প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে হয়েছে 92.50 টাকা ৷ প্রসঙ্গত, কলকাতা সহ রাজ্যের 4 জেলা বাদে সর্বত্র পেট্রলের দাম 100 টাকা ছাড়িয়ে গিয়েছিল ৷ আজকের পর রাজ্যের সব জেলায় পেট্রলের দাম সেঞ্চুরির গণ্ডি পেরিয়ে গেল ৷

মধ্যরাতে জ্বালানির দাম নতুন করে বাড়ানো হয় প্রেট্রলিয়াম সংস্থাগুলির তরফে ৷ আর বর্ধিত দামের জেরে আজ কলকাতায় পেট্রলের দাম 100 টাকা 23 পয়সা হয়েছে ৷ অন্যদিকে, ডিজেলের দামও লাগাম ছাড়া ভাবে বাড়ছে ৷ যার জেরে আজ কলকাতায় ডিজেলের দাম হয়েছে 92.50 টাকা ৷ পেট্রোপণ্যের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে সিঁদুরে মেঘ দেখছে সাধারণ মানুষ ৷

কলকাতা হোক বা জেলা, ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে বাসভাড়া না বাড়ানো হলে বেসরকারি বাস পথে না নামানোর কথা জানিয়ে দিয়েছে মালিক সংগঠনগুলি ৷ যার ফলে অতিরিক্ত পয়সা খরচ করে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে ৷ এই পরিস্থিতিতে পেট্রল ও ডিজেলের দাম প্রায় প্রতিদিনই বেড়ে চলেছে ৷ যার প্রভাব এবার পড়তে শুরু করেছে বাজারে ৷ সাধারণ মানুষের রোজকার সাধারণ সবজি বাজারে অগ্নিমূল্য ৷ যে সবজিতেই হাত দেওয়া হোক কেন প্রায় 3 গুণ দাম ৷ স্বাভাবিকভাবেই আয়ের থেকে ব্যয় বেশি, ফল পকেটে টান আম জনতার ৷

আরও পড়ুন : পেট্রলের সেঞ্চুরির পর দাম কমানোর দাবিতে মোদিকে চিঠি মমতার

এই বেসামাল পরিস্থিতিতে মুখ কুলুপ এঁটে বসে রয়েছে কেন্দ্রীয় সরকার ৷ পেট্রোপণ্যের অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধি কমাতে কোনও উদ্যোগ এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে দেখা যায়নি ৷ এই পরিস্থিতিতে রাজ্য সরকার কেন্দ্রের কাছে পেট্রোপণ্যের দাম কমাতে আর্জি জানিয়েছে ৷ কিন্তু, রাজ্য সরকারই বা কেন নিজেদের তরফে ছাড় দিচ্ছে না ? এই প্রশ্নও উঠছে ৷ এ নিয়ে অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন যে, রাজ্য সরকার ইতিমধ্যেই তাদের প্রাপ্ত সেস চার্জে ছাড় দিয়েছে ৷ তাই রাজ্য়ের তরফে এই মুহূর্তে দাম কমানো সম্ভব নয় ৷ এবার দিল্লির সরকারকে সেই উদ্যোগ নেওয়ার কথা বলেছেন মুখ্য়মন্ত্রী ৷

আরও পড়ুন : বর্ধমানে সেঞ্চুরি পেট্রলের, মাথায় হাত শহরবাসীর

অন্যদিকে, দেশ জুড়ে পেট্রল-ডিজেলের এই মূল্যবৃদ্ধি নিয়ে প্রায় রোজই কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে চলেছে বিরোধী কংগ্রেস ৷ বিশেষ করে কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধি ৷ তবে, রাজনৈতিক স্তরে নেতা-নেত্রীদের পেট্রোপণ্যের দাম বাড়া নিয়ে দড়ি টানাটানির মাঝে পড়ে নাজেহাল সাধারণ মানুষ ৷

কলকাতা, 7 জুলাই : কবে হবে? কবে হবে? এমনই পরিবেশ তৈরি হয়েছিল ৷ সেই প্রতীক্ষার অবসান ! প্রথমবার কলকাতায় সেঞ্চুরির গণ্ডি পেরোলো পেট্রল ৷ মধ্যরাত থেকে কলকাতায় পেট্রলের দাম 39 পয়সা বেড়ে 100 টাকা 23 পয়সায় এসে দাঁড়িয়েছে ৷ একই সঙ্গে দাম বেড়েছে ডিজেলের ৷ প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে হয়েছে 92.50 টাকা ৷ প্রসঙ্গত, কলকাতা সহ রাজ্যের 4 জেলা বাদে সর্বত্র পেট্রলের দাম 100 টাকা ছাড়িয়ে গিয়েছিল ৷ আজকের পর রাজ্যের সব জেলায় পেট্রলের দাম সেঞ্চুরির গণ্ডি পেরিয়ে গেল ৷

মধ্যরাতে জ্বালানির দাম নতুন করে বাড়ানো হয় প্রেট্রলিয়াম সংস্থাগুলির তরফে ৷ আর বর্ধিত দামের জেরে আজ কলকাতায় পেট্রলের দাম 100 টাকা 23 পয়সা হয়েছে ৷ অন্যদিকে, ডিজেলের দামও লাগাম ছাড়া ভাবে বাড়ছে ৷ যার জেরে আজ কলকাতায় ডিজেলের দাম হয়েছে 92.50 টাকা ৷ পেট্রোপণ্যের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে সিঁদুরে মেঘ দেখছে সাধারণ মানুষ ৷

কলকাতা হোক বা জেলা, ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে বাসভাড়া না বাড়ানো হলে বেসরকারি বাস পথে না নামানোর কথা জানিয়ে দিয়েছে মালিক সংগঠনগুলি ৷ যার ফলে অতিরিক্ত পয়সা খরচ করে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে ৷ এই পরিস্থিতিতে পেট্রল ও ডিজেলের দাম প্রায় প্রতিদিনই বেড়ে চলেছে ৷ যার প্রভাব এবার পড়তে শুরু করেছে বাজারে ৷ সাধারণ মানুষের রোজকার সাধারণ সবজি বাজারে অগ্নিমূল্য ৷ যে সবজিতেই হাত দেওয়া হোক কেন প্রায় 3 গুণ দাম ৷ স্বাভাবিকভাবেই আয়ের থেকে ব্যয় বেশি, ফল পকেটে টান আম জনতার ৷

আরও পড়ুন : পেট্রলের সেঞ্চুরির পর দাম কমানোর দাবিতে মোদিকে চিঠি মমতার

এই বেসামাল পরিস্থিতিতে মুখ কুলুপ এঁটে বসে রয়েছে কেন্দ্রীয় সরকার ৷ পেট্রোপণ্যের অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধি কমাতে কোনও উদ্যোগ এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে দেখা যায়নি ৷ এই পরিস্থিতিতে রাজ্য সরকার কেন্দ্রের কাছে পেট্রোপণ্যের দাম কমাতে আর্জি জানিয়েছে ৷ কিন্তু, রাজ্য সরকারই বা কেন নিজেদের তরফে ছাড় দিচ্ছে না ? এই প্রশ্নও উঠছে ৷ এ নিয়ে অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন যে, রাজ্য সরকার ইতিমধ্যেই তাদের প্রাপ্ত সেস চার্জে ছাড় দিয়েছে ৷ তাই রাজ্য়ের তরফে এই মুহূর্তে দাম কমানো সম্ভব নয় ৷ এবার দিল্লির সরকারকে সেই উদ্যোগ নেওয়ার কথা বলেছেন মুখ্য়মন্ত্রী ৷

আরও পড়ুন : বর্ধমানে সেঞ্চুরি পেট্রলের, মাথায় হাত শহরবাসীর

অন্যদিকে, দেশ জুড়ে পেট্রল-ডিজেলের এই মূল্যবৃদ্ধি নিয়ে প্রায় রোজই কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে চলেছে বিরোধী কংগ্রেস ৷ বিশেষ করে কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধি ৷ তবে, রাজনৈতিক স্তরে নেতা-নেত্রীদের পেট্রোপণ্যের দাম বাড়া নিয়ে দড়ি টানাটানির মাঝে পড়ে নাজেহাল সাধারণ মানুষ ৷

Last Updated : Jul 7, 2021, 10:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.