ETV Bharat / city

কোরোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক টিকা নেবেন ফিরহাদ হাকিম

কোরোনার ভ্যাকসিনের টিকা নেবেন কলকাতা পৌরনিগমের প্রশাসক ও পৌরনগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁকে নাইসেড থেকে কোরোনার ভ্যাকসিনের টিকাকরণের মানব শরীরে পরীক্ষার জন্য প্রস্তাব দেওয়া হয় ৷ তিনি সেই প্রস্তাবে রাজি হয়ে যান ৷

Firhad Hakim
ফিরহাদ হাকিম
author img

By

Published : Nov 30, 2020, 11:02 PM IST

কলকাতা, 30 নভেম্বর : আগামী বুধবার (2 ডিসেম্বর) নাইসেড থেকে মানব শরীরে কোরোনার ভ্যাকসিনের টিকা নেবেন কলকাতা পৌরনিগমের প্রশাসক ও পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। নাইসেড কলকাতায় মানব শরীরে কোরোনার ভ্যাকসিনের টিকাকরণের মানব শরীরে পরীক্ষার জন্য প্রস্তাব দেয় ফিরহাদ হাকিমের কাছে। সেই প্রস্তাবে রাজি হয়ে ইতিমধ্যেই নিজের স্বাস্থ্য রিপোর্ট নাইসেডে পাঠিয়েছেন তিনি । একদিকে যেমন কোরোনার ভ্যাকসিনের টিকাকরণের ট্রায়েল শুরু হচ্ছে সেই সঙ্গে কলকাতায় কোরোনা সংক্রমণ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। কলকাতায় আবারও বাড়লো কনটেনমেন্ট জো়নের সংখ্যা।


শীত পড়লেই কোরোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আগেই করেছিল কলকাতা পৌরনিগম। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গেই শহরে কোরোনার তীব্রতা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। তাই আবারও নতুন করে কনটেনমেন্ট জ়োন সংখ্যা বৃদ্ধি করছে রাজ্য সরকার। ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন ওয়ার্ডে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। সোমবার দক্ষিণ কলকাতার ভবানীপুর এলগিন রোডে একটি বহুতলে একজন নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন। ওই বহুতলা আবাসনটিকেও নতুন করে কনটেনমেন্ট জো়ন ঘোষণা করলো রাজ্য স্বাস্থ্যদপ্তর। ভবানীপুরের এই বহুতল নিয়ে শহরে কনটেনমেন্ট সংখ্যা বেড়ে হল 4। এর আগেই বালিগঞ্জ সার্কুলার রোডের একাংশ গড়িয়া ও টালিগঞ্জের একাংশকে কনটেনমেন্ট জ়োন ঘোষণা করা হয়েছে । কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, আগামী 2 তারিখ বুধবার কলকাতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া কোরোনা ভ্যাকসিনের টিকা নিতে যাবেন। মানব সমাজের উপকারের জন্য নিজের জীবনের ঝুঁকি নিতে প্রস্তুত তিনি।

কলকাতার কনটেনমেন্ট জ়োন ভবানীপুরের 70 নম্বর ওয়ার্ডের 38 বি এলগিন রোড বহুতল আবাসন। আগামী মঙ্গলবার আবাসনটিকে জীবাণুনাশক স্প্রে করবে কলকাতা পৌরনিগম। এছাড়াও গৌরী রায় 9 নম্বর ভ্যালি পার্ক, টালিগঞ্জের 18 রাজা বসন্ত রায়ের একটি আবাসন, কুড়ি নম্বর বালিগঞ্জ সার্কুলার রোডের একটি বহুতলকে কনটেনমেন্ট জো়ন ঘোষণা করা হয়েছে। গতকাল কলকাতায় নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 826 জন, মারা গেছেন 13 জন। এখনও পর্যন্ত কলকাতায় কোরোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট 2609 জন।

কলকাতা, 30 নভেম্বর : আগামী বুধবার (2 ডিসেম্বর) নাইসেড থেকে মানব শরীরে কোরোনার ভ্যাকসিনের টিকা নেবেন কলকাতা পৌরনিগমের প্রশাসক ও পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। নাইসেড কলকাতায় মানব শরীরে কোরোনার ভ্যাকসিনের টিকাকরণের মানব শরীরে পরীক্ষার জন্য প্রস্তাব দেয় ফিরহাদ হাকিমের কাছে। সেই প্রস্তাবে রাজি হয়ে ইতিমধ্যেই নিজের স্বাস্থ্য রিপোর্ট নাইসেডে পাঠিয়েছেন তিনি । একদিকে যেমন কোরোনার ভ্যাকসিনের টিকাকরণের ট্রায়েল শুরু হচ্ছে সেই সঙ্গে কলকাতায় কোরোনা সংক্রমণ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। কলকাতায় আবারও বাড়লো কনটেনমেন্ট জো়নের সংখ্যা।


শীত পড়লেই কোরোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আগেই করেছিল কলকাতা পৌরনিগম। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গেই শহরে কোরোনার তীব্রতা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। তাই আবারও নতুন করে কনটেনমেন্ট জ়োন সংখ্যা বৃদ্ধি করছে রাজ্য সরকার। ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন ওয়ার্ডে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। সোমবার দক্ষিণ কলকাতার ভবানীপুর এলগিন রোডে একটি বহুতলে একজন নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন। ওই বহুতলা আবাসনটিকেও নতুন করে কনটেনমেন্ট জো়ন ঘোষণা করলো রাজ্য স্বাস্থ্যদপ্তর। ভবানীপুরের এই বহুতল নিয়ে শহরে কনটেনমেন্ট সংখ্যা বেড়ে হল 4। এর আগেই বালিগঞ্জ সার্কুলার রোডের একাংশ গড়িয়া ও টালিগঞ্জের একাংশকে কনটেনমেন্ট জ়োন ঘোষণা করা হয়েছে । কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, আগামী 2 তারিখ বুধবার কলকাতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া কোরোনা ভ্যাকসিনের টিকা নিতে যাবেন। মানব সমাজের উপকারের জন্য নিজের জীবনের ঝুঁকি নিতে প্রস্তুত তিনি।

কলকাতার কনটেনমেন্ট জ়োন ভবানীপুরের 70 নম্বর ওয়ার্ডের 38 বি এলগিন রোড বহুতল আবাসন। আগামী মঙ্গলবার আবাসনটিকে জীবাণুনাশক স্প্রে করবে কলকাতা পৌরনিগম। এছাড়াও গৌরী রায় 9 নম্বর ভ্যালি পার্ক, টালিগঞ্জের 18 রাজা বসন্ত রায়ের একটি আবাসন, কুড়ি নম্বর বালিগঞ্জ সার্কুলার রোডের একটি বহুতলকে কনটেনমেন্ট জো়ন ঘোষণা করা হয়েছে। গতকাল কলকাতায় নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 826 জন, মারা গেছেন 13 জন। এখনও পর্যন্ত কলকাতায় কোরোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট 2609 জন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.