ETV Bharat / city

Classes for New Councillors: নবাগত কাউন্সিলারদের করতে হবে ক্লাস, জানালেন ফিরহাদ - নবাগত কাউন্সিলারদের করতে হবে ক্লাস , জানালেন ফিরহাদ

নবাগত কাউন্সিলারদের কাজ সম্পর্কে রীতিমত ব্যবস্থা করা হবে ক্লাসের ৷ পাঠ দেবেন অভিজ্ঞ কাউন্সিলররাই । কাউন্সিলর হিসেবে শপথ নেওয়ার পর জানালেন ফিরহাদ হাকিম (experienced counselors will take classes of the new ones )।

TMC will arrange classes for the new counselors
নবাগত কাউন্সিলারদের করতে হবে ক্লাস , জানালেন ফিরহাদ
author img

By

Published : Dec 24, 2021, 10:08 PM IST

কলকাতা, 24 ডিসেম্বর : তৃণমূলের নতুন কাউন্সিলারদের কাজ শেখাবেন দলের অভিজ্ঞরা । কাউন্সিলর হিসেবে শপথ নেওয়ার পর জানান ফিরহাদ হাকিম । এবার পৌরনির্বাচনের পঞ্চাশেরও বেশি নতুন মুখকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস ৷ সবুজ ঝড়ে প্রায় সকলেই জয়ী ৷ নয়া কাউন্সিলারদের কী করণীয়, সেটা বোঝাতে এবার তাঁদের ক্লাস করানোর সিদ্ধান্ত নিল শাসকদল । পাঠ দেবেন পুরনো অভিজ্ঞ কাউন্সিলররাই (experienced counselors will take classes of the new ones ) ।

এলাকায় কীভাবে কাজ করতে হবে, কোন কোন বিষয়ের উপর বেশি জোর দেওয়া দরকার, কাউন্সিলারদের সীমাবদ্ধতা কতটা, নবাগতদের সমস্তটাই বোঝাবেন তাঁরা । নতুনদের কাজ বোঝাতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, "যখন ডাকি, তখন পাই, এটাই হবে একজন কাউন্সিলারের ট্যাগ লাইন । সেই ভাবেই প্রত্যেককে কাজ করতে হবে ।"

নতুনদের এই ক্লাসের শিক্ষক কারা কারা ? মোটামুটি ঠিক হয়েছে অতীন ঘোষ, দেবাশিস কুমার, দেবব্রত মজুমদার, তারক সিং, স্বপন সমাদ্দার, মালা রায়, রত্না শূরের মতো পাড়া রাজনীতি থেকে উঠে আসা পোড়খাওয়া কাউন্সিলররাই নবাগতদের পাশে দাঁড়াবেন । আগামী মঙ্গলবার নতুন মেয়র হিসেবে শপথ নিতে চলেছেন ফিরহাদ হাকিম । ওই দিনই হবে প্রথম বোর্ডের বৈঠক । তারপর আগামী এক মাসের মধ্যেই কবে কোথায় ক্লাস হবে তা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে ।

আরও পড়ুন : কলকাতার উন্নয়নে মমতার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব, আশ্বাস ফিরহাদের

ফিরহাদের পরামর্শ, এলাকার মানুষ সব সময় যে কোন রকমের সমস্যায় যেন কাউন্সিলারকে কাছে পান। এটাই হবে মূলমন্ত্র । ইতিমধ্যেই অতীন ঘোষ বেশ কয়েকজন নবাগত কাউন্সিলারকে পরামর্শ দিয়েছিলেন । লোকের সঙ্গে মিশতে গেলে কাজ দেখতে হবে । মশাবাহিত রোগ নির্মূলের দিকে নিয়মিত নজর দিতে হবে। ঠিক সেভাবেই নিয়ম কানুন-সহ বিভিন্ন বিষয় নিয়ে নতুনদের জানানো হবে এই ক্লাসে।

কলকাতা, 24 ডিসেম্বর : তৃণমূলের নতুন কাউন্সিলারদের কাজ শেখাবেন দলের অভিজ্ঞরা । কাউন্সিলর হিসেবে শপথ নেওয়ার পর জানান ফিরহাদ হাকিম । এবার পৌরনির্বাচনের পঞ্চাশেরও বেশি নতুন মুখকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস ৷ সবুজ ঝড়ে প্রায় সকলেই জয়ী ৷ নয়া কাউন্সিলারদের কী করণীয়, সেটা বোঝাতে এবার তাঁদের ক্লাস করানোর সিদ্ধান্ত নিল শাসকদল । পাঠ দেবেন পুরনো অভিজ্ঞ কাউন্সিলররাই (experienced counselors will take classes of the new ones ) ।

এলাকায় কীভাবে কাজ করতে হবে, কোন কোন বিষয়ের উপর বেশি জোর দেওয়া দরকার, কাউন্সিলারদের সীমাবদ্ধতা কতটা, নবাগতদের সমস্তটাই বোঝাবেন তাঁরা । নতুনদের কাজ বোঝাতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, "যখন ডাকি, তখন পাই, এটাই হবে একজন কাউন্সিলারের ট্যাগ লাইন । সেই ভাবেই প্রত্যেককে কাজ করতে হবে ।"

নতুনদের এই ক্লাসের শিক্ষক কারা কারা ? মোটামুটি ঠিক হয়েছে অতীন ঘোষ, দেবাশিস কুমার, দেবব্রত মজুমদার, তারক সিং, স্বপন সমাদ্দার, মালা রায়, রত্না শূরের মতো পাড়া রাজনীতি থেকে উঠে আসা পোড়খাওয়া কাউন্সিলররাই নবাগতদের পাশে দাঁড়াবেন । আগামী মঙ্গলবার নতুন মেয়র হিসেবে শপথ নিতে চলেছেন ফিরহাদ হাকিম । ওই দিনই হবে প্রথম বোর্ডের বৈঠক । তারপর আগামী এক মাসের মধ্যেই কবে কোথায় ক্লাস হবে তা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে ।

আরও পড়ুন : কলকাতার উন্নয়নে মমতার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব, আশ্বাস ফিরহাদের

ফিরহাদের পরামর্শ, এলাকার মানুষ সব সময় যে কোন রকমের সমস্যায় যেন কাউন্সিলারকে কাছে পান। এটাই হবে মূলমন্ত্র । ইতিমধ্যেই অতীন ঘোষ বেশ কয়েকজন নবাগত কাউন্সিলারকে পরামর্শ দিয়েছিলেন । লোকের সঙ্গে মিশতে গেলে কাজ দেখতে হবে । মশাবাহিত রোগ নির্মূলের দিকে নিয়মিত নজর দিতে হবে। ঠিক সেভাবেই নিয়ম কানুন-সহ বিভিন্ন বিষয় নিয়ে নতুনদের জানানো হবে এই ক্লাসে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.