কলকাতা, 17 ফেব্রুয়ারি : রাজ্য সরকার পিপিপি (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) মডেলে রাজ্যের স্কুল চালাতে চায়, গত কয়েকদিন ধরেই এই বিষয়টি নিয়ে চর্চা চলছে ৷ রাজ্য সরকারের তরফে এই নিয়ে কোনও নির্দেশিকা প্রকাশ বা ঘোষণা করা না হলেও বিভিন্ন মাধ্যমে এই বিষয়টি নিয়ে ছড়িয়ে পড়া খসড়াকে কেন্দ্র করে এই আলোচনা আরও গতি পেয়েছে ৷ যদিও সেই খসড়ায় কারও সই বা তারিখ নেই ৷
এই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তী কটাক্ষ করেছিলেন, সরকারের নিজস্ব পরিকাঠামো ব্যবহৃত হবে শিক্ষাকে বেসরকারিকরণের জন্য । সেখানে হেডমাস্টার থাকবেন না, থাকবেন ডিরেক্টর । কোম্পানি কোম্পানি ভাব । এবার সুজনের এই মন্তব্যের পাল্টা দিল রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim on on school education privatisation issue)। বৃহস্পতিবার তিনি বলেন, "বেসরকারিকরণ তো সিপিএম এখানে করেছিল । এখানে যে নামকরা বেসরকারি স্কুলগুলি আছে, সেগুলি কোন আমলে শুরু হয়েছে? এখানে স্বাস্থ্য ক্ষেত্রে বেসরকারিকরণ কে করেছে ? বাইপাসের ধারের দামি দামি জমিগুলো সবাইকে দিয়ে দেওয়া হল কেন! সুতরাং বেসরকারিকরণ তো সিপিএম শুরু করে গিয়েছে । আর সারা ভারতব্যাপী বিজেপি করছে ৷ "
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীকে রাজভবনে আমন্ত্রণ রাজ্যপাল ধনকড়ের
চলতি বিতর্ক প্রসঙ্গে ফিরহাদ এদিন আরও বলেন, "সিপিএম বেসরকারিকরণ করেছিল সেখানে কোনও অন্যায় নেই, আর এখন বাংলায় কোনওরকম ভাবে উদ্যোগ নেওয়া হলে, সেটা অন্যায় হয়ে যাবে । আমরা চাই আরও বড় বড় প্রতিষ্ঠান আসুক আমাদের বাংলায় । রাজ্যে এখন অনেক কলেজ হয়ে গিয়েছে, ফলে সরকারি কলেজের কমতি নেই । বাইরের ছেলেমেয়েরা এখানে আসবে । বেঙ্গালুরু না গিয়ে বাংলায় আসবে । বাংলা যাই করবে তাতেই এদের আপত্তি, এটা হল শাঁখের করাতের মতো৷ "