কলকাতা, 16 সেপ্টেম্বর : হিন্দি ভাষা ইশুতে অমিত শাহকে আক্রমণ ফিরহাদ হাকিমের ৷ তিনি বলেন, "বহু ভাষা ও বহু ধর্মের মিলনক্ষেত্র বাংলা । ভাষা ও ধর্ম নিয়ে এক লড়াই চালাচ্ছে BJP।"
হিন্দি ভাষার পক্ষে সওয়াল করে রীতিমতো বিতর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সম্প্রতি তিনি বলেছিলেন, "বিশ্বের দরবারে ভারতের একটি বিশেষ পরিচয় প্রতিষ্ঠার জন্য গোটা দেশের কাছে একটি ভাষা থাকা আবশ্যক । দেশকে ঐক্যের বন্ধনে যে ভাষাটি আবদ্ধ করতে সক্ষম সেটি হল হিন্দি ভাষা । দেশবাসীকে আহ্বান করছি আপনারা প্রত্যেকেই মাতৃভাষায় কথা বলুন । কিন্তু তার সঙ্গে হিন্দি ভাষা ব্যবহার করতে থাকুন ।"
BJP-র সর্বভারতীয় সভাপতির এই বক্তব্যে শোরগোল পড়ে যায় জাতীয় রাজনীতিতে । শুরু হয় বিতর্ক । বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই প্রতিবাদে সরব হয়েছেন । গতকাল কলকাতার কাশীপুরে একটি রক্তদান শিবিরে যোগ দিয়েছিলেন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম । সেখানেই হিন্দি ভাষা বিতর্কে হিন্দিতেই মুখ খোলেন তিনি । ফিরহাদ বললেন, "আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকি । বিবিধের মাঝে দেখ মিলন মহান । বহু জাতি, বহু ভাষার মিলনক্ষেত্র হল বাংলা ও ভারত ।"