ETV Bharat / city

কোরোনায় মৃত চিকিৎসকের বিল 18 লাখ 34 হাজার, কমিশনের অনুরোধে হবে রিভিউ - pvt. corona hospitals bill will review

WBCERC-র চেয়ারপার্সন জাস্টিস অসীমকুমার বন্দ্যোপাধ্যায় মুকুন্দপুরের ওই হাসপাতালকে বিল রিভিউ করতে অনুরোধ করেন ৷

pvt. corona hospitals bill will review
কোরোনায়
author img

By

Published : Aug 12, 2020, 9:18 PM IST

কলকাতা, 12 অগাস্ট : বেসরকারি একটি হাসপাতালে COVID 19-এ আক্রান্ত এক চিকিৎসকের চিকিৎসার খরচ হিসাবে বিল করা হয়েছিল 18 লাখ 34 হাজার টাকা । সোমবার এই চিকিৎসকের মৃত্যু হয়‌ । এরপর বিল পুনর্বিবেচনার জন্য আজ হাসপাতাল কর্তৃপক্ষকে হোয়াটসঅ্যাপে অনুরোধ করেন ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC)-এর চেয়ারপার্সন জাস্টিস অসীমকুমার বন্দ্যোপাধ্যায় । বিল পুনর্বিবেচনা করা হবে বলে কমিশনের চেয়ারপার্সনকে এদিন জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ।

WBCERC-র চেয়ারপার্সন বলেন, "শ্যামনগরের চিকিৎসকের মৃত্যুতে আমরা বেদনাহত । সোশাল মিডিয়ায় একটি পোস্টে দেখতে পাই, চিকিৎসার জন্য 18 লাখ 34 হাজার টাকা মতো বিল হয়েছে । বিলটি রিভিউ করার জন্য ওই হাসপাতালকে অনুরোধ জানিয়েছি ।"

কমিশনের চেয়ারপার্সন আরও বলেন, "বাড়ির লোকেরা যদি টাকা মিটিয়ে দিয়ে থাকেন, তা হলেও রিভিউ করে যদি কিছু টাকা ফেরত দেওয়া যায় ৷ এই ব্যাপারে হোয়াটসঅ্যাপে অনুরোধ জানিয়েছিলাম ৷ পাঁচ মিনিটের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছেন, আমার আবেদন অনুযায়ী বিলটি পুনর্বিবেচনা করা হবে ‌।"

গত সোমবার, 10 অগাস্ট শ্যামনগরের বাসিন্দা COVID 19 আক্রান্ত এক চিকিৎসকের মৃত্যু হয়েছিল কলকাতায় মুকুন্দপুরে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে। জানা গিয়েছে, বছর 55-র ওই চিকিৎসক একজন ফ্যামিলি ফিজিশিয়ান ছিলেন । কোরোনা পজ়িটিভ ধরা পড়ার পর কলকাতার ওই বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। সেখানে সোমবার তাঁর মৃত্যু হয় । তিনি শ্যামনগর অঞ্চলের একজন জনপ্রিয় চিকিৎসক ছিলেন। জানা গিয়েছে, তাঁর চিকিৎসার খরচ জোগাড় করতে শ্যামনগরের অনেক মানুষ অর্থ সংগ্রহ করেছিলেন ৷

কলকাতা, 12 অগাস্ট : বেসরকারি একটি হাসপাতালে COVID 19-এ আক্রান্ত এক চিকিৎসকের চিকিৎসার খরচ হিসাবে বিল করা হয়েছিল 18 লাখ 34 হাজার টাকা । সোমবার এই চিকিৎসকের মৃত্যু হয়‌ । এরপর বিল পুনর্বিবেচনার জন্য আজ হাসপাতাল কর্তৃপক্ষকে হোয়াটসঅ্যাপে অনুরোধ করেন ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC)-এর চেয়ারপার্সন জাস্টিস অসীমকুমার বন্দ্যোপাধ্যায় । বিল পুনর্বিবেচনা করা হবে বলে কমিশনের চেয়ারপার্সনকে এদিন জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ।

WBCERC-র চেয়ারপার্সন বলেন, "শ্যামনগরের চিকিৎসকের মৃত্যুতে আমরা বেদনাহত । সোশাল মিডিয়ায় একটি পোস্টে দেখতে পাই, চিকিৎসার জন্য 18 লাখ 34 হাজার টাকা মতো বিল হয়েছে । বিলটি রিভিউ করার জন্য ওই হাসপাতালকে অনুরোধ জানিয়েছি ।"

কমিশনের চেয়ারপার্সন আরও বলেন, "বাড়ির লোকেরা যদি টাকা মিটিয়ে দিয়ে থাকেন, তা হলেও রিভিউ করে যদি কিছু টাকা ফেরত দেওয়া যায় ৷ এই ব্যাপারে হোয়াটসঅ্যাপে অনুরোধ জানিয়েছিলাম ৷ পাঁচ মিনিটের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছেন, আমার আবেদন অনুযায়ী বিলটি পুনর্বিবেচনা করা হবে ‌।"

গত সোমবার, 10 অগাস্ট শ্যামনগরের বাসিন্দা COVID 19 আক্রান্ত এক চিকিৎসকের মৃত্যু হয়েছিল কলকাতায় মুকুন্দপুরে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে। জানা গিয়েছে, বছর 55-র ওই চিকিৎসক একজন ফ্যামিলি ফিজিশিয়ান ছিলেন । কোরোনা পজ়িটিভ ধরা পড়ার পর কলকাতার ওই বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। সেখানে সোমবার তাঁর মৃত্যু হয় । তিনি শ্যামনগর অঞ্চলের একজন জনপ্রিয় চিকিৎসক ছিলেন। জানা গিয়েছে, তাঁর চিকিৎসার খরচ জোগাড় করতে শ্যামনগরের অনেক মানুষ অর্থ সংগ্রহ করেছিলেন ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.