কলকাতা, 24 সেপ্টেম্বর : রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুবীর মৈত্রের নামে ভুয়ো ই-মেইল অ্যাকাউন্ট । সেই অ্যাকাউন্ট থেকে ই-মেইল করে প্রতারণার চেষ্টা করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক-শিক্ষিকাকে । আজ বিষয়টি নজরে আসতেই বিশ্ববিদ্যালয়ের সকলকে সতর্ক করেন রেজিস্ট্রার । সর্তক করে ফেসবুকে পোস্টও করেন তিনি । কলকাতা পুলিশের সাইবার ক্রাইমে দায়ের করা হচ্ছে অভিযোগ ।
আজ সকালে ওই ভুয়ো ই-মেইলের দু'টি স্ক্রিনশট-সহ ফেসবুকে একটি পোস্ট করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুবীর মৈত্র । লেখেন, “ hod645215@gmail.com এই অ্যাকাউন্ট থেকে আমার নামে একটি ভুয়ো ই-মেইল করা হচ্ছে । সবাইকে জানানো হচ্ছে যে, ওই ই-মেইল অ্যাকাউন্টটি আমার নয় । এই অ্যাকাউন্ট থেকে আসা ই-মেইলের দয়া করে উত্তর দেবেন না। কলকাতা পুলিশের সাইবার ক্রাইমে একটি অভিযোগ দায়ের করা হচ্ছে ।”
আরও পড়ুন : ফর্ম পূরণের নামে অনলাইনে 96 হাজার টাকার প্রতারণা
সুবীর মৈত্র জানান, আজ সকালেই এই ভুয়ো ই-মেইলের বিষয়টি তাঁর নজরে এসেছে । তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক-শিক্ষিকার কাছে ই-মেইল পাঠানো হয়েছে । সেখানে তাঁর হয়ে একটি অনলাইন পেমেন্ট অ্যাপের ই-গিফট কার্ড কিনতে বলা হচ্ছে ই-মেইল প্রাপককে । পাশাপাশি, কেন তিনি নিজে কিনতে পারছেন না তাঁর জন্য একটি গল্পও লেখা থাকছে । এই ধরনের ই-মেইল দেখে সন্দেহ হওয়ায় আজ বিষয়টি রেজিস্ট্রারের নজরে আনেন প্রাপকরা ।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুবীর মৈত্র ঘটনাটি নিয়ে বলেন, “এটা তো মাঝে মাঝেই হচ্ছে । বিভিন্ন লোকের নামে ই-মেইল অ্যাকাউন্ট তৈরি করে ই-মেইল পাঠাচ্ছে প্রতারণা করার উদ্দেশ্যে। আমাদের উপাচার্যের নামেও কিছুদিন আগেই এভাবে ই-মেইল গেছিল । আমার মনে হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নাম ও ই-মেইল অ্যাকাউন্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেই পেয়ে যাচ্ছে প্রতারকরা । বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা আজ সকালেই আমাকে জানালেন যে, এই রকম ই-মেইল অনেকেই পেয়েছেন । আমি জানার পর সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে জানিয়ে দিই ও ফেসবুকে পোস্ট করেও জানিয়েছি ।” সাইবার সেলে একটি অভিযোগও দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি ।
আরও পড়ুন : পিছু হটল রবীন্দ্রভারতীও, পরীক্ষা হবে দু'ঘণ্টার