ETV Bharat / city

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের

author img

By

Published : Feb 2, 2020, 2:36 AM IST

পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে হাওড়া ও শিয়ালদা ডিভিশনে বেশ কয়েকটি EMU লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের ৷

extra locals for Joint Exam
ফাইল ছবি

কলকাতা, 2 ফেব্রুয়ারি : এ বছরের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE) আজ ৷ তাই পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় পূর্ব রেলের হওড়া ডিভিশনে এদিন বেশ কয়েকটি EMU লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ ৷

পরীক্ষার জন্য রবিবার সকাল 8 টা থেকে বেলা 11 টা পর্যন্ত এবং বিকেল 4 টে থেকে সন্ধে 6 টা পর্যন্ত চলবে এই EMU লোকালগুলি ৷ হাওড়া থেকে গন্তব্য স্টেশনের মাঝে সবক'টি স্টেশনেই দাঁড়াবে ট্রেনগুলি ৷

অন্যদিকে শিয়ালদা ডিভিশনেও মাতৃভূমি লেডিজ স্পেশালগুলি বাদে সকাল 8 টা থেকে বেলা 11টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে সন্ধে 6 টা পর্যন্ত চলবে বেশ কয়েকটি লোকাল । পরীক্ষার্থীদের জন্য গ্যালপিং ট্রেনগুলিও সকাল 8 টা থেকে বেলা 11 টা পর্যন্ত এবং বিকেল 4 টে থেকে সন্ধে 6 টা পর্যন্ত সবক'টি ফ্ল্যাগ ও হল্ট স্টেশনে থামবে ।

মোট13 টি EMU লোকালট্রেন সকাল 8 টা থেকে 11 টার মধ্যে চালানো হবে । 4 টি EMU আপ ও 5 টি EMU ডাউন ট্রেন বিকেল 4টে থেকে 6 টার মধ্যে যাতায়াত করবে ।

কলকাতা, 2 ফেব্রুয়ারি : এ বছরের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE) আজ ৷ তাই পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় পূর্ব রেলের হওড়া ডিভিশনে এদিন বেশ কয়েকটি EMU লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ ৷

পরীক্ষার জন্য রবিবার সকাল 8 টা থেকে বেলা 11 টা পর্যন্ত এবং বিকেল 4 টে থেকে সন্ধে 6 টা পর্যন্ত চলবে এই EMU লোকালগুলি ৷ হাওড়া থেকে গন্তব্য স্টেশনের মাঝে সবক'টি স্টেশনেই দাঁড়াবে ট্রেনগুলি ৷

অন্যদিকে শিয়ালদা ডিভিশনেও মাতৃভূমি লেডিজ স্পেশালগুলি বাদে সকাল 8 টা থেকে বেলা 11টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে সন্ধে 6 টা পর্যন্ত চলবে বেশ কয়েকটি লোকাল । পরীক্ষার্থীদের জন্য গ্যালপিং ট্রেনগুলিও সকাল 8 টা থেকে বেলা 11 টা পর্যন্ত এবং বিকেল 4 টে থেকে সন্ধে 6 টা পর্যন্ত সবক'টি ফ্ল্যাগ ও হল্ট স্টেশনে থামবে ।

মোট13 টি EMU লোকালট্রেন সকাল 8 টা থেকে 11 টার মধ্যে চালানো হবে । 4 টি EMU আপ ও 5 টি EMU ডাউন ট্রেন বিকেল 4টে থেকে 6 টার মধ্যে যাতায়াত করবে ।

Intro:2 ফেব্রুয়ারি অর্থাৎ রোববার হতে চলেছে এবছরের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE)। তাই সকল পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই পূর্ব রেলের হাওড়া ডিভিশনে এদিন বেশ কয়েকটি EMU লোকাল ট্রেন চালাবার সিদ্ধান্ত নিয়েছে।


Body:পরীক্ষার জন্য EMU লোকাল ট্রেনগুলি রবিবার সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত চলাচল করবে। গন্তব্যে স্টেশনের মধ্যে ট্রেনগুলি সবকটি স্টেশনে থামবে।

অন্যদিকে শিয়ালদহ ডিভিশনের মাতৃভূমি লেডিজ স্পেশালগুলি ছাড়া সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত চলাচল করবে। পরীক্ষাথীদের জন্য গ্যালপিং ট্রেনগুলি সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত সবকটি ফ্ল্যাগ ও হল্ট স্টেশনে থামবে।।


Conclusion:13টি EMU লোকাল ট্রেন সকাল 8তা থেকে 11টার মধ্যে যাতায়াত করবে। 4টি EMU আপ ও 5টি EMU ট্রেন বিকেল 4টে থেকে 6টার মধ্যে যাতায়াত করবে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.