ETV Bharat / city

লক্ষ্মীপুজোর আগে ফল থেকে ফুল সবকিছুরই দাম অগ্নিমূল্য, নাভিশ্বাস মধ্যবিত্তের - লক্ষ্মীপুজোর বাজার

কিছু কিছু ফলের দাম আগের তুলনায় বেড়েছে কলকাতার বাজারগুলিতে । যেমন আপেলের দাম কেজি পিছু 150 - 180 টাকা , কমলালেবু 240 টাকা ডজন, বেদানা 200 টাকা প্রতি কেজি ।

Laxmi Puja marketing
ধনলক্ষীর আরাধনায় নাভিশ্বাস মধ্যবিত্তের
author img

By

Published : Oct 29, 2020, 10:23 PM IST

Updated : Oct 29, 2020, 11:08 PM IST

কলকাতা, 29 অক্টোবর : দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই এসে গেল লক্ষ্মীপুজো । তবে এবার পরিস্থিতি আলাদা । নিউ নির্মালের ছোঁয়া লেগেছিল দুর্গাপুজোয় । লক্ষ্মীপুজোতেও একই ছবি । ঘরে ঘরে লক্ষ্মীপুজোর আয়োজন শুরু হলেও সর্বত্রই পুজো হচ্ছে ছোটো আকারে । লক্ষ্মীপুজো ছোটো করে হলেও বাজারে সব সামগ্রীর দর বেশ চড়া । তাই মধ্যবিত্তের যে নাভিশ্বাস উঠেছে তা বলাইবাহুল্য ।

শহরের বিভিন্ন বাজারে ভিড় করে পুজোর কেনাকাটি চলছে । চলছে প্রতিমা কেনা । প্রতিটি প্রতিমার মুখ খুঁটিয়ে-খুঁটিয়ে দেখে পছন্দ চলছে । তবে প্রতিমার কেনার সময়ই ক্রেতাদের হাতে লাগছে ছ্যাঁকা । গত বছরের চেয়ে এবছর প্রতিমাগুলির দাম এক লাফে অনেকটাই বেড়েছে । তাই ধনলক্ষ্মীর আরাধনা করতে গিয়ে একেবারে নাজেহাল আমজনতা ।

প্রতিমার পাশাপাশি দাম বেড়েছে লক্ষ্মীর পট বা লক্ষ্মীর সরারও । ছোটো প্রতিমার দাম এই বছর 230 টাকা থেকে 300 টাকা, মাঝারি প্রতিমার দাম 400 টাকা থেকে শুরু করে 600 টাকা এবং তার চেয়ে বড় প্রতিমার দাম 700 টাকা থেকে 1200 টাকা । 2000 টাকা পর্যন্তও উঠছে বড় প্রতিমার দাম । আগের বছর যেখানে লক্ষ্মীর সরার দাম ছিল 70 টাকা থেকে 100 টাকার মধ্যে । এবার সেই দাম ঘোরাফেরা করছে 150 টাকা থেকে 200 টাকার আশপাশে । আগের বছর যে প্রতিমার দাম ছিল 180 টাকা সেটাই এখন একলাফে উঠেছে 230 টাকা পর্যন্ত।

Laxmi Puja marketing
প্রতিমার চড়া দাম কলকাতার বাজারে

এক প্রতিমা বিক্রেতা সঞ্জয় দাস স্বীকার করে নিয়েছেন যে এবছর প্রতিমার দাম বেশির দিকেই । বলেন , "আমাদের কেনাই পড়েছে অনেক দামে । সব প্রতিমার উপর প্রায় 30-40 টাকা করে বেশি দিয়ে কিনতে হয়েছে । তাই আমাদেরও দাম বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে।"

এক ক্রেতা সরিতা মুখোপাধ্যায় বলেন , "এবারে প্রতিমার দাম খুবই বেশি । কোনও সাজ ছাড়া ছোট প্রতিমার দাম 350 টাকা । আর ছোটো ঠাকুরই, যেগুলি একটু চুমকি বা শাড়ি দিয়ে সাজানো, সেগুলির দাম 1200 টাকা । একটা ছোট প্রতিমার দাম 1200 টাকা খুবই বেশি ।"

বাজারে প্রতিমার দরদাম করছিলেন অলি দত্ত নামে এক মহিলা । তাঁকে প্রশ্ন করায় বলেন, "এবার প্রতিমার দাম খুবই বেশি বলে মনে হচ্ছে । আমি একটা ছোটো প্রতিমা নিয়েছি । তারই দাম বলছে 400 টাকা । এবছর ফলমূলের দাম ততটা চড়া না হলেও শাকসবজির দাম খুবই বেশি।"

লক্ষ্মীপুজোর আগের রাতে কলকাতার বাজার
বাজারের এক ফলের দোকানি সূর্য যদিও বলেন যে, "উৎসবের জন্য বা লক্ষ্মীপুজো উপলক্ষ্যে ফলের দাম বাড়েনি । দাম যা ছিল তাই রয়েছে ।"তবে কিছু কিছু ফলের দাম আগের তুলনায় বেড়েছে কলকাতার বাজারগুলিতে । যেমন আপেলের দাম কেজি পিছু 150 - 180 টাকা , কমলালেবু 240 টাকা ডজন, মৌসম্বির দাম জোড়া 80-100 টাকা, বেদানা 200 টাকা প্রতি কেজি, আতা 300 টাকা প্রতি কেজি, খেজুর 50-90 টাকা, শাকালু 60 - 80 টাকা প্রতি কিলো, শশা 70 টাকা প্রতি কিলো, ন্যাসপাতির দাম 100 - 140 টাকা প্রতি কেজি, তরমুজ প্রতি কিলো 100 - 120 টাকা ও পানিফল 70 - 80 টাকা প্রতি কেজি।
Laxmi Puja marketing
ধনলক্ষীর আরাধনায় নাভিশ্বাস মধ্যবিত্তের
ফল, ফুল ও দশকর্মার দামও আগুন । শাকসবজিরও দাম এবছর অত্যন্ত বেশি । পালং শাকের দাম 60 টাকা কেজি। এক সবজি বিক্রেতা বলেন যে, "বাজার দর ঠিকই আছে। তবে যেহেতু ট্রেন বন্ধ রয়েছে তাই দাম কিছুটা বেড়েছে । তবে ট্রেন চললে আবার দাম পড়বে । লক্ষ্মীপুজোর জন্য যে আলাদা করে দাম বেড়েছে তেমনটা নয় ।"কলকাতার বাজারগুলিতে এখন টম্যাটোর দাম 60 টাকা প্রতি কেজি, ঢ্যাঁড়শের দাম 60 টাকা প্রতি কেজি, ঝিঙের দাম 60 টাকা প্রতি কেজি, পটলের দামও কেজি পিছু 60 - 70 টাকা । শিমলা মির্চির দাম 200 - 280 টাকা প্রতি কেজি ।

তবে যেকোনও পুজোর আগেই বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যায়, বিশেষ করে শাকসবজি, ফুল ও ফল । তবে কোন এলাকায় বাজার তার উপরও নির্ভর করে বাজার দর । লেক মার্কেট, গড়িয়াহাট, মানিকতলা বাজারে দাম আগুন হলেও টালিগঞ্জ বাজার, যাদবপুর বাজার, কালীঘাট বাজার ও ল্যান্সডাউন বাজার তুলনামূলকভাবে দাম অনেকটাই কম । তবে এবছর কোরোনা সংক্রমণ ও লকডাউনের ফলে ট্রেন বন্ধ থাকায় শুধুমাত্র উৎসবের সময়টাই নয়, আনলকের পর থেকেই বাজারে আগুন লেগেছে । দশমীর পর থেকে আরও বেড়েছে দাম।

কলকাতা, 29 অক্টোবর : দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই এসে গেল লক্ষ্মীপুজো । তবে এবার পরিস্থিতি আলাদা । নিউ নির্মালের ছোঁয়া লেগেছিল দুর্গাপুজোয় । লক্ষ্মীপুজোতেও একই ছবি । ঘরে ঘরে লক্ষ্মীপুজোর আয়োজন শুরু হলেও সর্বত্রই পুজো হচ্ছে ছোটো আকারে । লক্ষ্মীপুজো ছোটো করে হলেও বাজারে সব সামগ্রীর দর বেশ চড়া । তাই মধ্যবিত্তের যে নাভিশ্বাস উঠেছে তা বলাইবাহুল্য ।

শহরের বিভিন্ন বাজারে ভিড় করে পুজোর কেনাকাটি চলছে । চলছে প্রতিমা কেনা । প্রতিটি প্রতিমার মুখ খুঁটিয়ে-খুঁটিয়ে দেখে পছন্দ চলছে । তবে প্রতিমার কেনার সময়ই ক্রেতাদের হাতে লাগছে ছ্যাঁকা । গত বছরের চেয়ে এবছর প্রতিমাগুলির দাম এক লাফে অনেকটাই বেড়েছে । তাই ধনলক্ষ্মীর আরাধনা করতে গিয়ে একেবারে নাজেহাল আমজনতা ।

প্রতিমার পাশাপাশি দাম বেড়েছে লক্ষ্মীর পট বা লক্ষ্মীর সরারও । ছোটো প্রতিমার দাম এই বছর 230 টাকা থেকে 300 টাকা, মাঝারি প্রতিমার দাম 400 টাকা থেকে শুরু করে 600 টাকা এবং তার চেয়ে বড় প্রতিমার দাম 700 টাকা থেকে 1200 টাকা । 2000 টাকা পর্যন্তও উঠছে বড় প্রতিমার দাম । আগের বছর যেখানে লক্ষ্মীর সরার দাম ছিল 70 টাকা থেকে 100 টাকার মধ্যে । এবার সেই দাম ঘোরাফেরা করছে 150 টাকা থেকে 200 টাকার আশপাশে । আগের বছর যে প্রতিমার দাম ছিল 180 টাকা সেটাই এখন একলাফে উঠেছে 230 টাকা পর্যন্ত।

Laxmi Puja marketing
প্রতিমার চড়া দাম কলকাতার বাজারে

এক প্রতিমা বিক্রেতা সঞ্জয় দাস স্বীকার করে নিয়েছেন যে এবছর প্রতিমার দাম বেশির দিকেই । বলেন , "আমাদের কেনাই পড়েছে অনেক দামে । সব প্রতিমার উপর প্রায় 30-40 টাকা করে বেশি দিয়ে কিনতে হয়েছে । তাই আমাদেরও দাম বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে।"

এক ক্রেতা সরিতা মুখোপাধ্যায় বলেন , "এবারে প্রতিমার দাম খুবই বেশি । কোনও সাজ ছাড়া ছোট প্রতিমার দাম 350 টাকা । আর ছোটো ঠাকুরই, যেগুলি একটু চুমকি বা শাড়ি দিয়ে সাজানো, সেগুলির দাম 1200 টাকা । একটা ছোট প্রতিমার দাম 1200 টাকা খুবই বেশি ।"

বাজারে প্রতিমার দরদাম করছিলেন অলি দত্ত নামে এক মহিলা । তাঁকে প্রশ্ন করায় বলেন, "এবার প্রতিমার দাম খুবই বেশি বলে মনে হচ্ছে । আমি একটা ছোটো প্রতিমা নিয়েছি । তারই দাম বলছে 400 টাকা । এবছর ফলমূলের দাম ততটা চড়া না হলেও শাকসবজির দাম খুবই বেশি।"

লক্ষ্মীপুজোর আগের রাতে কলকাতার বাজার
বাজারের এক ফলের দোকানি সূর্য যদিও বলেন যে, "উৎসবের জন্য বা লক্ষ্মীপুজো উপলক্ষ্যে ফলের দাম বাড়েনি । দাম যা ছিল তাই রয়েছে ।"তবে কিছু কিছু ফলের দাম আগের তুলনায় বেড়েছে কলকাতার বাজারগুলিতে । যেমন আপেলের দাম কেজি পিছু 150 - 180 টাকা , কমলালেবু 240 টাকা ডজন, মৌসম্বির দাম জোড়া 80-100 টাকা, বেদানা 200 টাকা প্রতি কেজি, আতা 300 টাকা প্রতি কেজি, খেজুর 50-90 টাকা, শাকালু 60 - 80 টাকা প্রতি কিলো, শশা 70 টাকা প্রতি কিলো, ন্যাসপাতির দাম 100 - 140 টাকা প্রতি কেজি, তরমুজ প্রতি কিলো 100 - 120 টাকা ও পানিফল 70 - 80 টাকা প্রতি কেজি।
Laxmi Puja marketing
ধনলক্ষীর আরাধনায় নাভিশ্বাস মধ্যবিত্তের
ফল, ফুল ও দশকর্মার দামও আগুন । শাকসবজিরও দাম এবছর অত্যন্ত বেশি । পালং শাকের দাম 60 টাকা কেজি। এক সবজি বিক্রেতা বলেন যে, "বাজার দর ঠিকই আছে। তবে যেহেতু ট্রেন বন্ধ রয়েছে তাই দাম কিছুটা বেড়েছে । তবে ট্রেন চললে আবার দাম পড়বে । লক্ষ্মীপুজোর জন্য যে আলাদা করে দাম বেড়েছে তেমনটা নয় ।"কলকাতার বাজারগুলিতে এখন টম্যাটোর দাম 60 টাকা প্রতি কেজি, ঢ্যাঁড়শের দাম 60 টাকা প্রতি কেজি, ঝিঙের দাম 60 টাকা প্রতি কেজি, পটলের দামও কেজি পিছু 60 - 70 টাকা । শিমলা মির্চির দাম 200 - 280 টাকা প্রতি কেজি ।

তবে যেকোনও পুজোর আগেই বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যায়, বিশেষ করে শাকসবজি, ফুল ও ফল । তবে কোন এলাকায় বাজার তার উপরও নির্ভর করে বাজার দর । লেক মার্কেট, গড়িয়াহাট, মানিকতলা বাজারে দাম আগুন হলেও টালিগঞ্জ বাজার, যাদবপুর বাজার, কালীঘাট বাজার ও ল্যান্সডাউন বাজার তুলনামূলকভাবে দাম অনেকটাই কম । তবে এবছর কোরোনা সংক্রমণ ও লকডাউনের ফলে ট্রেন বন্ধ থাকায় শুধুমাত্র উৎসবের সময়টাই নয়, আনলকের পর থেকেই বাজারে আগুন লেগেছে । দশমীর পর থেকে আরও বেড়েছে দাম।

Last Updated : Oct 29, 2020, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.