ETV Bharat / city

এনামূলের 20 জানুয়ারি পর্যন্ত জেল হেপাজত - JC

গরু পাচারকাণ্ডের মূল অভিযুক্ত এনামূল হককে আগামী 20 জানুয়ারি পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দিল আসানসোল সিবিআই আদালত। আজ তাকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল।

Enamul Haque sent to judicial custody till 20th january
গরুপাচার কাণ্ডে অভিযুক্ত এনামুলকে 20 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজত
author img

By

Published : Jan 6, 2021, 9:07 PM IST

কলকাতা, 6 জানুয়ারি : গরু পাচারকাণ্ডের মূল অভিযুক্ত এনামূল হককে আগামী 20 জানুয়ারি পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দিল আসানসোল সিবিআই আদালত। আজ তাকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল। এনামূলের আইনজীবী জামিনের জন্য আবেদন করেন। কিন্তু কোর্টের হাতে একাধিক নথি থাকায় জামিন নাকচ করার আবেদন জানান সিবিআই আদালতের আইনজীবী জয়শ্রী বন্দ্যোপাধ্যায়। এনামূলকে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক।

আজ শুনানির সময় সিবিআইয়ের পক্ষ থেকে এনামুলের বিরুদ্ধে হাওয়ালার অভিযোগ নিয়ে আসা হয়। যদিও এ বিষয়ে কোনও তথ্য প্রমাণ সিবিআই কোর্টে দাখিল করতে পারেনি বলে দাবি করেছেন এনামূলের আইনজীবী শেখর কুন্ডু। শেখরবাবুর দাবি, হাওয়ালা মিডিয়ার মস্তিষ্কপ্রসূত। হাওয়ালা হলে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা যায় এক্ষেত্রে তার কোনও প্রমাণ মেলেনি। যদি ধরে নেওয়া যায় যে এমনটা হয়েছে। তবে সেটা যদি ইডির মামলা। শেখরবাবু আরও জানান, এর আগেও এনামূল গ্রেপ্তার হয়েছিল, তখনও এই প্রসঙ্গ উঠে এসেছিল।

আরও পড়ুন: মণীশ শুক্লা হত্যা মামলায় কেস ডায়েরি তলব প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের

অন্যদিকে গরু পাচার কাণ্ডে অভিযুক্ত বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমার ইতিমধ্যেই জামিন পেয়েছেন। এই বিষয়টি নিয়ে শেখর কুন্ডু জানান, সতীশ কুমার জামিন পেয়েছেন 34 দিন পর। এক্ষেত্রে এখনও 34 দিন হয়নি।

কলকাতা, 6 জানুয়ারি : গরু পাচারকাণ্ডের মূল অভিযুক্ত এনামূল হককে আগামী 20 জানুয়ারি পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দিল আসানসোল সিবিআই আদালত। আজ তাকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল। এনামূলের আইনজীবী জামিনের জন্য আবেদন করেন। কিন্তু কোর্টের হাতে একাধিক নথি থাকায় জামিন নাকচ করার আবেদন জানান সিবিআই আদালতের আইনজীবী জয়শ্রী বন্দ্যোপাধ্যায়। এনামূলকে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক।

আজ শুনানির সময় সিবিআইয়ের পক্ষ থেকে এনামুলের বিরুদ্ধে হাওয়ালার অভিযোগ নিয়ে আসা হয়। যদিও এ বিষয়ে কোনও তথ্য প্রমাণ সিবিআই কোর্টে দাখিল করতে পারেনি বলে দাবি করেছেন এনামূলের আইনজীবী শেখর কুন্ডু। শেখরবাবুর দাবি, হাওয়ালা মিডিয়ার মস্তিষ্কপ্রসূত। হাওয়ালা হলে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা যায় এক্ষেত্রে তার কোনও প্রমাণ মেলেনি। যদি ধরে নেওয়া যায় যে এমনটা হয়েছে। তবে সেটা যদি ইডির মামলা। শেখরবাবু আরও জানান, এর আগেও এনামূল গ্রেপ্তার হয়েছিল, তখনও এই প্রসঙ্গ উঠে এসেছিল।

আরও পড়ুন: মণীশ শুক্লা হত্যা মামলায় কেস ডায়েরি তলব প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের

অন্যদিকে গরু পাচার কাণ্ডে অভিযুক্ত বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমার ইতিমধ্যেই জামিন পেয়েছেন। এই বিষয়টি নিয়ে শেখর কুন্ডু জানান, সতীশ কুমার জামিন পেয়েছেন 34 দিন পর। এক্ষেত্রে এখনও 34 দিন হয়নি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.