কলকাতা, 30 এপ্রিল : করোনায় আক্রান্ত হলেন বিধাননগর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী পর্যবেক্ষক সন্দীপ মৌকিন ৷ শুক্রবার বিকেলে ভোটগণনা কেন্দ্রে থাকাকালীনই অসুস্থতা বোধ করেন সন্দীপ ৷ সঙ্গে সঙ্গে তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ৷ সেখানেই তাঁর করোনা পরীক্ষা করানো হয় ৷ রিপোর্ট আসে পজিটিভ ৷ সঙ্গে সঙ্গে তাঁকে হোম আইসোলেশনে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা ৷
হাসপাতাল সূত্রে খবর, এদিন দুপুর তিনটে নাগাদ হঠাৎই অসুস্থ বোধ করেন 116 নম্বর আসনের ওই পর্যবেক্ষক ৷ সুরক্ষার স্বার্থেই তাঁর ব়্যাপিড অ্যান্টিজ়েন পরীক্ষা করানো হয় ৷ সেই পরীক্ষার রিপোর্টই পজিটিভ আসে ৷ পরে সংবাদমাধ্যমকে সন্দীপ মৌকিন জানিয়েছেন, ইতিমধ্যেই অসুস্থতার কথা নির্বাচন কমিশনকে জানিয়েছেন তিনি ৷ কমিশনও তাঁকে হোম আইসোলেশনেই যেতে বলেছে ৷ তাঁর জায়গায় অন্য কোনও পর্যবেক্ষককে পাঠানো হবে বলে জানানো হয়েছে সন্দীপকে ৷
আরও পড়ুন : মালদায় সরকারি হাসপাতালই যেন করোনা সংক্রমণের চারণভূমি
প্রসঙ্গত, করোনা আবহে নির্বাচন নিয়ে অনেক আগেই প্রশাসনকে সতর্ক করেছিলেন বিশেষজ্ঞ ও চিকিৎসকরা ৷ কিন্তু তারপরও ভোট হয়েছে ভোটের মতোই ৷ আগামী 2 মে বিধানসভা ভোটের গণনা ৷ তাই এখনও নির্বাচনী দায়িত্ব থেকে অব্য়াহতি পাননি সংশ্লিষ্ট কর্মী ও আধিকারিকরা ৷ এবার তাঁদের মধ্যেও ছড়িয়ে পড়ছে করোনার সংক্রমণ ৷ যা নিঃসন্দেহে চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের ৷