ETV Bharat / city

ED Search Operation: পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে 20 কোটি টাকা উদ্ধার ইডি'র

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হল কুড়ি কোটি টাকা । এর পাশাপাশি উদ্ধার হয়েছে কুড়িটি মোবাইল ফোন-সহ একাধিক নথিপত্র । ইডি সূত্রে এই খবর জানা গিয়েছে (ED says it has seized Rs 20 crore from premises of Arpita Mukherjee, aide of WB Minister Partha Chatterjee) ৷

ed raid on partha chatterjee house
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নয়া মোড়
author img

By

Published : Jul 22, 2022, 8:28 PM IST

Updated : Jul 22, 2022, 9:36 PM IST

কলকাতা, 22 জুলাই: রাজ্যে এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে নয়া মোড় ৷ এবার তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হল কুড়ি কোটি টাকা । এর পাশাপাশি উদ্ধার হয়েছে কুড়িটি মোবাইল ফোন-সহ একাধিক নথিপত্র । ইডি সূত্রে এই খবর জানা গিয়েছে ৷ বিষয়টি নিয়ে টুইট করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্য়াগ করে টুইটে তিনি লিখেছেন, "এটাই বাংলা মডেল ৷ তৃণমূল দুর্নীতির সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে ৷"

  • This is @MamataOfficial's Bengal model where cash stolen through illegal means in recruitment scams is coming out now.

    ED has seized Rs 20 crore from premises of Arpita Mukherjee, close aide of WB Minister Partha Chatterjee.

    Truly, TMC is breaking all records of corruptions. pic.twitter.com/OoXkZVyPMY

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) July 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • ED is carrying out search operations at various premises linked to recruitment scam in the West Bengal School Service Commission and West Bengal Primary Education Board. pic.twitter.com/oM4Bc0XTMB

    — ANI (@ANI) July 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে শুক্রবার সকাল থেকেই রাজ্যের 14টি জায়গায় পৃথক পৃথকভাবে অভিযান চালাযন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর (ইডি) গোয়েন্দারা (ED Search Operation regarding SSC Recruitment Scam investigation) । এরমধ্যে ছিল এসএসসির প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহার সার্ভে পার্কের বাড়ি-সহ রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়ি এবং মেকলিগঞ্জে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়ি ।

ইডি সূত্রে খবর, এসএসসি দুর্নীতিকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় । এদিন দক্ষিণ কলকাতায় তাঁর ডায়মন্ড সিটি সাউথের আবাসনে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ নগদ অর্থ বাজেয়াপ্ত করে ইডি ৷ জানা গিয়েছে এই বিপুল টাকা গোনার জন্য ব্যাঙ্ক থেকে তিনটি মেশিন নিয়ে আসা হয়েছে, ডাকা হয়েছে ব্যাঙ্ক আধিকারীকদেরও ৷ অন্যদিকে, 12 ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতেই রয়েছেন ইডি'র তদন্তকারীরা ৷

কলকাতা, 22 জুলাই: রাজ্যে এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে নয়া মোড় ৷ এবার তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হল কুড়ি কোটি টাকা । এর পাশাপাশি উদ্ধার হয়েছে কুড়িটি মোবাইল ফোন-সহ একাধিক নথিপত্র । ইডি সূত্রে এই খবর জানা গিয়েছে ৷ বিষয়টি নিয়ে টুইট করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্য়াগ করে টুইটে তিনি লিখেছেন, "এটাই বাংলা মডেল ৷ তৃণমূল দুর্নীতির সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে ৷"

  • This is @MamataOfficial's Bengal model where cash stolen through illegal means in recruitment scams is coming out now.

    ED has seized Rs 20 crore from premises of Arpita Mukherjee, close aide of WB Minister Partha Chatterjee.

    Truly, TMC is breaking all records of corruptions. pic.twitter.com/OoXkZVyPMY

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) July 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • ED is carrying out search operations at various premises linked to recruitment scam in the West Bengal School Service Commission and West Bengal Primary Education Board. pic.twitter.com/oM4Bc0XTMB

    — ANI (@ANI) July 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে শুক্রবার সকাল থেকেই রাজ্যের 14টি জায়গায় পৃথক পৃথকভাবে অভিযান চালাযন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর (ইডি) গোয়েন্দারা (ED Search Operation regarding SSC Recruitment Scam investigation) । এরমধ্যে ছিল এসএসসির প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহার সার্ভে পার্কের বাড়ি-সহ রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়ি এবং মেকলিগঞ্জে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়ি ।

ইডি সূত্রে খবর, এসএসসি দুর্নীতিকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় । এদিন দক্ষিণ কলকাতায় তাঁর ডায়মন্ড সিটি সাউথের আবাসনে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ নগদ অর্থ বাজেয়াপ্ত করে ইডি ৷ জানা গিয়েছে এই বিপুল টাকা গোনার জন্য ব্যাঙ্ক থেকে তিনটি মেশিন নিয়ে আসা হয়েছে, ডাকা হয়েছে ব্যাঙ্ক আধিকারীকদেরও ৷ অন্যদিকে, 12 ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতেই রয়েছেন ইডি'র তদন্তকারীরা ৷

Last Updated : Jul 22, 2022, 9:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.