ETV Bharat / city

Bengal Recruitment Scam: আদালতে শুনানি শেষ, পার্থ-অর্পিতাকে ফের হেফাজতে চাইল ইডি

author img

By

Published : Aug 3, 2022, 3:41 PM IST

Updated : Aug 3, 2022, 6:06 PM IST

বুধবার শেষ হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ইডি হেফাজতের মেয়াদ ৷ এদিন তাঁদের আদালতে পেশ করে ইডি (ED) ৷ এখন দেখার আদালতে শুনানি শেষে কী হয় ?

ED Produces Partha Chatterjee and Arpita Mukherjee in Court today
Bengal Recruitment Scam: আদালতে পার্থ-অর্পিতা, বাড়বে কি ইডি হেফাজত ?

কলকাতা, 3 অগস্ট : শিক্ষক নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Scam) কাণ্ডে ইডি (ED) হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) ৷ আজ, বুধবার শেষ হচ্ছে তাঁদের হেফাজতের মেয়াদ ৷ তাই এদিনই তাঁদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ ফের এই দু’জনকে হেফাজতে চেয়েছে ইডি ৷ পার্থকে তিনদিনের জন্য ও অর্পিতাকে চারদিনের জন্য ইডি হেফাজতে চেয়েছে তারা ৷

গত 23 জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি ৷ ওই দিনই তাঁকে আদালতে পেশ করে ইডি ৷ বেহালা পশ্চিমের বিধায়ককে দু’দিনের ইডি হেফাজতে পাঠায় আদালত ৷ একই দিনে গ্রেফতার করা হলেও পরদিন 24 জুলাই ইডি আদালতে পেশ করে অর্পিতাকে ৷ তাঁকে সেদিন একদিনের জন্য ইডি হেফাজতে পাঠিয়েছিল আদালত ৷

গত 25 জুলাই একসঙ্গে শিক্ষক দুর্নীতি কাণ্ডে (Bengal SSC Scam) অভিযুক্ত পার্থ-অর্পিতাকে 3 অগস্ট পর্যন্ত ইডি হেফাজতে পাঠায় আদালত ৷ সেই হেফাজতের মেয়াদ শেষ হল বুধবার ৷ এখন দেখার আদালত এদিন কী নির্দেশ দেয় ? পার্থ-অর্পিতার হেফাজতের মেয়াদ বৃদ্ধি হয় কি না, সেই দিকেই নজর রয়েছে সকলের ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গ্রেফতারির আগেই অর্পিতার ফ্ল্যাট থেকে প্রায় 22 কোটি টাকা উদ্ধার করে ইডি ৷ কিন্তু হেফাজতে নেওয়ার পর অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় 28 কোটি টাকা ৷ সঙ্গে কয়েক কোটি টাকার সোনার গয়না ও আরও অনেক কিছু উদ্ধার হয় ৷

এদিকে বুধবার শুনানি শেষ হয়েছে ব্যাঙ্কশাল আদালতে৷ আদালত কী নির্দেশ দেয়, সেই দিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল ৷

আরও পড়ুন : কাছে ঘেঁষতে পারছে না কেউ, কড়া নিরাপত্তায় জোকা ইএসআই-তে পার্থ-অর্পিতা

কলকাতা, 3 অগস্ট : শিক্ষক নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Scam) কাণ্ডে ইডি (ED) হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) ৷ আজ, বুধবার শেষ হচ্ছে তাঁদের হেফাজতের মেয়াদ ৷ তাই এদিনই তাঁদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ ফের এই দু’জনকে হেফাজতে চেয়েছে ইডি ৷ পার্থকে তিনদিনের জন্য ও অর্পিতাকে চারদিনের জন্য ইডি হেফাজতে চেয়েছে তারা ৷

গত 23 জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি ৷ ওই দিনই তাঁকে আদালতে পেশ করে ইডি ৷ বেহালা পশ্চিমের বিধায়ককে দু’দিনের ইডি হেফাজতে পাঠায় আদালত ৷ একই দিনে গ্রেফতার করা হলেও পরদিন 24 জুলাই ইডি আদালতে পেশ করে অর্পিতাকে ৷ তাঁকে সেদিন একদিনের জন্য ইডি হেফাজতে পাঠিয়েছিল আদালত ৷

গত 25 জুলাই একসঙ্গে শিক্ষক দুর্নীতি কাণ্ডে (Bengal SSC Scam) অভিযুক্ত পার্থ-অর্পিতাকে 3 অগস্ট পর্যন্ত ইডি হেফাজতে পাঠায় আদালত ৷ সেই হেফাজতের মেয়াদ শেষ হল বুধবার ৷ এখন দেখার আদালত এদিন কী নির্দেশ দেয় ? পার্থ-অর্পিতার হেফাজতের মেয়াদ বৃদ্ধি হয় কি না, সেই দিকেই নজর রয়েছে সকলের ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গ্রেফতারির আগেই অর্পিতার ফ্ল্যাট থেকে প্রায় 22 কোটি টাকা উদ্ধার করে ইডি ৷ কিন্তু হেফাজতে নেওয়ার পর অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় 28 কোটি টাকা ৷ সঙ্গে কয়েক কোটি টাকার সোনার গয়না ও আরও অনেক কিছু উদ্ধার হয় ৷

এদিকে বুধবার শুনানি শেষ হয়েছে ব্যাঙ্কশাল আদালতে৷ আদালত কী নির্দেশ দেয়, সেই দিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল ৷

আরও পড়ুন : কাছে ঘেঁষতে পারছে না কেউ, কড়া নিরাপত্তায় জোকা ইএসআই-তে পার্থ-অর্পিতা

Last Updated : Aug 3, 2022, 6:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.