কলকাতা, 16 অগস্ট: কিছুদিন আগেই প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) জেরা করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । আর এ বার আলিপুর মহিলা সংশোধনাগারে (Alipore Women Correctional Home) গিয়ে টাকার উৎস সম্পর্কে অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) জেরা করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা ।
বেলঘরিয়ার আবাসন থেকে উদ্ধার হয়েছিল নগদ কোটি কোটি টাকা এবং সোনার গয়না । এই সংক্রান্ত তথ্য জানতেই মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে সংশোধনাগারে গিয়ে কথা বলেন । জানা গিয়েছে, জেরায় সে ভাবে মুখ খুলতে চাননি অর্পিতা । তিনি ইডির গোয়েন্দাদের জানিয়েছেন, সেই টাকা সম্পর্কে তাঁর কাছে কোনওরকমের তথ্য নেই ।
সম্প্রতি আদালতের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) গোয়েন্দারা প্রয়োজন পড়লে সংশোধনাগারে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করতে পারেন । তার জন্য আলিপুর মহিলা সংশোধনাগার এবং প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারদের সহযোগিতা করতে হবে ।
এর আগে সিজিও কমপ্লেক্সে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার উৎস সংক্রান্ত বিষয়ে একাধিকবার জেরা করেছেন তদন্তকারীরা ৷ তাঁদের দুজনের বয়ান রেকর্ডও করেছিলেন আধিকারিকরা । প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে যে সকল তথ্য গোয়েন্দারা পেয়েছিলেন, এ বার সেই সব প্রশ্নের উত্তরের সঙ্গে আলিপুর মহিলা সংশোধনাগারে গিয়ে জেরা করে অর্পিতার বয়ান মিলিয়ে দেখছেন ইডির গোয়েন্দারা (ED interrogates Arpita Mukherjee in Alipore Women Correctional Home) ।
আরও পড়ুন: সংশোধনাগারে গিয়ে 'অপা'কে জেরা করবে ইডি
সম্প্রতি রাজ্যে শিক্ষা দুর্নীতি কাণ্ডে (Recruitment Case) প্রাক্তন শিল্পমন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মুখপাত্র পার্থ চট্টোপাধ্যায়কে নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করেছিল ইডি । সেইসঙ্গে গ্রেফতার হন পার্থ 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়ও । এরপর থেকেই অর্পিতার কলকাতা এবং বেলঘরিয়ার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে কোটি কোটি টাকা এবং বহু মূল্যবান সোনার গয়না বাজেয়াপ্ত করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ।