ETV Bharat / city

Cattle Smuggling Case : গরুপাচার কাণ্ডে এবার ইডি’র হেফাজতে বিএসএফ কম্যান্ডান্ট সতীশ কুমার - BSF Commandant Satish Kumar

গরুপাচার কাণ্ডে এবার ইডি’র হেফাজতে বিএসএফ-এর কম্যান্ডান্ট সতীশ কুমার (ED Takes Custody of BSF Commandant Satish Kumar) ৷ আজ দিল্লির বাড়ি থেকে তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা (ED Arrests BSF Commandant Satish Kumar in Cattle Smuggling Case) ৷ গরুপাচারে প্রায় 12 কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷ সেই নিয়ে তদন্ত করতেই তাঁকে গ্রেফতার করেছে ইডি ৷

ed arrests bsf commandant satish kumar in cattle smuggling case
গরুপাচার কাণ্ডে এবার ইডি’র হেফাজতে বিসিএফ কম্যান্ডান্ট সতীশ কুমার
author img

By

Published : Apr 23, 2022, 6:14 PM IST

Updated : Apr 25, 2022, 12:28 PM IST

কলকাতা, 23 এপ্রিল : গরুপাচার কাণ্ডে এবার বিএসএফ কম্যান্ডান্ট সতীশ কুমারকে হেফাজতে নিল ইডি (ED Takes Custody of BSF Commandant Satish Kumar) ৷ সিবিআই তাঁকে গ্রেফতারের পর গরুপাচার কাণ্ডে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছিলেন বিএসএফ-এর এই আধিকারিক ৷ এবার ফের একবার গ্রেফতার হতে হল তাঁকে ৷ তবে, এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা তাঁকে গ্রেফতার করেছে ৷

2015-2017 সালের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত হিসেবে ছিলেন সতীশ কুমার ৷ ইডির তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, এনামুল হকের সঙ্গে যোগাযোগের সূত্রে বেশ কয়েক কোটি টাকা বিএসএফ-এর কম্যান্ডান্ট সতীশ কুমারের অ্যাকাউন্টে এসেছিল ৷ ইডি জানতে চায়, সেই টাকা কাদের কাদের থেকে তিনি নিয়েছিলেন ? এবং আর কোন কোন প্রভাবশালী এই গরুপাচার চক্রে যুক্ত রয়েছে ? পাশাপাশি, সতীশ কুমারের সম্পত্তি এবং তাঁর শ্বশুরবাড়ির সম্পত্তির হিসাব খতিয়ে দেখতে এ বার তাঁকে হেফাজতে নিল ইডি ৷

এর আগে বিএসএফ কম্যান্ডান্ট সতীশ কুমারকে গ্রেফতার করেছিল সিবিআই ৷ দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তিনি শর্তসাপেক্ষে জামিনে মুক্ত হওয়ার পর দিল্লির ফ্ল্যাটে ছিলেন ৷ সেখান থেকেই ফের ইডি’র গোয়েন্দারা তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছে (ED Arrests BSF Commandant Satish Kumar in Cattle Smuggling Case) ৷ গরুপাচারে মদত করতে তাঁর বিরুদ্ধে 12 কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে ৷

আরও পড়ুন : Cattle Smuggling Case : গরুপাচার কাণ্ডে বিকাশ মিশ্রের জেল হেফাজত

রাজ্যে গরুপাচার চক্রের মূল পান্ডা এনামুল হককে গ্রেফতারের পর, বিএসএফের বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকের নাম জানতে পারেন গোয়েন্দারা ৷ তাঁদের মধ্যে থেকেই গত বছর সিবিআই সতীশ কুমারকে গ্রেফতার করে ৷ তবে, তাঁর বিপুল পরিমাণ সম্পত্তি এবং আয়-ব্যয়ের হিসাব দেখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ করে সিবিআই ৷ আর সিবিআই এর হেফাজত থেকে জামিনে মুক্ত হওয়ার পর দিল্লি থেকে ফের একবার গ্রেফতার হলেন সতীশ কুমার ৷

কলকাতা, 23 এপ্রিল : গরুপাচার কাণ্ডে এবার বিএসএফ কম্যান্ডান্ট সতীশ কুমারকে হেফাজতে নিল ইডি (ED Takes Custody of BSF Commandant Satish Kumar) ৷ সিবিআই তাঁকে গ্রেফতারের পর গরুপাচার কাণ্ডে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছিলেন বিএসএফ-এর এই আধিকারিক ৷ এবার ফের একবার গ্রেফতার হতে হল তাঁকে ৷ তবে, এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা তাঁকে গ্রেফতার করেছে ৷

2015-2017 সালের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত হিসেবে ছিলেন সতীশ কুমার ৷ ইডির তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, এনামুল হকের সঙ্গে যোগাযোগের সূত্রে বেশ কয়েক কোটি টাকা বিএসএফ-এর কম্যান্ডান্ট সতীশ কুমারের অ্যাকাউন্টে এসেছিল ৷ ইডি জানতে চায়, সেই টাকা কাদের কাদের থেকে তিনি নিয়েছিলেন ? এবং আর কোন কোন প্রভাবশালী এই গরুপাচার চক্রে যুক্ত রয়েছে ? পাশাপাশি, সতীশ কুমারের সম্পত্তি এবং তাঁর শ্বশুরবাড়ির সম্পত্তির হিসাব খতিয়ে দেখতে এ বার তাঁকে হেফাজতে নিল ইডি ৷

এর আগে বিএসএফ কম্যান্ডান্ট সতীশ কুমারকে গ্রেফতার করেছিল সিবিআই ৷ দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তিনি শর্তসাপেক্ষে জামিনে মুক্ত হওয়ার পর দিল্লির ফ্ল্যাটে ছিলেন ৷ সেখান থেকেই ফের ইডি’র গোয়েন্দারা তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছে (ED Arrests BSF Commandant Satish Kumar in Cattle Smuggling Case) ৷ গরুপাচারে মদত করতে তাঁর বিরুদ্ধে 12 কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে ৷

আরও পড়ুন : Cattle Smuggling Case : গরুপাচার কাণ্ডে বিকাশ মিশ্রের জেল হেফাজত

রাজ্যে গরুপাচার চক্রের মূল পান্ডা এনামুল হককে গ্রেফতারের পর, বিএসএফের বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকের নাম জানতে পারেন গোয়েন্দারা ৷ তাঁদের মধ্যে থেকেই গত বছর সিবিআই সতীশ কুমারকে গ্রেফতার করে ৷ তবে, তাঁর বিপুল পরিমাণ সম্পত্তি এবং আয়-ব্যয়ের হিসাব দেখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ করে সিবিআই ৷ আর সিবিআই এর হেফাজত থেকে জামিনে মুক্ত হওয়ার পর দিল্লি থেকে ফের একবার গ্রেফতার হলেন সতীশ কুমার ৷

Last Updated : Apr 25, 2022, 12:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.