ETV Bharat / city

পশ্চিমবঙ্গে এখনও সাফল্য পায়নি নির্বাচন কমিশন : জয়প্রকাশ

"সাধারণ মানুষের ভোটকে অবাধ ও স্বাধীন করানো নির্বাচন কমিশনের দায়িত্ব । তাদের ম্যানুয়াল আছে । তাঁরা অন্য অন্য রাজ্যে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছে ।" জয়প্রকাশ মজুমদার

জয়প্রকাশ
author img

By

Published : Apr 29, 2019, 7:54 PM IST

কলকাতা, 29 এপ্রিল : চতুর্থ দফা ভোট শেষে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল BJP । রাজ্য BJP-র পক্ষ থেকে জয়প্রকাশ মজুমদার আজ এই অভিযোগ জানান । নির্বাচন কমিশনের দপ্তর থেকে বেরিয়ে তিনি বলেন, "এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে সাফল্য পায়নি । সেইজন্য আমরা বলছি আরও প্রচেষ্টা নিন । ভাবুন কীভাবে এগুলো আটকানো যায় ।"

সকাল থেকেই বীরভূমসহ বহরমপুরের একাধিক এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগ ওঠে । এবিষয়ে জয়প্রকাশ বলেন, "সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা নির্বাচন কমিশনের দায়িত্ব । তারা অন্য রাজ্যে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছে । কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে সাফল্য পায়নি । সেইজন্য আমরা বলছি আরও প্রচেষ্টা নিন । ভাবুন কীভাবে এগুলো আটকানো যায় ।"

দেখুন কী বললেন জয়প্রকাশ

তিনি আরও বলেন, "আমাদের কথা হচ্ছে, সব জায়গায় চেষ্টা করেছে কেন্দ্রীয় বাহিনী । তারওমধ্যে যেগুলো বিশেষ জায়গা, যে জায়গাগুলো বিশেষভাবে আক্রান্ত সেগুলোর কথা আমরা এখন বলেছি । কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে রিপোর্ট আসবে । নির্বাচন কমিশনের শীর্ষকর্তাদের সাথে আমরা একটা রিভিউ মিটিঙের আবেদন করেছি এখানে ।"

কলকাতা, 29 এপ্রিল : চতুর্থ দফা ভোট শেষে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল BJP । রাজ্য BJP-র পক্ষ থেকে জয়প্রকাশ মজুমদার আজ এই অভিযোগ জানান । নির্বাচন কমিশনের দপ্তর থেকে বেরিয়ে তিনি বলেন, "এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে সাফল্য পায়নি । সেইজন্য আমরা বলছি আরও প্রচেষ্টা নিন । ভাবুন কীভাবে এগুলো আটকানো যায় ।"

সকাল থেকেই বীরভূমসহ বহরমপুরের একাধিক এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগ ওঠে । এবিষয়ে জয়প্রকাশ বলেন, "সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা নির্বাচন কমিশনের দায়িত্ব । তারা অন্য রাজ্যে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছে । কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে সাফল্য পায়নি । সেইজন্য আমরা বলছি আরও প্রচেষ্টা নিন । ভাবুন কীভাবে এগুলো আটকানো যায় ।"

দেখুন কী বললেন জয়প্রকাশ

তিনি আরও বলেন, "আমাদের কথা হচ্ছে, সব জায়গায় চেষ্টা করেছে কেন্দ্রীয় বাহিনী । তারওমধ্যে যেগুলো বিশেষ জায়গা, যে জায়গাগুলো বিশেষভাবে আক্রান্ত সেগুলোর কথা আমরা এখন বলেছি । কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে রিপোর্ট আসবে । নির্বাচন কমিশনের শীর্ষকর্তাদের সাথে আমরা একটা রিভিউ মিটিঙের আবেদন করেছি এখানে ।"

Intro:সৌমেন ব্যানার্জ্জী,দুর্গাপুরঃ আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুর্গাপুর ফরিদপুর ব্লক এর এক নতুন ডাঙ্গা উচ্চ বিদ্যালয় 137 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্ট শুভ দাসের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি ভোটারদের কে প্রভাবিত করছেন ভোট কেন্দ্রে কোথায় ভোট দিতে হবে তা দেখে দেখছেন এমন ছবি প্রকাশ্যে আসার পর হইচই পড়ে গোটা এলাকায় নতুন ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে এসে দেখা যায় 137 নম্বর বুথে সুভদ্র দাস ভোটারদের কে কোন স্টেশনের ভেতরে ইভিএম যন্ত্রের কাছে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছেন কত নম্বর বোতাম থাকে টিপতে হবে কিন্তু সুবোধ দাস কে এই বিষয়ে সরাসরি জিজ্ঞাসা করলে তিনি বলেন পুরোটাই পরিকল্পিত চক্রান্ত বিরোধীদের এখানে বিরোধীদের ও পোলিং এজেন্ট রয়েছে সুতরাং তারা তাহলে বুঝেই বাধা দিতে পারতেন আসলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ তৃণমূল কংগ্রেস কে কলঙ্কিত করতে চাইছে শুভ দাস এর পাশাপাশি এই বিষয়ে নিজের মত ব্যক্ত করেন দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিৎ মুখোপাধ্যায় তিনি বলেন এটি পুরনো একটি ছবি হবে এখনকার কোন ঘটনা নয় বিরোধীরা এসব চক্রান্ত করছে কারণ তাদের পায়ের তলার মাটি সরে গেছে বিরোধীরা বুঝে গেছেন যে তাদের পরাজয় নিশ্চিত আর এটা জেনেই এখন এই ধরনের অভিযোগ করছেBody:কপিConclusion:কপি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.