কলকাতা, 4 ফেব্রুয়ারি : অবশেষে মিলল ইস্ট ওয়েস্ট মেট্রো চালু করার ছাড়পত্র ৷ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে চালু হতে চলেছে প্রথম পর্যায়ের ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা ৷ চলতি মাসের 13 তারিখে উদ্বোধনের দিন চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে মেট্রো রেল কতৃপক্ষ ।
সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত ছুটবে ইস্ট ওয়েস্ট মেট্রো রেল । কেন্দ্র ও রাজ্য দীর্ঘ চাপানউতোরের পর অবশেষে চালু হচ্ছে এই মেট্রো ৷ কলকাতা মেট্রোর তরফে প্রধান জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, "কলকাতা মেট্রো রেলের তরফে দফায় দফায় ট্রায়াল রান করা হয়েছে । আগামী 13 ফেব্রুয়ারি 6টি স্টেশনের মধ্যে বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে ইস্ট ওয়েস্ট মেট্রো ।"
কলকাতা মেট্রোর এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, "যেসব ইন্সপেকশনগুলি বাকি ছিল সেগুলিও সম্পূর্ণ হয়েছে । লাগাতার ট্রায়াল রান করার ফলে যেসব ত্রুটিগুলি একে একে সামনে এসেছে সেগুলিকে কাটিয়ে ওঠা গেছে । প্রতিদিন 2 ঘণ্টা করে চলেছে ট্রায়াল রান ।"
আরও পড়ুন : দমদম-বারাসত মেট্রো প্রকল্প চালু করার দাবি
সব দিক খতিয়ে দেখে সাধারণ মানুষের জন্য ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা শুরু করার ছাড়পত্র দিল কমিশনার অফ রেলওয়ে সেফটি । 29 ফেব্রুয়ারি কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্রের সময়সীমা শেষ হতে চলেছে ।
ইতিমধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রথম পর্যায়ের ভাড়াও চূড়ান্ত করা হয়েছে । সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম মোট পাঁচ কিলোমিটার ।
- 5 কিলোমিটার পর্যন্ত 10 টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে ।
- 10 কিলোমিটার পর্যন্ত ভাড়া হচ্ছে 20 টাকা ৷
- 15 কিলোমিটার পর্যন্ত যাত্রার ভাড়া হচ্ছে 30 টাকা ।
পাশাপাশি সম্পূর্ণ যাত্রাপথ চালু হলে ভাড়া সংস্কার করা হবে বলেও জানানো হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর তরফে । জানা গেছে রেলমন্ত্রী পীযুষ গোয়েল ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় 13 ফেব্রুয়ারির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন ৷