কলকাতা, 12 মার্চ : আগামী 15 থেকে 17 মার্চ বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা (East West Metro Service)। শনিবার এমনটাই জানিয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ ।
ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের পরবর্তী স্টেশন শিয়ালদ থেকে দ্রুত পরিষেবা শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে ৷ শুক্রবারই জানা গিয়েছিল, এই মাসেই শিয়ালদা মেট্রো স্টেশন পরিদর্শনে আসতে চলেছে কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস)। যাত্রী সুরক্ষার বিভিন্ন দিক খতিয়ে দেখা হবে ৷ যাত্রী স্বাচ্ছন্দের বিভিন্ন বিষয়, অগ্নি নির্বাপণ ব্যবস্থা, ইলেকট্রিকাল ও সিগন্যালিং ব্যবস্থার বিষয়গুলি এবং এখনও পর্যন্ত যা যা পরীক্ষা হয়েছে, সেই সমস্ত রিপোর্টও খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন : দ্রুত চালু হতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশন
মনে করে হচ্ছে, এই পরিদর্শনের জন্যই এই তিন দিন বন্ধ রাখা হবে পরিষেবা । এই বিষয়ে কলকাতা মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ বলেন, "এই তিনদিন পরিষেবা বন্ধ থাকার কারণে হয়তো সাময়িকভাবে যাত্রীদের কিছুটা সমস্যায় পড়তে হবে ৷ তবে, আগামিদিনে যখন শিয়ালদা স্টেশন খুলে যাবে, তখন শহরবাসী বৃহত্তর পরিষেবা পাবেন ৷ লক্ষ লক্ষ যাত্রী এর ফলে উপকৃত হবেন ৷"