ETV Bharat / city

21-র মধ্যেই শেষ হবে ইস্ট-ওয়েস্টের কাজ, আশ্বাস পীযূষের

2021 সালের ডিসেম্বরের মধ্যে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে । কাজ ঠিকঠাক এগোলে 2021 সালের শেষের দিকে দেশের প্রথম মেট্রোরেল দৌড়াবে হুগলি নদীর তলা দিয়ে । 2035 সালের মধ্যে প্রায় 10 লাখেরও বেশি মানুষ ইস্ট-ওয়েস্ট মেট্রো ব্যবহার করবেন। জানালেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল ।

East West Metro Corridor
ইস্ট ওয়েস্ট মেট্রো
author img

By

Published : Oct 4, 2020, 6:03 PM IST

Updated : Oct 4, 2020, 7:06 PM IST

কলকাতা, 4 অক্টোবর : কাজ ঠিকঠাক এগোলে আগামী বছরের মধ্যেই ইস্ট-ওয়েস্ট মেট্রো রেল দৌড়াবে হুগলি নদীর তলা দিয়ে । ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম ভূগর্ভস্থ স্টেশন- ফুলবাগানের উদ্বোধনে এই কথা জানান রেলমন্ত্রী পীযূষ গোয়েল ।

আজ উদ্বোধন হল ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের প্রথম মাটির তলার স্টেশন - ফুলবাগান । তবে কোরোনা পরিস্থিতিতে অনলাইনের মাধ্যমেই স্টেশনটির উদ্বোধন করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল ও রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয় । দীর্ঘ 25 বছর পর আবার মাটির তলায় মেট্রো স্টেশন পেল কলকাতা । আগামীকাল বাণিজ্যিকভাবে চালু হবে স্টেশনটি । মন্ত্রী পীযূষ গোয়েল প্রকল্পটির ফ্ল্যাগ অফ করার সঙ্গে সঙ্গেই ফুলবাগান স্টেশন থেকে উদ্বোধনী রেকটি রওনা হয় ।

রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেন যে, "2021 সালের ডিসেম্বরের মধ্যে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে । কাজ ঠিকঠাক এগোলে 2021 সালের শেষের দিকে দেশের প্রথম মেট্রোরেল দৌড়াবে হুগলি নদীর তলা দিয়ে । 2035 সালের মধ্যে প্রায় 10 লাখেরও বেশি মানুষ ইস্ট-ওয়েস্ট মেট্রো ব্যবহার করবেন। এরফলে ব্যাপকভাবে উপকৃত হবেন শহরবাসী । এই প্রকল্পটির কাজ মোটেই সহজ ছিল না । তবে যাঁরা যাঁরা এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন ।"

আরও পড়ুন : আজ ফুলবাগান ভূ-গর্ভস্থ মেট্রো স্টেশনের উদ্বোধন

তিনি আরও বলেন, 2015 সালেও বিভিন্ন জটিলতার কারণে কাজ বিলম্বিত হয় । তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এরপর কাজটি দ্রুত সম্পন্ন হতে থাকে ।

ভার্চুয়ালি ফ্ল্যাগ অফ করলেন রেলমন্ত্রী
মেট্রোর জেনেরাল ম্যানেজার মনোজ জোশি তথা কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মানস সরকার ও অন্য আধিকারিকরা মেট্রো ভবন থেকেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন । সঙ্গে ছিলেন জাপান দূতাবাসের কনসুলার জেনেরালও ।পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, "বিভিন্ন রাজনৈতিক জটিলতার কারণে এই প্রকল্পটি বহু বছর আটকেছিল । আজ আমি তথাগত রায়কেও ধন্যবাদ জানাতে চাই । 2015 সালে তিনি যখন কলকাতা মেট্রোর চিফ ইঞ্জিনিয়র ছিলেন, তখন তিনি আমাকে প্রথম এই বিষয়টি বলেন । তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভু ও তারপর পীযূষবাবু এই প্রকল্পটিকে বাস্তবায়িত করতে সবরকম সহায়তা করেছেন ।"

কলকাতা, 4 অক্টোবর : কাজ ঠিকঠাক এগোলে আগামী বছরের মধ্যেই ইস্ট-ওয়েস্ট মেট্রো রেল দৌড়াবে হুগলি নদীর তলা দিয়ে । ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম ভূগর্ভস্থ স্টেশন- ফুলবাগানের উদ্বোধনে এই কথা জানান রেলমন্ত্রী পীযূষ গোয়েল ।

আজ উদ্বোধন হল ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের প্রথম মাটির তলার স্টেশন - ফুলবাগান । তবে কোরোনা পরিস্থিতিতে অনলাইনের মাধ্যমেই স্টেশনটির উদ্বোধন করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল ও রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয় । দীর্ঘ 25 বছর পর আবার মাটির তলায় মেট্রো স্টেশন পেল কলকাতা । আগামীকাল বাণিজ্যিকভাবে চালু হবে স্টেশনটি । মন্ত্রী পীযূষ গোয়েল প্রকল্পটির ফ্ল্যাগ অফ করার সঙ্গে সঙ্গেই ফুলবাগান স্টেশন থেকে উদ্বোধনী রেকটি রওনা হয় ।

রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেন যে, "2021 সালের ডিসেম্বরের মধ্যে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে । কাজ ঠিকঠাক এগোলে 2021 সালের শেষের দিকে দেশের প্রথম মেট্রোরেল দৌড়াবে হুগলি নদীর তলা দিয়ে । 2035 সালের মধ্যে প্রায় 10 লাখেরও বেশি মানুষ ইস্ট-ওয়েস্ট মেট্রো ব্যবহার করবেন। এরফলে ব্যাপকভাবে উপকৃত হবেন শহরবাসী । এই প্রকল্পটির কাজ মোটেই সহজ ছিল না । তবে যাঁরা যাঁরা এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন ।"

আরও পড়ুন : আজ ফুলবাগান ভূ-গর্ভস্থ মেট্রো স্টেশনের উদ্বোধন

তিনি আরও বলেন, 2015 সালেও বিভিন্ন জটিলতার কারণে কাজ বিলম্বিত হয় । তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এরপর কাজটি দ্রুত সম্পন্ন হতে থাকে ।

ভার্চুয়ালি ফ্ল্যাগ অফ করলেন রেলমন্ত্রী
মেট্রোর জেনেরাল ম্যানেজার মনোজ জোশি তথা কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মানস সরকার ও অন্য আধিকারিকরা মেট্রো ভবন থেকেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন । সঙ্গে ছিলেন জাপান দূতাবাসের কনসুলার জেনেরালও ।পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, "বিভিন্ন রাজনৈতিক জটিলতার কারণে এই প্রকল্পটি বহু বছর আটকেছিল । আজ আমি তথাগত রায়কেও ধন্যবাদ জানাতে চাই । 2015 সালে তিনি যখন কলকাতা মেট্রোর চিফ ইঞ্জিনিয়র ছিলেন, তখন তিনি আমাকে প্রথম এই বিষয়টি বলেন । তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভু ও তারপর পীযূষবাবু এই প্রকল্পটিকে বাস্তবায়িত করতে সবরকম সহায়তা করেছেন ।"
Last Updated : Oct 4, 2020, 7:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.