ETV Bharat / city

DYFI on Anish Case: আনিশ খানের মৃত্যুর সিবিআই তদন্ত চেয়ে রাজ্য জুড়ে সই সংগ্রহ ডিওয়াইএফআইয়ের - আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত

আনিশ খানের মৃত্যুতে আদালতের নজরাদারিতে সিবিআই তদন্ত চেয়ে রাজ্য জুড়ে সই সংগ্রহ অভিযানে নামল ডিওয়াইএফআই ( DYFI demands CBI probe)। অন্যদিকে, এই ঘটনায় উলুবেড়িয়া আদালতে জমা দেওয়া চার্জশিটে সিটের দাবি, আনিশকে খুন করা হয়নি। পড়ে গিয়েই মৃত্যু হয়েছে তাঁর।

Anish Khan death case
Anish Khan death case
author img

By

Published : Jul 12, 2022, 7:15 PM IST

কলকাতা, 12 জুলাই: হাওড়ার ছাত্রনেতা আনিশ খানের মৃত্যতে আদালতের নজরদারিতে সিবিআই তদন্তর দাবি নিয়ে পথে নামল ডিওয়াইএফআই (DYFI demands court monitored CBI probe on Anish Khan death)। রাজ্য জুড়ে সই সংগ্রহ অভিযান শুরু করেছে তাঁরা। বামেদের এই যুব সংগঠনের অভিযোগ, বিনা কারণে গভীর রাতে পুলিশ আনিশের বাড়িতে গিয়েছিল। এরপরই মৃত্যু হয় তাঁর। আরও দাবি এই ঘটনায় অন্যতম দোষী স্থানীয় থানার ওসি এবং জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে কোনও কড়া ব্যবস্থা নেওয়া হয়নি। বোঝাই যাচ্ছে রাজ্যের তৃণমূল সরকার পুলিশ দিয়ে আনিশ খানকে খুন করিয়েছে।

মঙ্গলবার ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায় বলেন, 'আনিশ খান মৃত্যুর তদন্তে প্রথম থেকেই রাজ্য পুলিশের উপরে কোনও রকম ভরসা ছিল না আমাদের। আনিশের বাবাও পুলিশি তদন্তে আপত্তি জানিয়েছিলেন। কারণ যে পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ তারা ঘটনার তদন্ত করবে কী করে ?'

আরও পড়ুন: সিবিআই নয়, আনিশ খানের মৃত্যুর তদন্তে সিটেই আস্থা হাইকোর্টের

তিনি আরও বলেন, 'ইতিমধ্যে উলুবেড়িয়া আদালতে সিট নিজেদের তদন্ত রিপোর্ট জমা দিয়েছে ৷ আমাদের আশঙ্কাকে সত্যি করে সিট তার রিপোর্টে জানিয়েছে আনিস খুনই হয়নি ! এর বিরুদ্ধেই অনিশ খানের পরিবারের পাশে দাঁড়িয়ে ন্যায় বিচারের দাবিতে আমরা রাজ্য জুড়ে সংগ্রহ অভিযান শুরু করেছি। আগামিদিনে কলকাতায় বিশাল জমায়েতও হবে। আমাদের একটাই দাবি আদালতের নজরদারিতে আনিশ খান মৃত্যু মামলার সিবিআই তদন্ত হোক।"

এদিকে, সোমবার এই ছাত্রনেতার মৃত্যু মামলায় গঠিত রাজ্য পুলিশের সিট উলুবেরিয়া আদালতে চার্জশিট পেশ করেছে। তাতে অনিশ খুনের কোনও ইঙ্গিত নেই। বরং বলা হয়েছে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে তাঁর। আমতা থানার তৎকালীন ওসি-র নামও চার্জশিটে রয়েছে। এখানেই ডিওয়াইএফআইয়ের প্রশ্ন, কেন অত রাতে পুলিশ আনিশ খানের বাড়িতে গিয়েছিল ? পুলিশের উপস্থিতিতেই তিনি পড়ে গেলেন অথচ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হল না কেন ? কেন আমতা থানার ওসি ও হাওড়া গ্রামীণ এর পুলিশ সুপারের বিরুদ্ধে জামিনযোগ্য ধারা অভিযোগ দায়ের হল ?

কলকাতা, 12 জুলাই: হাওড়ার ছাত্রনেতা আনিশ খানের মৃত্যতে আদালতের নজরদারিতে সিবিআই তদন্তর দাবি নিয়ে পথে নামল ডিওয়াইএফআই (DYFI demands court monitored CBI probe on Anish Khan death)। রাজ্য জুড়ে সই সংগ্রহ অভিযান শুরু করেছে তাঁরা। বামেদের এই যুব সংগঠনের অভিযোগ, বিনা কারণে গভীর রাতে পুলিশ আনিশের বাড়িতে গিয়েছিল। এরপরই মৃত্যু হয় তাঁর। আরও দাবি এই ঘটনায় অন্যতম দোষী স্থানীয় থানার ওসি এবং জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে কোনও কড়া ব্যবস্থা নেওয়া হয়নি। বোঝাই যাচ্ছে রাজ্যের তৃণমূল সরকার পুলিশ দিয়ে আনিশ খানকে খুন করিয়েছে।

মঙ্গলবার ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায় বলেন, 'আনিশ খান মৃত্যুর তদন্তে প্রথম থেকেই রাজ্য পুলিশের উপরে কোনও রকম ভরসা ছিল না আমাদের। আনিশের বাবাও পুলিশি তদন্তে আপত্তি জানিয়েছিলেন। কারণ যে পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ তারা ঘটনার তদন্ত করবে কী করে ?'

আরও পড়ুন: সিবিআই নয়, আনিশ খানের মৃত্যুর তদন্তে সিটেই আস্থা হাইকোর্টের

তিনি আরও বলেন, 'ইতিমধ্যে উলুবেড়িয়া আদালতে সিট নিজেদের তদন্ত রিপোর্ট জমা দিয়েছে ৷ আমাদের আশঙ্কাকে সত্যি করে সিট তার রিপোর্টে জানিয়েছে আনিস খুনই হয়নি ! এর বিরুদ্ধেই অনিশ খানের পরিবারের পাশে দাঁড়িয়ে ন্যায় বিচারের দাবিতে আমরা রাজ্য জুড়ে সংগ্রহ অভিযান শুরু করেছি। আগামিদিনে কলকাতায় বিশাল জমায়েতও হবে। আমাদের একটাই দাবি আদালতের নজরদারিতে আনিশ খান মৃত্যু মামলার সিবিআই তদন্ত হোক।"

এদিকে, সোমবার এই ছাত্রনেতার মৃত্যু মামলায় গঠিত রাজ্য পুলিশের সিট উলুবেরিয়া আদালতে চার্জশিট পেশ করেছে। তাতে অনিশ খুনের কোনও ইঙ্গিত নেই। বরং বলা হয়েছে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে তাঁর। আমতা থানার তৎকালীন ওসি-র নামও চার্জশিটে রয়েছে। এখানেই ডিওয়াইএফআইয়ের প্রশ্ন, কেন অত রাতে পুলিশ আনিশ খানের বাড়িতে গিয়েছিল ? পুলিশের উপস্থিতিতেই তিনি পড়ে গেলেন অথচ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হল না কেন ? কেন আমতা থানার ওসি ও হাওড়া গ্রামীণ এর পুলিশ সুপারের বিরুদ্ধে জামিনযোগ্য ধারা অভিযোগ দায়ের হল ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.