ETV Bharat / city

কলকাতা পৌরভোট : একনজরে 2 নম্বর বোরো-র হাল হকিকত

দু’নম্বর বোরো-র 10 নম্বর ওয়ার্ড CPI(M)-এর দখলে ৷ কাউন্সিলর করুণা সেনগুপ্ত থেকে বোরো চেয়ারম্যান দাবি করেছেন, সার্বিক উন্নয়ন হয়েছে পাঁচ বছরে ৷ সাধারণ মানুষের মতে, রাস্তাঘাট তৈরির করতে গিয়ে তাঁদের অসুবিধা হলেও বাকি সব ক্ষেত্রেই আগের তুলনায় উন্নয়ন হয়েছে ৷

west bengal municipal election 2020, kolkata
দু’নম্বর বোরোর একটি ওয়ার্ড
author img

By

Published : Mar 9, 2020, 10:21 PM IST

Updated : Mar 13, 2020, 2:58 PM IST

কলকাতা, 9 মার্চ : দরজায় কড়া নাড়ছে পৌরভোট ৷ শিগগিরই হতে চলেছে কলকাতাসহ রাজ্যের সব পৌরনিগম ও পৌরসভায় নির্বাচন ৷ তার আগে কলকাতা পৌরনিগমের দু’নম্বর বোরো-র অধীন বিভিন্ন ওয়ার্ডের হাল হকিকত জানার চেষ্টা করল ETV ভারত ৷

কলকাতা পৌরনিগমের দু’নম্বর বোরোর অধীনে রয়েছে- 10, 11, 12, 15, 16, 17, 18, 19 ও 20 নম্বর ওয়ার্ড ৷ বোরো চেয়ারম্যান সাধন সাহা ৷ 10 নম্বর ওয়ার্ডটি এখনও CPI(M)-এর দখলে ৷ মানিকতলা ও হাতিবাগানের কিছু অংশ, হেদুয়া, নিমতলা, শ্যামপুকুর, বিধান সরণির কিছু অংশ 10 নম্বর ওয়ার্ডের মধ্যে রয়েছে ৷ কাউন্সিলর করুণা সেনগুপ্ত ৷ বাঙালি ও অবাঙালি পরিবারের বসবাস রয়েছে এই ওয়ার্ডে ৷ পৌরভোটের আগে ওয়ার্ডের পরিস্থিতি নিয়ে স্থানীয়রা জানালেন, আগের তুলনায় পরিচ্ছন্নতার দিকে বেশি নজর দেওয়া হয় ৷ কয়েকটি পার্ক তৈরি করা হয়েছে ৷ রাস্তা কিছু ক্ষেত্রে বেহাল রয়েছে ৷ অনেকের অভিযোগ, সারা বছর এলাকায় কাউন্সিলরের দেখা পাওয়া যায় না ৷

west bengal municipal election 2020, kolkata
নিয়মিত চিকিৎসা হয় স্বাস্থ্যকেন্দ্রে

BJP-র শ্যামপুকুর মণ্ডল নর্থ-এর সভাপতি ঈশ্বর দয়াল সাউ অভিযোগ করেন, দু’নম্বর বোরোয় বিভিন্ন সমস্যা রয়েছে ৷ শোভন চট্টোপাধ্যায় মেয়র থাকাকালীন তবু কিছু কাজ হয়েছে ৷ কিন্তু বর্তমান মেয়রের সময়ে কোনও কাজই হচ্ছে না ৷ ডেঙ্গির কারণে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ অন্য কিছু দেখানো হয়েছে ৷ রাস্তার হাল বেহাল ৷ অবৈধ নির্মাণ রমরমিয়ে চলছে ৷ কোনও কাজ কাটমানি ছাড়া হচ্ছে না ৷ সামনে পৌরভোট ৷ তাই কেন্দ্রের বরাদ্দ টাকায় কাজ করা হচ্ছে তড়িঘড়ি ৷ মানুষের চোখে ধুলো দিতে এসব করা হচ্ছে ৷

west bengal municipal election 2020, kolkata
সৌন্দর্যায়নের কাজ হয়েছে এলাকায়

দু’নম্বর বোরো-র চেয়ারম্যান তৃণমূলের সাধন সাহা বলেন, ‘‘পাঁচ বছরে বোরো-র সার্বিক উন্নয়ন হয়েছে ৷ প্রথমবার আমরা বোর্ড দখল করলেও 18, 20 ও 10 নম্বর ওয়ার্ড বামেদের দখলে ছিল । দ্বিতীয়বার তৃণমূল বোর্ড গঠন করলে 18 ও 20 নম্বর ওয়ার্ড আমাদের দখলে চলে আসে । এই এলাকাগুলির সার্বিক উন্নয়ন হয়েছে । সবক'টি রাস্তায় স্ট্রিট লাইট লাগানো হয়েছে । আগের তুলনায় এখন এলাকা অনেক বেশি পরিষ্কার করা হয় । বস্তিগুলির উন্নয়ন হয়েছে । আগামী দিনে বস্তিগুলFতে 24 ঘণ্টা পানীয় জলের ব্যবস্থা কার হবে ৷’’

west bengal municipal election 2020, kolkata
রাস্তা সারাই হয়েছে

তিনি আরও বলেন, ‘‘সবকটি ওয়ার্ডে পানীয় জলের ব্যবস্থা রয়েছে । পৌর স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নিয়মিত চিকিৎসা হয় । বিনামূল্যে ওষুধ দেওয়া হয় ৷ চক্ষু পরীক্ষা থেকে সব রকম পরীক্ষার জন্য ল্যাবরেটরি রয়েছে পৌর স্বাস্থ্যকেন্দ্রগুলিতে । এলাকায় পার্কগুলিকে সাজিয়ে তোলা হয়েছে । কলকাতা পৌরনিগমের স্কুল রয়েছে । আগামী দিনে সেই স্কুলে বাংলা হিন্দির সঙ্গে ইংরেজির পঠন-পাঠন চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে । পৌরভোট বলে নয়, আগে থেকেই এই স্কুলের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল ৷’’

দু’নম্বর বোরোর উন্নয়ন নিয়ে কী বললেন শাসক-বিরোধী দল থেকে স্থানীয় বাসিন্দারা

এই বোরো-র একমাত্র বিরোধী নেত্রী 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর CPI(M)-এর করুণা সেনগুপ্ত জানান, সব ওয়ার্ডে জনসংখ্যা অধিক হওয়ায় পরিচ্ছন্নতা বজায় রাখার সমস্যা রয়েছে । 100 দিনের কর্মী আরও নিয়োগ করলে এলাকা বেশি করে পরিষ্কার রাখা যাবে । এছাড়া এই বোরোয় সবদিক থেকেই উন্নয়ন হয়েছে বলে দাবি করেন তিনি ।

এদিকে ভোটের আগে বিরোধীরা বেহাল রাস্তা ও অবৈধ নির্মাণকে হাতিয়ার করতে ময়দানে নামতে চাইছে ৷

কলকাতা, 9 মার্চ : দরজায় কড়া নাড়ছে পৌরভোট ৷ শিগগিরই হতে চলেছে কলকাতাসহ রাজ্যের সব পৌরনিগম ও পৌরসভায় নির্বাচন ৷ তার আগে কলকাতা পৌরনিগমের দু’নম্বর বোরো-র অধীন বিভিন্ন ওয়ার্ডের হাল হকিকত জানার চেষ্টা করল ETV ভারত ৷

কলকাতা পৌরনিগমের দু’নম্বর বোরোর অধীনে রয়েছে- 10, 11, 12, 15, 16, 17, 18, 19 ও 20 নম্বর ওয়ার্ড ৷ বোরো চেয়ারম্যান সাধন সাহা ৷ 10 নম্বর ওয়ার্ডটি এখনও CPI(M)-এর দখলে ৷ মানিকতলা ও হাতিবাগানের কিছু অংশ, হেদুয়া, নিমতলা, শ্যামপুকুর, বিধান সরণির কিছু অংশ 10 নম্বর ওয়ার্ডের মধ্যে রয়েছে ৷ কাউন্সিলর করুণা সেনগুপ্ত ৷ বাঙালি ও অবাঙালি পরিবারের বসবাস রয়েছে এই ওয়ার্ডে ৷ পৌরভোটের আগে ওয়ার্ডের পরিস্থিতি নিয়ে স্থানীয়রা জানালেন, আগের তুলনায় পরিচ্ছন্নতার দিকে বেশি নজর দেওয়া হয় ৷ কয়েকটি পার্ক তৈরি করা হয়েছে ৷ রাস্তা কিছু ক্ষেত্রে বেহাল রয়েছে ৷ অনেকের অভিযোগ, সারা বছর এলাকায় কাউন্সিলরের দেখা পাওয়া যায় না ৷

west bengal municipal election 2020, kolkata
নিয়মিত চিকিৎসা হয় স্বাস্থ্যকেন্দ্রে

BJP-র শ্যামপুকুর মণ্ডল নর্থ-এর সভাপতি ঈশ্বর দয়াল সাউ অভিযোগ করেন, দু’নম্বর বোরোয় বিভিন্ন সমস্যা রয়েছে ৷ শোভন চট্টোপাধ্যায় মেয়র থাকাকালীন তবু কিছু কাজ হয়েছে ৷ কিন্তু বর্তমান মেয়রের সময়ে কোনও কাজই হচ্ছে না ৷ ডেঙ্গির কারণে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ অন্য কিছু দেখানো হয়েছে ৷ রাস্তার হাল বেহাল ৷ অবৈধ নির্মাণ রমরমিয়ে চলছে ৷ কোনও কাজ কাটমানি ছাড়া হচ্ছে না ৷ সামনে পৌরভোট ৷ তাই কেন্দ্রের বরাদ্দ টাকায় কাজ করা হচ্ছে তড়িঘড়ি ৷ মানুষের চোখে ধুলো দিতে এসব করা হচ্ছে ৷

west bengal municipal election 2020, kolkata
সৌন্দর্যায়নের কাজ হয়েছে এলাকায়

দু’নম্বর বোরো-র চেয়ারম্যান তৃণমূলের সাধন সাহা বলেন, ‘‘পাঁচ বছরে বোরো-র সার্বিক উন্নয়ন হয়েছে ৷ প্রথমবার আমরা বোর্ড দখল করলেও 18, 20 ও 10 নম্বর ওয়ার্ড বামেদের দখলে ছিল । দ্বিতীয়বার তৃণমূল বোর্ড গঠন করলে 18 ও 20 নম্বর ওয়ার্ড আমাদের দখলে চলে আসে । এই এলাকাগুলির সার্বিক উন্নয়ন হয়েছে । সবক'টি রাস্তায় স্ট্রিট লাইট লাগানো হয়েছে । আগের তুলনায় এখন এলাকা অনেক বেশি পরিষ্কার করা হয় । বস্তিগুলির উন্নয়ন হয়েছে । আগামী দিনে বস্তিগুলFতে 24 ঘণ্টা পানীয় জলের ব্যবস্থা কার হবে ৷’’

west bengal municipal election 2020, kolkata
রাস্তা সারাই হয়েছে

তিনি আরও বলেন, ‘‘সবকটি ওয়ার্ডে পানীয় জলের ব্যবস্থা রয়েছে । পৌর স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নিয়মিত চিকিৎসা হয় । বিনামূল্যে ওষুধ দেওয়া হয় ৷ চক্ষু পরীক্ষা থেকে সব রকম পরীক্ষার জন্য ল্যাবরেটরি রয়েছে পৌর স্বাস্থ্যকেন্দ্রগুলিতে । এলাকায় পার্কগুলিকে সাজিয়ে তোলা হয়েছে । কলকাতা পৌরনিগমের স্কুল রয়েছে । আগামী দিনে সেই স্কুলে বাংলা হিন্দির সঙ্গে ইংরেজির পঠন-পাঠন চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে । পৌরভোট বলে নয়, আগে থেকেই এই স্কুলের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল ৷’’

দু’নম্বর বোরোর উন্নয়ন নিয়ে কী বললেন শাসক-বিরোধী দল থেকে স্থানীয় বাসিন্দারা

এই বোরো-র একমাত্র বিরোধী নেত্রী 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর CPI(M)-এর করুণা সেনগুপ্ত জানান, সব ওয়ার্ডে জনসংখ্যা অধিক হওয়ায় পরিচ্ছন্নতা বজায় রাখার সমস্যা রয়েছে । 100 দিনের কর্মী আরও নিয়োগ করলে এলাকা বেশি করে পরিষ্কার রাখা যাবে । এছাড়া এই বোরোয় সবদিক থেকেই উন্নয়ন হয়েছে বলে দাবি করেন তিনি ।

এদিকে ভোটের আগে বিরোধীরা বেহাল রাস্তা ও অবৈধ নির্মাণকে হাতিয়ার করতে ময়দানে নামতে চাইছে ৷

Last Updated : Mar 13, 2020, 2:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.