ETV Bharat / city

BJP Leader injured : ভবানীপুরে প্রচারে দক্ষিণ কলকাতার বিজেপি যুব মোর্চার সভাপতি আক্রান্ত

সোমবার যদুবাবুর বাজারে প্রচারে গিয়ে আক্রান্ত হন বিজেপির দক্ষিণ কলকাতা যুব মোর্চার সভাপতি মুকুন্দ ঝা ৷ এই ঘটনার প্রেক্ষিতে সিইও দফতরে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি ৷

BJP Leader injured
ভবানীপুরে ভোট প্রচারে গিয়ে আক্রান্ত দক্ষিণ কলকাতার বিজেপি যুব মোর্চার সভাপতি
author img

By

Published : Sep 27, 2021, 4:48 PM IST

Updated : Sep 27, 2021, 4:59 PM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর : প্রচারসভা চলাকালীন সোমবার যদুবাবুর বাজারে আক্রান্ত হলেন বিজেপির দক্ষিণ কলকাতা যুব মোর্চার সভাপতি মুকুন্দ ঝা । গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় ৷

বিজেপির অভিযোগ, এদিন যদুবাবুর বাজারে সভা চলাকালীন মুকুন্দ ঝাকে বেধড়ক মারধর করে একদল তৃণমূল কর্মী । তাঁকে মেরে চোখ ফাটিয়ে দেওয়া হয় । প্রথমে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

আরও পড়ুন : Kunal-Locket : আগে ভবানীপুরে মমতার হার বাঁচান, কুণালের টুইট-জল্পনার উত্তর লকেটের

এসএসকেএম হাসপাতালে মুকুন্দ ঝা-কে দেখতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল । এই ঘটনার প্রেক্ষিতে সিইও দফতরে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি ৷ আক্রান্ত মুকুন্দ ঝা এদিন বলেন, "আমাকে বেধড়ক মারধোর করা হয় । প্রথমে দিলীপ ঘোষকে হেনস্তা করা হয় । সেখানে আমি আমাদের নেতা দিলীপদার পাশে দাঁড়ানোয় আমাকে মারধর করা হয় ৷’’ ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, "তৃণমূল ভয় পেয়ে গিয়েছে, তাই এইসব করছে ৷"

কলকাতা, 27 সেপ্টেম্বর : প্রচারসভা চলাকালীন সোমবার যদুবাবুর বাজারে আক্রান্ত হলেন বিজেপির দক্ষিণ কলকাতা যুব মোর্চার সভাপতি মুকুন্দ ঝা । গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় ৷

বিজেপির অভিযোগ, এদিন যদুবাবুর বাজারে সভা চলাকালীন মুকুন্দ ঝাকে বেধড়ক মারধর করে একদল তৃণমূল কর্মী । তাঁকে মেরে চোখ ফাটিয়ে দেওয়া হয় । প্রথমে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

আরও পড়ুন : Kunal-Locket : আগে ভবানীপুরে মমতার হার বাঁচান, কুণালের টুইট-জল্পনার উত্তর লকেটের

এসএসকেএম হাসপাতালে মুকুন্দ ঝা-কে দেখতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল । এই ঘটনার প্রেক্ষিতে সিইও দফতরে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি ৷ আক্রান্ত মুকুন্দ ঝা এদিন বলেন, "আমাকে বেধড়ক মারধোর করা হয় । প্রথমে দিলীপ ঘোষকে হেনস্তা করা হয় । সেখানে আমি আমাদের নেতা দিলীপদার পাশে দাঁড়ানোয় আমাকে মারধর করা হয় ৷’’ ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, "তৃণমূল ভয় পেয়ে গিয়েছে, তাই এইসব করছে ৷"

Last Updated : Sep 27, 2021, 4:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.