ETV Bharat / city

দুর্গাপুজো কার্নিভালে রাজ্যপালকে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী - দুর্গাপুজো কার্নিভাল 2019

শুক্রবার হবে দুর্গাপুজো কার্নিভাল ৷ এবারের থিম রাঙামাটির বাংলা ৷ সেই মতো সেজে উঠেছে মূল মঞ্চ ও রেড রোড ৷ আজ রাজ্যপাল জগদীপ ধনকড়কে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

দুর্গাপুজো কার্নিভাল
author img

By

Published : Oct 9, 2019, 11:57 PM IST

কলকাতা, 9 অক্টোবর : রেড রোডে মেগা দুর্গা কার্নিভালের এবারের থিম রাঙামাটির বাংলা ৷ সেই মতো সেজে উঠেছে মূল মঞ্চ ৷ রাজ্যপাল জগদীপ ধনকড়কে কার্নিভালে উপস্থিত থাকার জন্য আজ আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

শুক্রবার হবে কার্নিভাল ৷ অংশ নেবে শহর ও শহরতলির 75 টি পুজো ৷ কার্নিভালকে সফল করতে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর প্রস্তুতি ৷ জঙ্গলমহল-সহ বাঁকুড়া, বিষ্ণুপুরের রাঙামাটির ছোঁয়ায় সাজিয়ে তোলা হচ্ছে মঞ্চ-সহ রেড রোড । সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত থাকবেন দেশ- বিদেশ থেকে আগত বহু অতিথি ৷ আজই রাজ্যপালকে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী ৷ রাজ্য সরকারের আমন্ত্রণ গ্রহণ করেছে রাজভবন । কলকাতার সেরা প্রতিমাগুলি নিয়ে শোভাযাত্রার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ট্যাবলো প্রদর্শিত হবে বলে জানা গেছে ৷

কলকাতা, 9 অক্টোবর : রেড রোডে মেগা দুর্গা কার্নিভালের এবারের থিম রাঙামাটির বাংলা ৷ সেই মতো সেজে উঠেছে মূল মঞ্চ ৷ রাজ্যপাল জগদীপ ধনকড়কে কার্নিভালে উপস্থিত থাকার জন্য আজ আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

শুক্রবার হবে কার্নিভাল ৷ অংশ নেবে শহর ও শহরতলির 75 টি পুজো ৷ কার্নিভালকে সফল করতে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর প্রস্তুতি ৷ জঙ্গলমহল-সহ বাঁকুড়া, বিষ্ণুপুরের রাঙামাটির ছোঁয়ায় সাজিয়ে তোলা হচ্ছে মঞ্চ-সহ রেড রোড । সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত থাকবেন দেশ- বিদেশ থেকে আগত বহু অতিথি ৷ আজই রাজ্যপালকে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী ৷ রাজ্য সরকারের আমন্ত্রণ গ্রহণ করেছে রাজভবন । কলকাতার সেরা প্রতিমাগুলি নিয়ে শোভাযাত্রার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ট্যাবলো প্রদর্শিত হবে বলে জানা গেছে ৷

Intro:aassকলকাতা, ৯ অক্টোবর : এবারে 'রাঙামাটি'র বাংলা'র থিমে সেজে উঠছে কার্ণিভালের মূল মঞ্চ। জঙ্গলমহল তথা বাঁকুড়া ও বিষ্ণুপুরের রাঙামাটির ছোঁয়াকে রেডরোডে তুলে আনছে রাজ্য। কার্ণিভাল দেখতে আসা হাজার হাজার দর্শককে মন্ত্র মুগ্ধ করতেই এই উদ্যোগ। মেগা কার্ণিভালে উপস্থিত থাকতে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ রাজ্যপালকে।


Body:


আগামী শুক্রবার রেডরোডে হবে মেগা দুর্গা কার্ণিভাল। অংশ গ্রহণ করবে শহর এবং শহরতলীর ৭৫ টি বড় পুজো। কার্ণিভাল সফল করতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোর প্রস্তুতি। অতিথিদের কাছে পৌঁছতে শুরু করেছে নিমন্ত্রণ পত্রও। রাজ্যের প্রচুর সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত থাকবেন দেশ - বিদেশ থেকে আগত বহু অতিথি। আজই রাজ্যপাল জগদীপ ধনকরকে আমন্ত্রণ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, রাজ্য সরকারের আমন্ত্রণ গ্রহণ করেছে রাজভবন। দর্শনার্থীদের নজর কাড়তে জোর দেওয়া হচ্ছে মূল কার্ণিভালের থিমে। বাঁকুড়া ও বিষ্ণুপুরের রাঙামাটির থিমে গড়ে তোলা হচ্ছে মঞ্চ। শুধুমাত্র রাঙামাটির বাংলা'র থিম নয়, পুজো প্রদর্শনের পাশাপাশি জঙ্গলমহল তথা বাঁকুড়া, বিষ্ণুপুরের ঐতিহ্য ছৌনাচ প্রদর্শিত হবে। কলকাতার সেরা প্রতিমা গুলো প্রদর্শনের পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক ট্যাবলো প্রদর্শিত হবে বলে জানা গিয়েছে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.